ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার হেনরিখ ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজেই বিদায়ের বিষয়টি জানিয়েছেন। তাঁর আগে আজ অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে সংস্করণকে বিদায় বলেছেন। ৩৩ বছর বয়সী ক্লাসেনের সিদ্ধান্ত কিছুটা যেন অবাক করার মতোই।
ইনস্টাগ্রামে ক্লাসেন জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য কতটা কঠিন ছিল। দক্ষিণ আফ্রিকান ব্যাটার লিখেছেন, ‘আমার জন্য একটি দুঃখের দিন, কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার ও পরিবারের ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো কী হবে, তা বুঝতে সময় লেগেছে। এটি সত্যিই খুব কঠিন সিদ্ধান্ত ছিল, তবু এখন আমার মন শান্তি পাচ্ছে।’
২০১৮ সালে অভিষেকের পর ১২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্লাসেন। ক্লাসেন লেখেন, ‘প্রোটিয়াদের হয়ে খেলতে পারা আমাকে অসাধারণ কিছু মানুষের সঙ্গে পরিচয়ের সুযোগ দিয়েছে, যারা আমার জীবন বদলে দিয়েছেন—সেই সব মানুষদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। প্রোটিয়াদের জার্সি গায়ে জড়ানোর আমার যাত্রা ছিল অন্যদের থেকে আলাদা। কিছু কোচ আমার ওপর আস্থা রেখেছেন, যাদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।’
দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা ক্লাসেনের কাছে বড় সম্মানের, ‘প্রোটিয়াদের ব্যাজ বুকে নিয়ে খেলাটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান ছিল এবং তাই থাকবে।’
ক্লাসেন দক্ষিণ আফ্রিকার হয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলেছেন। ৬০ ওয়ানডেতে করেছেন ২১৪১, ব্যাটিং গড় ৪৩.৬৯। টি-টোয়েন্টিতে তাঁর রান ১০০০, স্ট্রাইক রেট ছিল ১৪১.৮৪। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার হেনরিখ ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজেই বিদায়ের বিষয়টি জানিয়েছেন। তাঁর আগে আজ অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে সংস্করণকে বিদায় বলেছেন। ৩৩ বছর বয়সী ক্লাসেনের সিদ্ধান্ত কিছুটা যেন অবাক করার মতোই।
ইনস্টাগ্রামে ক্লাসেন জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য কতটা কঠিন ছিল। দক্ষিণ আফ্রিকান ব্যাটার লিখেছেন, ‘আমার জন্য একটি দুঃখের দিন, কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার ও পরিবারের ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো কী হবে, তা বুঝতে সময় লেগেছে। এটি সত্যিই খুব কঠিন সিদ্ধান্ত ছিল, তবু এখন আমার মন শান্তি পাচ্ছে।’
২০১৮ সালে অভিষেকের পর ১২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্লাসেন। ক্লাসেন লেখেন, ‘প্রোটিয়াদের হয়ে খেলতে পারা আমাকে অসাধারণ কিছু মানুষের সঙ্গে পরিচয়ের সুযোগ দিয়েছে, যারা আমার জীবন বদলে দিয়েছেন—সেই সব মানুষদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। প্রোটিয়াদের জার্সি গায়ে জড়ানোর আমার যাত্রা ছিল অন্যদের থেকে আলাদা। কিছু কোচ আমার ওপর আস্থা রেখেছেন, যাদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।’
দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা ক্লাসেনের কাছে বড় সম্মানের, ‘প্রোটিয়াদের ব্যাজ বুকে নিয়ে খেলাটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান ছিল এবং তাই থাকবে।’
ক্লাসেন দক্ষিণ আফ্রিকার হয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলেছেন। ৬০ ওয়ানডেতে করেছেন ২১৪১, ব্যাটিং গড় ৪৩.৬৯। টি-টোয়েন্টিতে তাঁর রান ১০০০, স্ট্রাইক রেট ছিল ১৪১.৮৪। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৫ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৮ ঘণ্টা আগে