ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস বিরতিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ ম্যাচ শেষেই করাচি থেকে তাদের ধরতে হবে দুবাইয়ের বিমান। দুবাইয়ে যেতে হবে গ্রুপের আরেক সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়াকেও।
ভারতের আপত্তির কারণে চ্যাম্পিয়নস ট্রফি রূপ নিয়েছে হাইব্রিড মডেলে। তাই নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে তারা। যেহেতু সেমিফাইনালে উঠেছে রোহিত শর্মার দল, তাই আসরের প্রথম সেমিফাইনাল হবে দুবাইয়ে। কিন্তু তাই বলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলকেই দুবাই যেতে হবে কেন? এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠার কথা।
ইএসপিএনক্রিকইনফোকে আইসিসির এক কর্মকর্তা বলেন, ৪ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে দুই দল যেন যথাসম্ভব সর্বোচ্চ প্রস্তুতি পায়, সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া। তবে এর ফলে একটি দল এমন পরিস্থিতিতে পড়বে যেখানে পাকিস্তান থেকে দুবাই যেতে হবে, কিন্তু পরদিনই আবার পাকিস্তানে ফিরতে হবে। কেননা লাহোরে দ্বিতীয় সেমিফাইনালটি হবে ৫ মার্চ।
‘এ’ গ্রুপ থেকে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠলেও তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো নিশ্চিত হয়নি। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এরপর জানা যাবে, কে হবে সেমিতে ভারতের প্রতিপক্ষ। তাই ভ্রমণের কষ্ট করতে হবে অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকাকে।
চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত সেখানে খেলতে যেতে চায়নি। সবগুলো ম্যাচ একই স্টেডিয়ামে খেলার যে সুবিধা তারা পাচ্ছে, তা তুলে ধরেছেন সাবেক থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররাও।
ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচটিও (৯ মার্চ) হবে দুবাইয়ে। তবে সেমিতে ভারত ছিটকে গেলে আসরের পর্দা নামানোর সুযোগ পাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস বিরতিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ ম্যাচ শেষেই করাচি থেকে তাদের ধরতে হবে দুবাইয়ের বিমান। দুবাইয়ে যেতে হবে গ্রুপের আরেক সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়াকেও।
ভারতের আপত্তির কারণে চ্যাম্পিয়নস ট্রফি রূপ নিয়েছে হাইব্রিড মডেলে। তাই নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে তারা। যেহেতু সেমিফাইনালে উঠেছে রোহিত শর্মার দল, তাই আসরের প্রথম সেমিফাইনাল হবে দুবাইয়ে। কিন্তু তাই বলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলকেই দুবাই যেতে হবে কেন? এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠার কথা।
ইএসপিএনক্রিকইনফোকে আইসিসির এক কর্মকর্তা বলেন, ৪ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে দুই দল যেন যথাসম্ভব সর্বোচ্চ প্রস্তুতি পায়, সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া। তবে এর ফলে একটি দল এমন পরিস্থিতিতে পড়বে যেখানে পাকিস্তান থেকে দুবাই যেতে হবে, কিন্তু পরদিনই আবার পাকিস্তানে ফিরতে হবে। কেননা লাহোরে দ্বিতীয় সেমিফাইনালটি হবে ৫ মার্চ।
‘এ’ গ্রুপ থেকে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠলেও তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো নিশ্চিত হয়নি। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এরপর জানা যাবে, কে হবে সেমিতে ভারতের প্রতিপক্ষ। তাই ভ্রমণের কষ্ট করতে হবে অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকাকে।
চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত সেখানে খেলতে যেতে চায়নি। সবগুলো ম্যাচ একই স্টেডিয়ামে খেলার যে সুবিধা তারা পাচ্ছে, তা তুলে ধরেছেন সাবেক থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররাও।
ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচটিও (৯ মার্চ) হবে দুবাইয়ে। তবে সেমিতে ভারত ছিটকে গেলে আসরের পর্দা নামানোর সুযোগ পাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৪ ঘণ্টা আগে