নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লম্বা বিরতির পর ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে দলে ফেরার অপেক্ষায় ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের পুরোনো চোটে সেই অপেক্ষা বাড়ে এ পেস বোলিং অলরাউন্ডারের। ক্যারিবীয় সফর শেষে বাংলাদেশের পরের গন্তব্য জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে সফরেও যাওয়া হচ্ছে না সাইফউদ্দিনের। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেই জানিয়েছেন এ কথা।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে দেশে ফিরবে বাংলাদেশ দল। সপ্তাহ খানেকের বিশ্রাম শেষে জিম্বাবুয়ে রওনা দেবে তারা। এই সফরেও যাওয়া হচ্ছে না সাইফউদ্দিনের। সফরে না যাওয়া নিয়ে বিসিবির নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সামনের জিম্বাবুয়ে সিরিজে আমাকে হয়তো বিবেচনার রাখা হবে না। গত পরশু নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। আমাকে এশিয়া কাপ নিয়ে পরিকল্পনা করতে বলেছেন। ইনশাআল্লাহ, সময় লাগলও ভালোভাবে ফিট হয়ে ফেরার জন্য কাজ করছি।’
চোট থেকে ফিরে এই মুহূর্তে ফিটনেস ফিরে পাওয়া নিয়ে কাজ করছেন সাইফউদ্দিন। পুরোপুরি ফিট হয়ে উঠতে কী করছেন জানিয়ে সাইফউদ্দিন বলেন, ‘নিজের কাজগুলো করছি, রিহ্যাব করছি। সব মিলিয়ে ফেরার প্রক্রিয়া ঠিক রাখার কাজ করছি। সব কিছু ঠিক থাকলে সামনের সপ্তাহে ভারতে যেতে পারি। ২২ জুন শেষবার বোলিং করেছি। গত একমাস বোলিং করিনি। রিহ্যাব করছি। নিজের কাছে ভালো অনুভব হচ্ছে।’
নিজেকে ফিরে পেতে বাংলাদেশ টাইগার্সের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলার কথাও জানিয়েছেন সাইফউদ্দিন। তিনি বলেন, ‘বায়জিদ ভাই (বিসিবির ফিজিও) ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলে উনার সঙ্গে বসে ১-২ সপ্তাহের পরিকল্পনা নিয়ে কীভাবে এগোনো যায় ঠিক করব। জাতীয় দল নিয়ে উনি যেহেতু অনেক ব্যস্ত থাকেন, সব সময় উনাকে পাওয়া বা কথা বলার সুযোগ হয়ে ওঠে না। উনি হয়তো আগামীকাল আসবেন, তখন বসে একটা পরিকল্পনা ঠিক করব। সামনে যেহেতু খুলনায় বাংলাদেশ টাইগার্সের প্রস্তুতি ম্যাচ আছে, নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলাম, ওখানে একটা দুইটা ম্যাচ খেলে বুঝব কোন অবস্থায় আছি।’

লম্বা বিরতির পর ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে দলে ফেরার অপেক্ষায় ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের পুরোনো চোটে সেই অপেক্ষা বাড়ে এ পেস বোলিং অলরাউন্ডারের। ক্যারিবীয় সফর শেষে বাংলাদেশের পরের গন্তব্য জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে সফরেও যাওয়া হচ্ছে না সাইফউদ্দিনের। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেই জানিয়েছেন এ কথা।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে দেশে ফিরবে বাংলাদেশ দল। সপ্তাহ খানেকের বিশ্রাম শেষে জিম্বাবুয়ে রওনা দেবে তারা। এই সফরেও যাওয়া হচ্ছে না সাইফউদ্দিনের। সফরে না যাওয়া নিয়ে বিসিবির নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সামনের জিম্বাবুয়ে সিরিজে আমাকে হয়তো বিবেচনার রাখা হবে না। গত পরশু নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। আমাকে এশিয়া কাপ নিয়ে পরিকল্পনা করতে বলেছেন। ইনশাআল্লাহ, সময় লাগলও ভালোভাবে ফিট হয়ে ফেরার জন্য কাজ করছি।’
চোট থেকে ফিরে এই মুহূর্তে ফিটনেস ফিরে পাওয়া নিয়ে কাজ করছেন সাইফউদ্দিন। পুরোপুরি ফিট হয়ে উঠতে কী করছেন জানিয়ে সাইফউদ্দিন বলেন, ‘নিজের কাজগুলো করছি, রিহ্যাব করছি। সব মিলিয়ে ফেরার প্রক্রিয়া ঠিক রাখার কাজ করছি। সব কিছু ঠিক থাকলে সামনের সপ্তাহে ভারতে যেতে পারি। ২২ জুন শেষবার বোলিং করেছি। গত একমাস বোলিং করিনি। রিহ্যাব করছি। নিজের কাছে ভালো অনুভব হচ্ছে।’
নিজেকে ফিরে পেতে বাংলাদেশ টাইগার্সের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলার কথাও জানিয়েছেন সাইফউদ্দিন। তিনি বলেন, ‘বায়জিদ ভাই (বিসিবির ফিজিও) ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলে উনার সঙ্গে বসে ১-২ সপ্তাহের পরিকল্পনা নিয়ে কীভাবে এগোনো যায় ঠিক করব। জাতীয় দল নিয়ে উনি যেহেতু অনেক ব্যস্ত থাকেন, সব সময় উনাকে পাওয়া বা কথা বলার সুযোগ হয়ে ওঠে না। উনি হয়তো আগামীকাল আসবেন, তখন বসে একটা পরিকল্পনা ঠিক করব। সামনে যেহেতু খুলনায় বাংলাদেশ টাইগার্সের প্রস্তুতি ম্যাচ আছে, নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলাম, ওখানে একটা দুইটা ম্যাচ খেলে বুঝব কোন অবস্থায় আছি।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৭ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১১ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
১১ ঘণ্টা আগে