Ajker Patrika

এশিয়া কাপেই তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৩: ৫৭
এশিয়া কাপেই তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের লড়াই এখন মহাদেশীয় বা আইসিসির কোনো টুর্নামেন্ট ছাড়া দেখার সুযোগ নেই। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। 

দীর্ঘ ৯ মাস পর ফের লড়াইয়ে নামছে ভারত-পাকিস্তান। ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু এশিয়া কাপ। পরের দিনই দুবাইয়ে মুখোমুখি হবে ক্রিকেট বিশ্বের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। 

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান, যা বিশ্বকাপ মঞ্চে টিম ইন্ডিয়ার বিপক্ষে তাদের প্রথম জয়। এবারের এশিয়া কাপও হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। কোনো দুর্ঘটনা না ঘটলে এই মহাদেশীয় আসরেই তিনবার দেখা হয়ে যেতে পারে ভারত-পাকিস্তানের। তাও ১৫ দিনের মধ্যে। 

এশিয়া কাপের ‘এ’ গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাছাইপর্ব পেরিয়ে একটি দল যোগ দেবে ‘এ’ গ্রুপে। গ্রুপ পর্বে ২৮ আগস্ট মাঠে নামবে ভারত-পাকিস্তান। এরপর রয়েছে সুপার ফোরের খেলা। এবারের আসরে সেমিফাইনাল নেই। সুপার ফোরে দুবাইয়ে ৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের শীর্ষ ও রানারআপ দল। কোনো অঘটন না ঘটলে সেই দুই দল হতে পারে ভারত-পাকিস্তান। 

এরপর ‘এ’ গ্রুপের শীর্ষ দল পর্যায়ক্রমে খেলবে ‘বি’ গ্রুপের সেরা ও রানারআপের সঙ্গে। ‘এ’ গ্রুপের রানারআপ দলও একইভাবে লড়বে। এরপর সুপার ফোরের দুই সেরা দল ১১ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুবাইয়ের ফাইনালে। আশা করা হচ্ছে, এ দুই দল হতে পারে ভারত-পাকিস্তান। আসরের অন্যতম ফেবারিটও তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত