
চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তিন অঙ্ক ছুঁয়েছেন দীনেশ চান্দিমালও। এই দুজনের ১৯৩ রানের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে ধীরে ধীরে চাপে পড়ছে বাংলাদেশ। একটা সময় বাংলাদেশের বিপক্ষে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেরা এভাবে উইকেটে মাটি কামড়ে পড়ে থাকতেন। শ্রীলঙ্কার চতুর্থ দিনের ব্যাটিংয়ে ঢাকা টেস্টে যেন সাঙ্গা-মাহেলার স্মৃতি ফিরিয়ে এনেছেন ম্যাথুস-চান্দিমাল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৪৫৯ রান। বাংলাদেশের চেয়ে এগিয়ে ৯৪ রানে।। ম্যাথুস ১২৩ রান ও চান্দিমাল ১২০ রানে উইকেটে আছেন। আজকের দিনে এখন পর্যন্ত উইকেট পাননি বাংলাদেশি বোলাররা। শ্রীলঙ্কার লিড প্রায় ১০০ ছুঁইছুঁই। হাতে আছে আরও ৫ উইকেট।
ম্যাথুসের সেঞ্চুরির পর অবশ্য একটি সুযোগ এসেছিল বাংলাদেশের। সুযোগটা শেষ পর্যন্ত কাজে লাগেনি। ১৪৪তম ওভারে মোসাদ্দেক হোসেনের বলে এলবিডব্লুর আবেদন হলে আউট দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে জিতে যায় শ্রীলঙ্কা। টিভি রিপ্লেতে দেখা যায়, সুইপ করা ম্যাথুসের ব্যাটে লেগেছে বল।
এর আগে ৫ উইকেটে ২৮২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে তৃতীয় দিন প্রায় তিন ঘণ্টা বল মাঠে না গড়ানোয় আজ ৩০ মিনিট আগে শুরু হয়েছে দিনের খেলা। শুরু থেকেই বেশ সতর্কভাবে ব্যাটিং করেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার চান্দিমাল ও ম্যাথুস। তাঁদের ওপর কোনো চাপ তৈরি করতে পারেননি বাংলাদেশের বোলাররা। বিচ্ছিন্ন কিছু আবেদন হলেও ভালো সুযোগ তৈরি করতে পারেননি সাকিব-তাইজুলরা।
পানি পানের বিরতির পর বল হাতে নেন অধিনায়ক মুমিনুল হক। ওভারের চতুর্থ বলে কিছুটা সম্ভাবনা জেগেছিল, কিন্তু পরে চান্দিমাল রিভিউ নিলে দেখা যায় ব্যাটে স্পর্শ করেনি বল।

চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তিন অঙ্ক ছুঁয়েছেন দীনেশ চান্দিমালও। এই দুজনের ১৯৩ রানের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে ধীরে ধীরে চাপে পড়ছে বাংলাদেশ। একটা সময় বাংলাদেশের বিপক্ষে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেরা এভাবে উইকেটে মাটি কামড়ে পড়ে থাকতেন। শ্রীলঙ্কার চতুর্থ দিনের ব্যাটিংয়ে ঢাকা টেস্টে যেন সাঙ্গা-মাহেলার স্মৃতি ফিরিয়ে এনেছেন ম্যাথুস-চান্দিমাল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৪৫৯ রান। বাংলাদেশের চেয়ে এগিয়ে ৯৪ রানে।। ম্যাথুস ১২৩ রান ও চান্দিমাল ১২০ রানে উইকেটে আছেন। আজকের দিনে এখন পর্যন্ত উইকেট পাননি বাংলাদেশি বোলাররা। শ্রীলঙ্কার লিড প্রায় ১০০ ছুঁইছুঁই। হাতে আছে আরও ৫ উইকেট।
ম্যাথুসের সেঞ্চুরির পর অবশ্য একটি সুযোগ এসেছিল বাংলাদেশের। সুযোগটা শেষ পর্যন্ত কাজে লাগেনি। ১৪৪তম ওভারে মোসাদ্দেক হোসেনের বলে এলবিডব্লুর আবেদন হলে আউট দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে জিতে যায় শ্রীলঙ্কা। টিভি রিপ্লেতে দেখা যায়, সুইপ করা ম্যাথুসের ব্যাটে লেগেছে বল।
এর আগে ৫ উইকেটে ২৮২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে তৃতীয় দিন প্রায় তিন ঘণ্টা বল মাঠে না গড়ানোয় আজ ৩০ মিনিট আগে শুরু হয়েছে দিনের খেলা। শুরু থেকেই বেশ সতর্কভাবে ব্যাটিং করেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার চান্দিমাল ও ম্যাথুস। তাঁদের ওপর কোনো চাপ তৈরি করতে পারেননি বাংলাদেশের বোলাররা। বিচ্ছিন্ন কিছু আবেদন হলেও ভালো সুযোগ তৈরি করতে পারেননি সাকিব-তাইজুলরা।
পানি পানের বিরতির পর বল হাতে নেন অধিনায়ক মুমিনুল হক। ওভারের চতুর্থ বলে কিছুটা সম্ভাবনা জেগেছিল, কিন্তু পরে চান্দিমাল রিভিউ নিলে দেখা যায় ব্যাটে স্পর্শ করেনি বল।

চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
৮ মিনিট আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৭ ঘণ্টা আগে