
এ বছরের শুরুতেই ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার দুঃসংবাদ পান ওয়েসলি মাধেভেড়ে ও ব্র্যান্ডন মাভুতা। দুজনেরই নিষিদ্ধ হওয়ার কারণ বিনোদনমূলক মাদক ব্যবহার। অবশেষে প্রায় চার মাস পর সুসংবাদ পেলেন তাঁরা। ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা রইল না জিম্বাবুয়ের দুই ক্রিকেটারের।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আজ এক বিবৃতিতে জানিয়েছে যে মাধেভেড়ে ও মাভুতার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, ‘ওয়েসলি ও ব্র্যান্ডনকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাতে পেরে আমি খুবই আনন্দিত। দুজনেই পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে ছিল। ড্রাগ টেস্টও দিয়েছে এটা দেখতে যে তারা স্বচ্ছ কি না। সবচেয়ে বড় কথা দুজনই তাদের অপরাধ স্বীকার করেছে। সব সময় পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রাখার প্রতিজ্ঞা করেছে তারা। সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ারের ক্ষেত্রেই তারা মনোযোগী।’
জানুয়ারিতে নিষিদ্ধ হলেও ডোপ টেস্টে মাভুতা ও মাধেভেড়ে ধরা পড়েন গত বছরের ডিসেম্বরে। কেভিন কাসুজা ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হন জানুয়ারি মাসেই। তাঁর নিষিদ্ধ হওয়ার কারণও বিনোদনমূলক মাদক ব্যবহার। তবে কাসুজার ব্যাপারে কোনো আপডেট পাওয়া যায়নি। একই সঙ্গে জেডসির অ্যাকাডেমি খেলোয়াড় ডেভিস মুরিয়েন্দো মাদক পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তাঁর শুনানি হবে শিগগিরই।
মাভুতা, মাধেভেড়ে দুজনেই সবশেষ গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ২০১৮ সালে অভিষেক হওয়া মাভুতা এখন পর্যন্ত ৪ টেস্ট, ১২ ওয়ানডে এবং ১০ টি-টোয়েন্টি খেলেছেন। আর ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হয়েছিল মাধেভেরের। দুটি টেস্ট, ৩৬ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলেছেন ২৩ বছর বয়সী ব্যাটার।

এ বছরের শুরুতেই ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার দুঃসংবাদ পান ওয়েসলি মাধেভেড়ে ও ব্র্যান্ডন মাভুতা। দুজনেরই নিষিদ্ধ হওয়ার কারণ বিনোদনমূলক মাদক ব্যবহার। অবশেষে প্রায় চার মাস পর সুসংবাদ পেলেন তাঁরা। ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা রইল না জিম্বাবুয়ের দুই ক্রিকেটারের।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আজ এক বিবৃতিতে জানিয়েছে যে মাধেভেড়ে ও মাভুতার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, ‘ওয়েসলি ও ব্র্যান্ডনকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাতে পেরে আমি খুবই আনন্দিত। দুজনেই পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে ছিল। ড্রাগ টেস্টও দিয়েছে এটা দেখতে যে তারা স্বচ্ছ কি না। সবচেয়ে বড় কথা দুজনই তাদের অপরাধ স্বীকার করেছে। সব সময় পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রাখার প্রতিজ্ঞা করেছে তারা। সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ারের ক্ষেত্রেই তারা মনোযোগী।’
জানুয়ারিতে নিষিদ্ধ হলেও ডোপ টেস্টে মাভুতা ও মাধেভেড়ে ধরা পড়েন গত বছরের ডিসেম্বরে। কেভিন কাসুজা ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হন জানুয়ারি মাসেই। তাঁর নিষিদ্ধ হওয়ার কারণও বিনোদনমূলক মাদক ব্যবহার। তবে কাসুজার ব্যাপারে কোনো আপডেট পাওয়া যায়নি। একই সঙ্গে জেডসির অ্যাকাডেমি খেলোয়াড় ডেভিস মুরিয়েন্দো মাদক পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তাঁর শুনানি হবে শিগগিরই।
মাভুতা, মাধেভেড়ে দুজনেই সবশেষ গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ২০১৮ সালে অভিষেক হওয়া মাভুতা এখন পর্যন্ত ৪ টেস্ট, ১২ ওয়ানডে এবং ১০ টি-টোয়েন্টি খেলেছেন। আর ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হয়েছিল মাধেভেরের। দুটি টেস্ট, ৩৬ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলেছেন ২৩ বছর বয়সী ব্যাটার।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৭ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে