
ভারতের বিপক্ষে ম্যাচের আগে ৫ দিন বিরতি পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর চেন্নাই শেষে বাংলাদেশ দল এরই মধ্যে চলে গেছে পুনেতে। পুনেতে গেলেও যে স্বস্তিতে নেই বাংলাদেশ দল। কেননা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
ঘটনা ঘটেছে মূলত চেন্নাইতে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন। সেই ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের ঊরুর সামনের দিকে চোট পান তিনি। চোট পাওয়ায় সাকিব ফিল্ডিং করেছেন স্লিপ ও শর্ট থার্ডম্যানের মতো জায়গায়। কোনোভাবে শর্ট রানআপে বোলিং করে গেছেন ১০ ওভার। ব্যাটিংয়ে ফিফটি মিস করেছেন। উইকেট পেলেও খরুচে বোলিং করেছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব না আসায় এসেছেন সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর তাঁর (সাকিব) এমআরআই স্ক্যান করার পর বিসিবির এক বিজ্ঞপ্তিতে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন জানিয়েছেন, প্রতিদিনের অগ্রগতি পর্যবেক্ষণ করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুনের কনরাড হোটেলে আজ বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছেও এসেছে সাকিবের ফিটনেস প্রসঙ্গ। ওয়ানডের নিয়মিত অধিনায়ক সম্পর্কে আশার কথা শুনিয়েছেন সুজন। একই সঙ্গে জানিয়েছেন, আগামীকাল অনুশীলনের পর সাকিব সম্পর্কে বোঝা যাবে অনেক কিছু। পুনের টিম হোটেলে সংবাদমাধ্যমকে বিসিবি টিম ডিরেক্টর বলেন, ‘আগের থেকে ভালো। সে (সাকিব) এখন ব্যথামুক্ত। তবে যেহেতু মাঠে নামেনি, তাই পুরো ব্যাপারটা এখন বলা যাবে না। কালকে অনুশীলন করে হয়তোবা রানিং বিটুইন দ্য উইকেট করবে একটু। করলে তখন বোঝা যাবে। তবে আমরা আশাবাদী যে সে এই ম্যাচের আগে তাকে পাব। আমাদের ধারণা সে খেলতে পারবে। আজকে সুইমিং ছিল। আপার পার্টে জিম করবে। কাল ব্যাটিংয়ের পর বুঝতে পারব। তারপর স্ক্যান করা হবে। স্ক্যান করার পর সবকিছু আমরা স্পষ্ট বুঝতে পারব।’
ভারতের বিপক্ষে পুনেতে বৃহস্পতিবার সাকিবের খেলা নির্ভর করছে তাঁর ফিটনেসের ওপর। সুজনের কথায় ঘুরেফিরে বারবার এসেছে সেই (সাকিবের ফিটনেস) প্রসঙ্গ। তবে সাকিব বলে কথা। তিনি কি এত সহজে হাল ছাড়ার পাত্র। সুজন জানিয়েছেন, সাকিব ভারতের বিপক্ষে যে করেই হোক খেলবেন। বিসিবির টিম ডিরেক্টর বলেন, ‘যেহেতু মাংসপেশিতে ছিদ্র আছে, তাতে ব্যথা তো থাকবেই। কতটুকু সেরে উঠেছে সাকিব, সেটাই দেখার। বিভিন্ন ক্ষেত্রে যেটা হয় যে হাঁটতেও ব্যথা হয়। কিন্তু সাকিবের ওরকম আসলে কিছুই নেই। তাতে আমরা আশাবাদী। কিন্তু ধীর গতিতে হাঁটা আর দৌড়ানোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। যেহেতু গত ম্যাচে সে রান নিতে গিয়েই ব্যথা পেয়েছে। শেষ ম্যাচে ব্যথা পাওয়ার পরও যেহেতু সে টাইট করে ব্যাটিং করেছে, ১০ ওভার বোলিং করেছে। আর সাকিব নিজেই চাচ্ছে ম্যাচটা খেলতে। তবে সবকিছু নির্ভর করছে তার ফিটনেসের ওপর।’

