ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। গলে ১৭ জুন টেস্ট দিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে। সিরিজ খেলতে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা এখন লঙ্কায়।
এবার শ্রীলঙ্কা সফরে মেহেদী হাসান মিরাজ যাচ্ছেন নতুন পরিচয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে গতকাল মিরাজকে ১ বছর মেয়াদে ওয়ানডে অধিনায়ক করেছে। ওয়ানডে অধিনায়ক হিসেবে আজ সকালে মিরপুরে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর দুপুরে মিরাজ শ্রীলঙ্কার বিমান ধরেছেন। স্থানীয় সময় বিকেলে দ্বীপরাষ্ট্রে পৌঁছেছেন বাংলাদেশি অলরাউন্ডার। দ্বিতীয় বহরে মিরাজের সঙ্গে গেছেন শান্ত, সৈয়দ খালেদ আহমেদ, মুমিনুল হক, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়রা।
দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের দুটি বহর শ্রীলঙ্কায় পৌঁছেছে। প্রথম বহরে গতকাল লঙ্কায় গেছেন নাহিদ রানা, মাহিদুল ইসলাম অঙ্কনসহ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ও পেস বোলিং কোচ শন টেইট। এবারের শ্রীলঙ্কা সিরিজ দিয়ে তিন সংস্করণে বাংলাদেশ খেলবে তিন অধিনায়কের নেতৃত্বে। টেস্ট ও ওয়ানডের অধিনায়ক শান্ত ও মিরাজ। টি-টোয়েন্টি বাংলাদেশ খেলবে মিরাজের নেতৃত্বে।
বাংলাদেশ ক্রিকেট দল কেমন বাজে খেলছে, সেটার প্রতিফলন দেখা যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি, ওয়ানডে দুই সংস্করণেই বাংলাদেশ অবস্থান করছে ১০ নম্বরে। টেস্টে দলটির অবস্থান ৯ নম্বরে। কদিন আগে ঘরের মাঠে বাংলাদেশ টেস্ট হেরেছে জিম্বাবুয়ের কাছে। ৬ টি-টোয়েন্টির মধ্যে কেবল একটিতে জিতেছে বাংলাদেশ। যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের কাছে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশের সিরিজ হারের ঘটনা রয়েছে।
১৭ জুন গলে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। সাদা পোশাকের সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। যেখানে শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ শুধু প্রথম টেস্টের দল ঘোষণা করেছে। শ্রীলঙ্কা সিরিজে তিন অধিনায়কের নেতৃত্বে তিন সংস্করণ খেলতে যাওয়া বাংলাদেশ এবার ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটা সময়ই বলে দেবে।
আরও পড়ুন:

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। গলে ১৭ জুন টেস্ট দিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে। সিরিজ খেলতে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা এখন লঙ্কায়।
এবার শ্রীলঙ্কা সফরে মেহেদী হাসান মিরাজ যাচ্ছেন নতুন পরিচয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে গতকাল মিরাজকে ১ বছর মেয়াদে ওয়ানডে অধিনায়ক করেছে। ওয়ানডে অধিনায়ক হিসেবে আজ সকালে মিরপুরে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর দুপুরে মিরাজ শ্রীলঙ্কার বিমান ধরেছেন। স্থানীয় সময় বিকেলে দ্বীপরাষ্ট্রে পৌঁছেছেন বাংলাদেশি অলরাউন্ডার। দ্বিতীয় বহরে মিরাজের সঙ্গে গেছেন শান্ত, সৈয়দ খালেদ আহমেদ, মুমিনুল হক, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়রা।
দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের দুটি বহর শ্রীলঙ্কায় পৌঁছেছে। প্রথম বহরে গতকাল লঙ্কায় গেছেন নাহিদ রানা, মাহিদুল ইসলাম অঙ্কনসহ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ও পেস বোলিং কোচ শন টেইট। এবারের শ্রীলঙ্কা সিরিজ দিয়ে তিন সংস্করণে বাংলাদেশ খেলবে তিন অধিনায়কের নেতৃত্বে। টেস্ট ও ওয়ানডের অধিনায়ক শান্ত ও মিরাজ। টি-টোয়েন্টি বাংলাদেশ খেলবে মিরাজের নেতৃত্বে।
বাংলাদেশ ক্রিকেট দল কেমন বাজে খেলছে, সেটার প্রতিফলন দেখা যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি, ওয়ানডে দুই সংস্করণেই বাংলাদেশ অবস্থান করছে ১০ নম্বরে। টেস্টে দলটির অবস্থান ৯ নম্বরে। কদিন আগে ঘরের মাঠে বাংলাদেশ টেস্ট হেরেছে জিম্বাবুয়ের কাছে। ৬ টি-টোয়েন্টির মধ্যে কেবল একটিতে জিতেছে বাংলাদেশ। যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের কাছে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশের সিরিজ হারের ঘটনা রয়েছে।
১৭ জুন গলে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। সাদা পোশাকের সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। যেখানে শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ শুধু প্রথম টেস্টের দল ঘোষণা করেছে। শ্রীলঙ্কা সিরিজে তিন অধিনায়কের নেতৃত্বে তিন সংস্করণ খেলতে যাওয়া বাংলাদেশ এবার ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটা সময়ই বলে দেবে।
আরও পড়ুন:

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৫ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
৯ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
৯ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১০ ঘণ্টা আগে