নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লম্বা বিরতির পর ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে দলে ফেরার অপেক্ষায় ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের পুরোনো চোটে সেই অপেক্ষা বাড়ে এ পেস বোলিং অলরাউন্ডারের। ক্যারিবীয় সফর শেষে বাংলাদেশের পরের গন্তব্য জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে সফরেও যাওয়া হচ্ছে না সাইফউদ্দিনের। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেই জানিয়েছেন এ কথা।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে দেশে ফিরবে বাংলাদেশ দল। সপ্তাহ খানেকের বিশ্রাম শেষে জিম্বাবুয়ে রওনা দেবে তারা। এই সফরেও যাওয়া হচ্ছে না সাইফউদ্দিনের। সফরে না যাওয়া নিয়ে বিসিবির নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সামনের জিম্বাবুয়ে সিরিজে আমাকে হয়তো বিবেচনার রাখা হবে না। গত পরশু নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। আমাকে এশিয়া কাপ নিয়ে পরিকল্পনা করতে বলেছেন। ইনশাআল্লাহ, সময় লাগলও ভালোভাবে ফিট হয়ে ফেরার জন্য কাজ করছি।’
চোট থেকে ফিরে এই মুহূর্তে ফিটনেস ফিরে পাওয়া নিয়ে কাজ করছেন সাইফউদ্দিন। পুরোপুরি ফিট হয়ে উঠতে কী করছেন জানিয়ে সাইফউদ্দিন বলেন, ‘নিজের কাজগুলো করছি, রিহ্যাব করছি। সব মিলিয়ে ফেরার প্রক্রিয়া ঠিক রাখার কাজ করছি। সব কিছু ঠিক থাকলে সামনের সপ্তাহে ভারতে যেতে পারি। ২২ জুন শেষবার বোলিং করেছি। গত একমাস বোলিং করিনি। রিহ্যাব করছি। নিজের কাছে ভালো অনুভব হচ্ছে।’
নিজেকে ফিরে পেতে বাংলাদেশ টাইগার্সের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলার কথাও জানিয়েছেন সাইফউদ্দিন। তিনি বলেন, ‘বায়জিদ ভাই (বিসিবির ফিজিও) ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলে উনার সঙ্গে বসে ১-২ সপ্তাহের পরিকল্পনা নিয়ে কীভাবে এগোনো যায় ঠিক করব। জাতীয় দল নিয়ে উনি যেহেতু অনেক ব্যস্ত থাকেন, সব সময় উনাকে পাওয়া বা কথা বলার সুযোগ হয়ে ওঠে না। উনি হয়তো আগামীকাল আসবেন, তখন বসে একটা পরিকল্পনা ঠিক করব। সামনে যেহেতু খুলনায় বাংলাদেশ টাইগার্সের প্রস্তুতি ম্যাচ আছে, নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলাম, ওখানে একটা দুইটা ম্যাচ খেলে বুঝব কোন অবস্থায় আছি।’

লম্বা বিরতির পর ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে দলে ফেরার অপেক্ষায় ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের পুরোনো চোটে সেই অপেক্ষা বাড়ে এ পেস বোলিং অলরাউন্ডারের। ক্যারিবীয় সফর শেষে বাংলাদেশের পরের গন্তব্য জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে সফরেও যাওয়া হচ্ছে না সাইফউদ্দিনের। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেই জানিয়েছেন এ কথা।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে দেশে ফিরবে বাংলাদেশ দল। সপ্তাহ খানেকের বিশ্রাম শেষে জিম্বাবুয়ে রওনা দেবে তারা। এই সফরেও যাওয়া হচ্ছে না সাইফউদ্দিনের। সফরে না যাওয়া নিয়ে বিসিবির নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সামনের জিম্বাবুয়ে সিরিজে আমাকে হয়তো বিবেচনার রাখা হবে না। গত পরশু নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। আমাকে এশিয়া কাপ নিয়ে পরিকল্পনা করতে বলেছেন। ইনশাআল্লাহ, সময় লাগলও ভালোভাবে ফিট হয়ে ফেরার জন্য কাজ করছি।’
চোট থেকে ফিরে এই মুহূর্তে ফিটনেস ফিরে পাওয়া নিয়ে কাজ করছেন সাইফউদ্দিন। পুরোপুরি ফিট হয়ে উঠতে কী করছেন জানিয়ে সাইফউদ্দিন বলেন, ‘নিজের কাজগুলো করছি, রিহ্যাব করছি। সব মিলিয়ে ফেরার প্রক্রিয়া ঠিক রাখার কাজ করছি। সব কিছু ঠিক থাকলে সামনের সপ্তাহে ভারতে যেতে পারি। ২২ জুন শেষবার বোলিং করেছি। গত একমাস বোলিং করিনি। রিহ্যাব করছি। নিজের কাছে ভালো অনুভব হচ্ছে।’
নিজেকে ফিরে পেতে বাংলাদেশ টাইগার্সের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলার কথাও জানিয়েছেন সাইফউদ্দিন। তিনি বলেন, ‘বায়জিদ ভাই (বিসিবির ফিজিও) ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলে উনার সঙ্গে বসে ১-২ সপ্তাহের পরিকল্পনা নিয়ে কীভাবে এগোনো যায় ঠিক করব। জাতীয় দল নিয়ে উনি যেহেতু অনেক ব্যস্ত থাকেন, সব সময় উনাকে পাওয়া বা কথা বলার সুযোগ হয়ে ওঠে না। উনি হয়তো আগামীকাল আসবেন, তখন বসে একটা পরিকল্পনা ঠিক করব। সামনে যেহেতু খুলনায় বাংলাদেশ টাইগার্সের প্রস্তুতি ম্যাচ আছে, নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলাম, ওখানে একটা দুইটা ম্যাচ খেলে বুঝব কোন অবস্থায় আছি।’

মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৪ ঘণ্টা আগে