ভারতের বিপক্ষে ম্যাচের আগে ৫ দিন বিরতি পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর চেন্নাই শেষে বাংলাদেশ দল এরই মধ্যে চলে গেছে পুনেতে। পুনেতে গেলেও যে স্বস্তিতে নেই বাংলাদেশ দল। কেননা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
ঘটনা ঘটেছে মূলত চেন্নাইতে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন। সেই ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের ঊরুর সামনের দিকে চোট পান তিনি। চোট পাওয়ায় সাকিব ফিল্ডিং করেছেন স্লিপ ও শর্ট থার্ডম্যানের মতো জায়গায়। কোনোভাবে শর্ট রানআপে বোলিং করে গেছেন ১০ ওভার। ব্যাটিংয়ে ফিফটি মিস করেছেন। উইকেট পেলেও খরুচে বোলিং করেছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব না আসায় এসেছেন সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর তাঁর (সাকিব) এমআরআই স্ক্যান করার পর বিসিবির এক বিজ্ঞপ্তিতে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন জানিয়েছেন, প্রতিদিনের অগ্রগতি পর্যবেক্ষণ করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুনের কনরাড হোটেলে আজ বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছেও এসেছে সাকিবের ফিটনেস প্রসঙ্গ। ওয়ানডের নিয়মিত অধিনায়ক সম্পর্কে আশার কথা শুনিয়েছেন সুজন। একই সঙ্গে জানিয়েছেন, আগামীকাল অনুশীলনের পর সাকিব সম্পর্কে বোঝা যাবে অনেক কিছু। পুনের টিম হোটেলে সংবাদমাধ্যমকে বিসিবি টিম ডিরেক্টর বলেন, ‘আগের থেকে ভালো। সে (সাকিব) এখন ব্যথামুক্ত। তবে যেহেতু মাঠে নামেনি, তাই পুরো ব্যাপারটা এখন বলা যাবে না। কালকে অনুশীলন করে হয়তোবা রানিং বিটুইন দ্য উইকেট করবে একটু। করলে তখন বোঝা যাবে। তবে আমরা আশাবাদী যে সে এই ম্যাচের আগে তাকে পাব। আমাদের ধারণা সে খেলতে পারবে। আজকে সুইমিং ছিল। আপার পার্টে জিম করবে। কাল ব্যাটিংয়ের পর বুঝতে পারব। তারপর স্ক্যান করা হবে। স্ক্যান করার পর সবকিছু আমরা স্পষ্ট বুঝতে পারব।’
ভারতের বিপক্ষে পুনেতে বৃহস্পতিবার সাকিবের খেলা নির্ভর করছে তাঁর ফিটনেসের ওপর। সুজনের কথায় ঘুরেফিরে বারবার এসেছে সেই (সাকিবের ফিটনেস) প্রসঙ্গ। তবে সাকিব বলে কথা। তিনি কি এত সহজে হাল ছাড়ার পাত্র। সুজন জানিয়েছেন, সাকিব ভারতের বিপক্ষে যে করেই হোক খেলবেন। বিসিবির টিম ডিরেক্টর বলেন, ‘যেহেতু মাংসপেশিতে ছিদ্র আছে, তাতে ব্যথা তো থাকবেই। কতটুকু সেরে উঠেছে সাকিব, সেটাই দেখার। বিভিন্ন ক্ষেত্রে যেটা হয় যে হাঁটতেও ব্যথা হয়। কিন্তু সাকিবের ওরকম আসলে কিছুই নেই। তাতে আমরা আশাবাদী। কিন্তু ধীর গতিতে হাঁটা আর দৌড়ানোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। যেহেতু গত ম্যাচে সে রান নিতে গিয়েই ব্যথা পেয়েছে। শেষ ম্যাচে ব্যথা পাওয়ার পরও যেহেতু সে টাইট করে ব্যাটিং করেছে, ১০ ওভার বোলিং করেছে। আর সাকিব নিজেই চাচ্ছে ম্যাচটা খেলতে। তবে সবকিছু নির্ভর করছে তার ফিটনেসের ওপর।’

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১০ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে