ক্রীড়া ডেস্ক

বয়সভিত্তিক ক্রিকেট থেকে তিনি সহজাত নেতা। দলকে নেতৃত্ব দিতে ভালোবাসেন। কঠিন সময়ে বুক চিতিয়ে লড়তে জানেন। জাতীয় দলকে নেতৃত্ব দেবেন, মেহেদী হাসান মিরাজের এই স্বপ্ন কৈশোর থেকে। অবশেষে স্বপ্নটা ধরা দিয়েছে তাঁর কাছে। ওয়ানডেতে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হয়েছেন মিরাজ।
গতকাল বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার পর নেতৃত্ব পেয়ে আজ সকালে সংবাদ সম্মেলনে এলেন মিরাজ। জানিয়েছেন, সাবেক অধিনায়ক মাশরাফি-সাকিবদের কাছ থেকে পাওয়া শিক্ষাটাই কাজে লাগাতে চান নিজে। নতুন ওয়ানডে অধিনায়ক বললেন, ‘মাশরাফি ভাইয়ের অধীনে আমার অভিষেক হয়েছিল বাংলাদেশ দলে। আমি অনেক অধিনায়ককে পেয়েছি। এটা অবশ্যই আমার জন্য ভালো লাগার বিষয়। তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যেটা হয়তো আমি আমার ক্যাপ্টেনসিতে কাজে লাগাতে পারব।’
গত বছর নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে মিরাজ চারটি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার তিনি এক বছরের মেয়াদে বাংলাদেশের অধিনায়ক। খেলোয়াড়দের সহায়তা এবং স্বাস্থ্যকর ড্রেসিংরুমের প্রত্যয় তাঁর, ‘এখন তো অবশ্য আমাদের দায়িত্ব নেওয়ার সময় এসেছে। আমরা যথেষ্ট আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। প্রায় ৮-৯ বছর ধরে খেলেছি। যারা জুনিয়র আছে তাদের অবশ্যই পারফর্ম করতে হবে কীভাবে সেই সাজেস্টগুলো করব, আমরা যখন প্রথম দলে আসি, বড় ভাইয়েরা আমাদের যেভাবে সহায়তা করেছে, চেষ্টা করব ওইভাবেই সহায়তা করতে। ড্রেসিংরুম ওইভাবে রাখার জন্য। যে-ই ড্রেসিংরুমে থাকে না কেন, সে যেন অনুভব করে আমি এক নই, সবাই আছে।’
টেস্টে মিরাজ এরই মধ্যে শীর্ষ দুই অলরাউন্ডারের একজন হয়েছেন। ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও তিনি সেরা চারে আছেন। মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা আর সাকিব আল হাসানের পর মিরাজ ওয়ানডেতে ১০০ উইকেট ও ১ হাজার রানের কীর্তি গড়েছেন বাংলাদেশ ক্রিকেটে। তবে এবার পুরো দলের পারফরম্যান্স বের করে আনার গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর।
এমন এক সময় দায়িত্ব নিয়েছেন মিরাজ, যখন ওয়ানডেতে বেশ কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। তবে মিরাজের আশা, আগামী এক বছরে দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, ‘বেশি লম্বা সময় থাকলে ভিশনটা ভালো থাকে, যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ। এটা সম্পূর্ণ বোর্ড কীভাবে চিন্তা করছে, যেহেতু আমরা এখন একটু স্ট্রাগল করছি ওয়ানডেতে। হয়তো চিন্তা করছে, এক বছরে আমরা একটা জায়গায় দাঁড় করাই ওয়ানডে দলটাকে। তারপর হয়তো তারা পরবর্তী ধাপ বা পরিকল্পনা জানাতে পারবে। জিনিসটা কীভাবে করবে, কনটিনিউ করবে নাকি.... । নির্ভর করবে আমাদের আগামী এক বছরে অনেকগুলো খেলা আছে। আমাদের এখন সময় এসেছে ওয়ানডে দলটা একটা জায়গায় দাঁড় করানো।’

