ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপের গ্রুপ পর্বেই পথচলা থেমে গেছে আফগানিস্তানের। আবুধাবিতে ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আফগানদের। বিদায় ঘণ্টা বাজার দুই দিনের মধ্যেই আফগান ক্রিকেটারদের শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে দু্ই আফগান স্পিনার মুজিব উর রহমান ও নুর আহমাদ জাদরানকে তিরস্কার করা হয়েছে। ক্রিকেটের অভিভাবক সংস্থা গতকাল এক অফিশিয়াল সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের শাস্তির কথা নিশ্চিত করেছে। দুই আফগান ক্রিকেটারের নামের পাশে জুটেছে একটি করে ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের হিসেবে প্রত্যেকেরই এটা প্রথম অপরাধ। দুই মাঠের আম্পায়ার আসিফ ইয়াকুব, বীরেন্দ্র শর্মা, তৃতীয় আম্পায়ার ফয়সাল আফ্রিদি ও চতুর্থ আম্পায়ার রোহান পন্ডিত অভিযোগ এনেছেন মুজিব ও নুরের বিরুদ্ধে। আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন দিয়েছেন শাস্তি। দুই আফগান ক্রিকেটার দোষ স্বীকার করায় শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ ভঙ্গের অভিযোগ উঠেছে নুরের বিরুদ্ধে। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলে এই শাস্তির বিধান রয়েছে। ১৮ সেপ্টেম্বর আবুধাবিতে শ্রীলঙ্কার ইনিংসের ১৭তম ওভারে নুরের একটা ডেলিভারিকে আম্পায়ার ওয়াইড ঘোষণা করলে তিনি (নুর) অসন্তোষ প্রকাশ করেছে। মুজিবের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গের অভিযোগ উঠেছে। শ্রীলঙ্কা ম্যাচে মুজিব তাঁর তোয়ালে দিয়ে স্টাম্প ভেঙেছেন।
আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শ্রীলঙ্কা একই সঙ্গে বাংলাদেশেরও উপকার করে ১৮ সেপ্টেম্বর। লঙ্কানদের জয়ে ২০২৫ এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিত হয় বাংলাদেশের। দুবাইয়ে গত রাতে সুপার ফোরের প্রথম ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ২৪ ও ২৫ সেপ্টেম্বর সুপার ফোরের অপর দুই ম্যাচে বাংলাদেশ খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। লিটন দাস-হৃদয়রা সুপার ফোরের সব ম্যাচ খেলবেন দুবাইয়ে।

এশিয়া কাপের গ্রুপ পর্বেই পথচলা থেমে গেছে আফগানিস্তানের। আবুধাবিতে ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আফগানদের। বিদায় ঘণ্টা বাজার দুই দিনের মধ্যেই আফগান ক্রিকেটারদের শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে দু্ই আফগান স্পিনার মুজিব উর রহমান ও নুর আহমাদ জাদরানকে তিরস্কার করা হয়েছে। ক্রিকেটের অভিভাবক সংস্থা গতকাল এক অফিশিয়াল সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের শাস্তির কথা নিশ্চিত করেছে। দুই আফগান ক্রিকেটারের নামের পাশে জুটেছে একটি করে ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের হিসেবে প্রত্যেকেরই এটা প্রথম অপরাধ। দুই মাঠের আম্পায়ার আসিফ ইয়াকুব, বীরেন্দ্র শর্মা, তৃতীয় আম্পায়ার ফয়সাল আফ্রিদি ও চতুর্থ আম্পায়ার রোহান পন্ডিত অভিযোগ এনেছেন মুজিব ও নুরের বিরুদ্ধে। আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন দিয়েছেন শাস্তি। দুই আফগান ক্রিকেটার দোষ স্বীকার করায় শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ ভঙ্গের অভিযোগ উঠেছে নুরের বিরুদ্ধে। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলে এই শাস্তির বিধান রয়েছে। ১৮ সেপ্টেম্বর আবুধাবিতে শ্রীলঙ্কার ইনিংসের ১৭তম ওভারে নুরের একটা ডেলিভারিকে আম্পায়ার ওয়াইড ঘোষণা করলে তিনি (নুর) অসন্তোষ প্রকাশ করেছে। মুজিবের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গের অভিযোগ উঠেছে। শ্রীলঙ্কা ম্যাচে মুজিব তাঁর তোয়ালে দিয়ে স্টাম্প ভেঙেছেন।
আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শ্রীলঙ্কা একই সঙ্গে বাংলাদেশেরও উপকার করে ১৮ সেপ্টেম্বর। লঙ্কানদের জয়ে ২০২৫ এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিত হয় বাংলাদেশের। দুবাইয়ে গত রাতে সুপার ফোরের প্রথম ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ২৪ ও ২৫ সেপ্টেম্বর সুপার ফোরের অপর দুই ম্যাচে বাংলাদেশ খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। লিটন দাস-হৃদয়রা সুপার ফোরের সব ম্যাচ খেলবেন দুবাইয়ে।

ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৮ মিনিট আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
২২ মিনিট আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে