
নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেও গত বুধবার দলকে জেতাতে পারেননি মাহিশ থিকশানা। হ্যামিল্টনের সেডন পার্কে তাঁর অর্জন ম্লান হয়ে গিয়েছিল ব্যাটারদের ভরাডুবিতে। সেই হ্যাটট্রিকের এক সপ্তাহ পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে সুখবর পেলেন লঙ্কান এই রহস্যময় স্পিনার।
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। আইসিসির ইভেন্টে শ্রীলঙ্কা খেলতে না পারলেও আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ব্যস্ততা যে থেমে নেই। অকল্যান্ডে এ সপ্তাহের শনিবার নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আজ আইসিসি হালনাগাদ করেছে সাপ্তাহিক র্যাঙ্কিং। সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন থিকশানা। তাঁর রেটিং পয়েন্ট ৬৬৩। ওয়ানডেতে এটাই তাঁর ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। হ্যামিল্টনে ৮ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ম্যাট হেনরি-কিউই এই তিন ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিক করেছিলেন থিকশানা।
বাংলাদেশের ক্রিকেটাররা সবশেষ ওয়ানডে খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন ৩৬ নম্বরে মাহমুদউল্লাহ। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৫৬১। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে নাজমুল হোসেন শান্তর র্যাঙ্কিংই সেরা। ৫৮৬ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ৩০ নম্বরে অবস্থান করছেন তিনি। তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়নস ট্রফি খেলবে বাংলাদেশ। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই ৭৩ ও ৭৫ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তবে লিটনের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হয়নি।

এক ধাপ এগিয়ে বোলারদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে নাসুম আহমেদ। তিনিও আছেন বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে। ৬৬৯ রেটিং নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান। দুইয়ে থাকা কুলদীপ যাদবের রেটিং ৬৬৫। থিকশানা ওপরে ওঠায় স্থানচ্যুত হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এক ধাপ পিছিয়ে শাহিন এখন চার নম্বরে অবস্থান করছেন। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১২ পর্যন্ত কোনো অবস্থানের পরিবর্তন হয়নি। ৭৯৫ রেটিং নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। দুই, তিন ও চারে আছেন তিন ভারতীয় রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলি।
ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচের তিনজনই আফগানিস্তানের। ৩০০ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ নবী। তিন ও পাঁচে আছেন আজমাতুল্লাহ ওমরজাই ও রশিদ খান। ২৯০ রেটিং নিয়ে দুইয়ে সিকান্দার রাজা। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের প্রথম ১০ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেও গত বুধবার দলকে জেতাতে পারেননি মাহিশ থিকশানা। হ্যামিল্টনের সেডন পার্কে তাঁর অর্জন ম্লান হয়ে গিয়েছিল ব্যাটারদের ভরাডুবিতে। সেই হ্যাটট্রিকের এক সপ্তাহ পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে সুখবর পেলেন লঙ্কান এই রহস্যময় স্পিনার।
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। আইসিসির ইভেন্টে শ্রীলঙ্কা খেলতে না পারলেও আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ব্যস্ততা যে থেমে নেই। অকল্যান্ডে এ সপ্তাহের শনিবার নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আজ আইসিসি হালনাগাদ করেছে সাপ্তাহিক র্যাঙ্কিং। সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন থিকশানা। তাঁর রেটিং পয়েন্ট ৬৬৩। ওয়ানডেতে এটাই তাঁর ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। হ্যামিল্টনে ৮ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ম্যাট হেনরি-কিউই এই তিন ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিক করেছিলেন থিকশানা।
বাংলাদেশের ক্রিকেটাররা সবশেষ ওয়ানডে খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন ৩৬ নম্বরে মাহমুদউল্লাহ। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৫৬১। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে নাজমুল হোসেন শান্তর র্যাঙ্কিংই সেরা। ৫৮৬ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ৩০ নম্বরে অবস্থান করছেন তিনি। তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়নস ট্রফি খেলবে বাংলাদেশ। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই ৭৩ ও ৭৫ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তবে লিটনের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হয়নি।

এক ধাপ এগিয়ে বোলারদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে নাসুম আহমেদ। তিনিও আছেন বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে। ৬৬৯ রেটিং নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান। দুইয়ে থাকা কুলদীপ যাদবের রেটিং ৬৬৫। থিকশানা ওপরে ওঠায় স্থানচ্যুত হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এক ধাপ পিছিয়ে শাহিন এখন চার নম্বরে অবস্থান করছেন। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১২ পর্যন্ত কোনো অবস্থানের পরিবর্তন হয়নি। ৭৯৫ রেটিং নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। দুই, তিন ও চারে আছেন তিন ভারতীয় রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলি।
ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচের তিনজনই আফগানিস্তানের। ৩০০ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ নবী। তিন ও পাঁচে আছেন আজমাতুল্লাহ ওমরজাই ও রশিদ খান। ২৯০ রেটিং নিয়ে দুইয়ে সিকান্দার রাজা। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের প্রথম ১০ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৫ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৯ ঘণ্টা আগে