বয়সভিত্তিক ক্রিকেট থেকে তিনি সহজাত নেতা। দলকে নেতৃত্ব দিতে ভালোবাসেন। কঠিন সময়ে বুক চিতিয়ে লড়তে জানেন। জাতীয় দলকে নেতৃত্ব দেবেন, মেহেদী হাসান মিরাজের এই স্বপ্ন কৈশোর থেকে। অবশেষে স্বপ্নটা ধরা দিয়েছে তাঁর কাছে। ওয়ানডেতে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হয়েছেন মিরাজ।
গতকাল বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার পর নেতৃত্ব পেয়ে আজ সকালে সংবাদ সম্মেলনে এলেন মিরাজ। জানিয়েছেন, সাবেক অধিনায়ক মাশরাফি-সাকিবদের কাছ থেকে পাওয়া শিক্ষাটাই কাজে লাগাতে চান নিজে। নতুন ওয়ানডে অধিনায়ক বললেন, ‘মাশরাফি ভাইয়ের অধীনে আমার অভিষেক হয়েছিল বাংলাদেশ দলে। আমি অনেক অধিনায়ককে পেয়েছি। এটা অবশ্যই আমার জন্য ভালো লাগার বিষয়। তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যেটা হয়তো আমি আমার ক্যাপ্টেনসিতে কাজে লাগাতে পারব।’
গত বছর নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে মিরাজ চারটি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার তিনি এক বছরের মেয়াদে বাংলাদেশের অধিনায়ক। খেলোয়াড়দের সহায়তা এবং স্বাস্থ্যকর ড্রেসিংরুমের প্রত্যয় তাঁর, ‘এখন তো অবশ্য আমাদের দায়িত্ব নেওয়ার সময় এসেছে। আমরা যথেষ্ট আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। প্রায় ৮-৯ বছর ধরে খেলেছি। যারা জুনিয়র আছে তাদের অবশ্যই পারফর্ম করতে হবে কীভাবে সেই সাজেস্টগুলো করব, আমরা যখন প্রথম দলে আসি, বড় ভাইয়েরা আমাদের যেভাবে সহায়তা করেছে, চেষ্টা করব ওইভাবেই সহায়তা করতে। ড্রেসিংরুম ওইভাবে রাখার জন্য। যে-ই ড্রেসিংরুমে থাকে না কেন, সে যেন অনুভব করে আমি এক নই, সবাই আছে।’
টেস্টে মিরাজ এরই মধ্যে শীর্ষ দুই অলরাউন্ডারের একজন হয়েছেন। ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও তিনি সেরা চারে আছেন। মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা আর সাকিব আল হাসানের পর মিরাজ ওয়ানডেতে ১০০ উইকেট ও ১ হাজার রানের কীর্তি গড়েছেন বাংলাদেশ ক্রিকেটে। তবে এবার পুরো দলের পারফরম্যান্স বের করে আনার গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর।
এমন এক সময় দায়িত্ব নিয়েছেন মিরাজ, যখন ওয়ানডেতে বেশ কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। তবে মিরাজের আশা, আগামী এক বছরে দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, ‘বেশি লম্বা সময় থাকলে ভিশনটা ভালো থাকে, যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ। এটা সম্পূর্ণ বোর্ড কীভাবে চিন্তা করছে, যেহেতু আমরা এখন একটু স্ট্রাগল করছি ওয়ানডেতে। হয়তো চিন্তা করছে, এক বছরে আমরা একটা জায়গায় দাঁড় করাই ওয়ানডে দলটাকে। তারপর হয়তো তারা পরবর্তী ধাপ বা পরিকল্পনা জানাতে পারবে। জিনিসটা কীভাবে করবে, কনটিনিউ করবে নাকি.... । নির্ভর করবে আমাদের আগামী এক বছরে অনেকগুলো খেলা আছে। আমাদের এখন সময় এসেছে ওয়ানডে দলটা একটা জায়গায় দাঁড় করানো।’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১১ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২০ দিন আগে