
নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেও গত বুধবার দলকে জেতাতে পারেননি মাহিশ থিকশানা। হ্যামিল্টনের সেডন পার্কে তাঁর অর্জন ম্লান হয়ে গিয়েছিল ব্যাটারদের ভরাডুবিতে। সেই হ্যাটট্রিকের এক সপ্তাহ পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে সুখবর পেলেন লঙ্কান এই রহস্যময় স্পিনার।
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। আইসিসির ইভেন্টে শ্রীলঙ্কা খেলতে না পারলেও আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ব্যস্ততা যে থেমে নেই। অকল্যান্ডে এ সপ্তাহের শনিবার নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আজ আইসিসি হালনাগাদ করেছে সাপ্তাহিক র্যাঙ্কিং। সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন থিকশানা। তাঁর রেটিং পয়েন্ট ৬৬৩। ওয়ানডেতে এটাই তাঁর ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। হ্যামিল্টনে ৮ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ম্যাট হেনরি-কিউই এই তিন ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিক করেছিলেন থিকশানা।
বাংলাদেশের ক্রিকেটাররা সবশেষ ওয়ানডে খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন ৩৬ নম্বরে মাহমুদউল্লাহ। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৫৬১। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে নাজমুল হোসেন শান্তর র্যাঙ্কিংই সেরা। ৫৮৬ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ৩০ নম্বরে অবস্থান করছেন তিনি। তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়নস ট্রফি খেলবে বাংলাদেশ। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই ৭৩ ও ৭৫ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তবে লিটনের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হয়নি।

এক ধাপ এগিয়ে বোলারদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে নাসুম আহমেদ। তিনিও আছেন বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে। ৬৬৯ রেটিং নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান। দুইয়ে থাকা কুলদীপ যাদবের রেটিং ৬৬৫। থিকশানা ওপরে ওঠায় স্থানচ্যুত হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এক ধাপ পিছিয়ে শাহিন এখন চার নম্বরে অবস্থান করছেন। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১২ পর্যন্ত কোনো অবস্থানের পরিবর্তন হয়নি। ৭৯৫ রেটিং নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। দুই, তিন ও চারে আছেন তিন ভারতীয় রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলি।
ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচের তিনজনই আফগানিস্তানের। ৩০০ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ নবী। তিন ও পাঁচে আছেন আজমাতুল্লাহ ওমরজাই ও রশিদ খান। ২৯০ রেটিং নিয়ে দুইয়ে সিকান্দার রাজা। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের প্রথম ১০ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেও গত বুধবার দলকে জেতাতে পারেননি মাহিশ থিকশানা। হ্যামিল্টনের সেডন পার্কে তাঁর অর্জন ম্লান হয়ে গিয়েছিল ব্যাটারদের ভরাডুবিতে। সেই হ্যাটট্রিকের এক সপ্তাহ পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে সুখবর পেলেন লঙ্কান এই রহস্যময় স্পিনার।
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। আইসিসির ইভেন্টে শ্রীলঙ্কা খেলতে না পারলেও আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ব্যস্ততা যে থেমে নেই। অকল্যান্ডে এ সপ্তাহের শনিবার নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আজ আইসিসি হালনাগাদ করেছে সাপ্তাহিক র্যাঙ্কিং। সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন থিকশানা। তাঁর রেটিং পয়েন্ট ৬৬৩। ওয়ানডেতে এটাই তাঁর ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। হ্যামিল্টনে ৮ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ম্যাট হেনরি-কিউই এই তিন ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিক করেছিলেন থিকশানা।
বাংলাদেশের ক্রিকেটাররা সবশেষ ওয়ানডে খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন ৩৬ নম্বরে মাহমুদউল্লাহ। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৫৬১। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে নাজমুল হোসেন শান্তর র্যাঙ্কিংই সেরা। ৫৮৬ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ৩০ নম্বরে অবস্থান করছেন তিনি। তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়নস ট্রফি খেলবে বাংলাদেশ। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই ৭৩ ও ৭৫ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তবে লিটনের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হয়নি।

এক ধাপ এগিয়ে বোলারদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে নাসুম আহমেদ। তিনিও আছেন বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে। ৬৬৯ রেটিং নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান। দুইয়ে থাকা কুলদীপ যাদবের রেটিং ৬৬৫। থিকশানা ওপরে ওঠায় স্থানচ্যুত হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এক ধাপ পিছিয়ে শাহিন এখন চার নম্বরে অবস্থান করছেন। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১২ পর্যন্ত কোনো অবস্থানের পরিবর্তন হয়নি। ৭৯৫ রেটিং নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। দুই, তিন ও চারে আছেন তিন ভারতীয় রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলি।
ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচের তিনজনই আফগানিস্তানের। ৩০০ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ নবী। তিন ও পাঁচে আছেন আজমাতুল্লাহ ওমরজাই ও রশিদ খান। ২৯০ রেটিং নিয়ে দুইয়ে সিকান্দার রাজা। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের প্রথম ১০ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে