ক্রীড়া ডেস্ক

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। ভারত, নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরে গ্রুপ পর্বেই ছিটকে গেছে নাজমুল হোসেন শান্তর দল। টুর্নামেন্টে হতশ্রী পারফরম্যান্স হলেও বাংলাদেশের পেসাররা প্রশংসা কুড়িয়েছেন। আইসিসির সেরা বোলিংয়ের তালিকাতেও আছেন বাংলাদেশের এক পেসার।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আইসিসি আজ চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলিংগুলো নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় সবার প্রথমেই আবরার আহমেদ। পাকিস্তানি লেগস্পিনার অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন ভারতীয় ওপেনার শুবমান গিলকে। উইকেট নেওয়ার পর পাকিস্তানি ক্রিকেটার চোখের ইশারায় যে ভারতীয় ক্রিকেটারকে ড্রেসিংরুমে যেতে বলেছেন, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এই তালিকায় দুইয়ে তাসকিন আহমেদ।রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়াংকে ইনসুইংয়ে বোল্ড করার পর তাসকিনের গর্জন ছিল দেখার মতো। বাংলাদেশের এই পেসারের মতো উল্লাসে মেতেছিল পুরো দল।
আইসিসির সেরা বোলিংয়ের তালিকায় তিনে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। লাহোরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সেট ব্যাটার রাসি ফন ডার ডাসেনকে আর্ম ডেলিভারিতে বোল্ড করেন স্যান্টনার। চারে আছে ফাইনালে কুলদীপ যাদবের বোলিং। নিউজিল্যান্ডের ওপেনার রাচীন রবীন্দ্র যখন আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন, তখন অসাধারণ এক ডেলিভারিতে কিউই ওপেনারকে বোল্ড করেন কুলদীপ। শাহিন শাহ আফ্রিদির বলে রোহিত শর্মার বোল্ড হওয়ার ভিডিও আছে আইসিসির এই পেজে। আবরারেরই আরও একটা সেরা বোলিং আছে আইসিসির ভিডিওতে। করাচিতে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচে ডেভন কনওয়েকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন আবরার।
নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে যেভাবে বোকা বানিয়ে নাসিম শাহ কট বিহাইন্ড করেছেন, সেটাও আইসিসির পেজে আছে। পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের উচ্ছ্বাস চোখে পড়েছে। আইসিসির এই ভিডিওতে ভারতের রবীন্দ্র জাদেজা, দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারের বোলিংয়েরও ভিডিও আছে। পুরো ভিডিওতে একমাত্র নাসিমের উইকেটটাই ক্যাচ আউট। বাকিগুলো বোল্ড।
১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া ১৯ দিনের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়েছে ৯ মার্চ। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত। আয়োজক পাকিস্তান হলেও ভারতের আপত্তিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হয়েছে টুর্নামেন্ট। রোহিত শর্মা-বিরাট কোহলিরা পাঁচ ম্যাচের পাঁচটিই খেলেছেন দুবাইয়ে।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। ভারত, নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরে গ্রুপ পর্বেই ছিটকে গেছে নাজমুল হোসেন শান্তর দল। টুর্নামেন্টে হতশ্রী পারফরম্যান্স হলেও বাংলাদেশের পেসাররা প্রশংসা কুড়িয়েছেন। আইসিসির সেরা বোলিংয়ের তালিকাতেও আছেন বাংলাদেশের এক পেসার।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আইসিসি আজ চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলিংগুলো নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় সবার প্রথমেই আবরার আহমেদ। পাকিস্তানি লেগস্পিনার অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন ভারতীয় ওপেনার শুবমান গিলকে। উইকেট নেওয়ার পর পাকিস্তানি ক্রিকেটার চোখের ইশারায় যে ভারতীয় ক্রিকেটারকে ড্রেসিংরুমে যেতে বলেছেন, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এই তালিকায় দুইয়ে তাসকিন আহমেদ।রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়াংকে ইনসুইংয়ে বোল্ড করার পর তাসকিনের গর্জন ছিল দেখার মতো। বাংলাদেশের এই পেসারের মতো উল্লাসে মেতেছিল পুরো দল।
আইসিসির সেরা বোলিংয়ের তালিকায় তিনে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। লাহোরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সেট ব্যাটার রাসি ফন ডার ডাসেনকে আর্ম ডেলিভারিতে বোল্ড করেন স্যান্টনার। চারে আছে ফাইনালে কুলদীপ যাদবের বোলিং। নিউজিল্যান্ডের ওপেনার রাচীন রবীন্দ্র যখন আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন, তখন অসাধারণ এক ডেলিভারিতে কিউই ওপেনারকে বোল্ড করেন কুলদীপ। শাহিন শাহ আফ্রিদির বলে রোহিত শর্মার বোল্ড হওয়ার ভিডিও আছে আইসিসির এই পেজে। আবরারেরই আরও একটা সেরা বোলিং আছে আইসিসির ভিডিওতে। করাচিতে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচে ডেভন কনওয়েকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন আবরার।
নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে যেভাবে বোকা বানিয়ে নাসিম শাহ কট বিহাইন্ড করেছেন, সেটাও আইসিসির পেজে আছে। পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের উচ্ছ্বাস চোখে পড়েছে। আইসিসির এই ভিডিওতে ভারতের রবীন্দ্র জাদেজা, দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারের বোলিংয়েরও ভিডিও আছে। পুরো ভিডিওতে একমাত্র নাসিমের উইকেটটাই ক্যাচ আউট। বাকিগুলো বোল্ড।
১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া ১৯ দিনের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়েছে ৯ মার্চ। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত। আয়োজক পাকিস্তান হলেও ভারতের আপত্তিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হয়েছে টুর্নামেন্ট। রোহিত শর্মা-বিরাট কোহলিরা পাঁচ ম্যাচের পাঁচটিই খেলেছেন দুবাইয়ে।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে