ক্রীড়া ডেস্ক

লর্ডসে ভারতের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে দারুণ এক মাইলফলক ছুঁলেন জো রুট। দিনের প্রথম বলেই জসপ্রীত বুমরার বলে চার মেরে পূর্ণ করেন নিজের ৩৭ তম টেস্ট সেঞ্চুরি। সেই সঙ্গে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় ছাড়িয়ে গেলেন ভারতের কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়কে। দ্রাবিড়ের সেঞ্চুরি ছিল ৩৬টি।
রুটের চেয়ে সেঞ্চুরি বেশি আছে শুধু শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংয়ের। এই ইনিংসের সৌজন্যে ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ডও গড়েছেন রুট। এরই মধ্যে ৩০০০ রান ছাড়িয়ে গেছেন তিনি। দুই নম্বরে থাকা পন্টিং ভারতের বিপক্ষে করেছেন ২৫৫৫ রান।
রুটের এই সেঞ্চুরি এসেছে চাপের মুহূর্তে। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমে শুরুর দিকে কয়েকটি উইকেট হারায় দ্রুত। ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে দলকে টেনে তোলার দায়িত্ব নেন তিনি। ঠান্ডা মাথায় খেলেন সাবলীল ইনিংস।
রুটের ব্যাটিং ক্যারিয়ার এত দিন ধরে অনেক রেকর্ডেই সমৃদ্ধ। তবে দ্রাবিড়ের মতো ধৈর্য ও ক্লাসের প্রতীক ব্যাটারকে ছাড়িয়ে যাওয়ার এই কীর্তি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে ইংলিশ ব্যাটারের জন্য। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও দ্রাবিড়কে ছাড়িয়ে যাওয়ার হাতছানি রুটের সামনে। ১৩২১৯ রান নিয়ে তালিকায় পাঁচ নম্বরে আছেন তিনি। আর ৭০ রান করতে পারলেই ছাড়িয়ে যাবেন দ্রাবিড়কে। টেস্টে তাঁর ১৩২৮৮ রান।
রুটের ওপরে আছেন টেন্ডুলকার, পন্টিং, ক্যালিস ও দ্রাবিড়। টেন্ডুলকার ছাড়া বাকি তিন ব্যাটারকে ছাড়িয়ে যাওয়া যেন সময়ের ব্যাপার রুটের জন্য। আর ১৬০ রান করতে পারলে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দুই নম্বরে উঠবেন তিনি।
প্রথম দিন শেষে রুট ছিলেন ৯৯ রানে অপরাজিত। দ্বিতীয় দিনের প্রথম বলেই চার মেরে শতক পূর্ণ করলেন। তবে দ্বিতীয় দিনের পঞ্চম ওভারেই ১০৪ রানে বুমরার বলে বোল্ড হয়েছেন তিনি। ১৯৯ বলের ইনিংসে মেরেছেন ১০টি চার। এ প্রতিবেদন পর্যন্ত ইংল্যান্ডের রান প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৭১ রান।

লর্ডসে ভারতের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে দারুণ এক মাইলফলক ছুঁলেন জো রুট। দিনের প্রথম বলেই জসপ্রীত বুমরার বলে চার মেরে পূর্ণ করেন নিজের ৩৭ তম টেস্ট সেঞ্চুরি। সেই সঙ্গে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় ছাড়িয়ে গেলেন ভারতের কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়কে। দ্রাবিড়ের সেঞ্চুরি ছিল ৩৬টি।
রুটের চেয়ে সেঞ্চুরি বেশি আছে শুধু শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংয়ের। এই ইনিংসের সৌজন্যে ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ডও গড়েছেন রুট। এরই মধ্যে ৩০০০ রান ছাড়িয়ে গেছেন তিনি। দুই নম্বরে থাকা পন্টিং ভারতের বিপক্ষে করেছেন ২৫৫৫ রান।
রুটের এই সেঞ্চুরি এসেছে চাপের মুহূর্তে। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমে শুরুর দিকে কয়েকটি উইকেট হারায় দ্রুত। ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে দলকে টেনে তোলার দায়িত্ব নেন তিনি। ঠান্ডা মাথায় খেলেন সাবলীল ইনিংস।
রুটের ব্যাটিং ক্যারিয়ার এত দিন ধরে অনেক রেকর্ডেই সমৃদ্ধ। তবে দ্রাবিড়ের মতো ধৈর্য ও ক্লাসের প্রতীক ব্যাটারকে ছাড়িয়ে যাওয়ার এই কীর্তি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে ইংলিশ ব্যাটারের জন্য। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও দ্রাবিড়কে ছাড়িয়ে যাওয়ার হাতছানি রুটের সামনে। ১৩২১৯ রান নিয়ে তালিকায় পাঁচ নম্বরে আছেন তিনি। আর ৭০ রান করতে পারলেই ছাড়িয়ে যাবেন দ্রাবিড়কে। টেস্টে তাঁর ১৩২৮৮ রান।
রুটের ওপরে আছেন টেন্ডুলকার, পন্টিং, ক্যালিস ও দ্রাবিড়। টেন্ডুলকার ছাড়া বাকি তিন ব্যাটারকে ছাড়িয়ে যাওয়া যেন সময়ের ব্যাপার রুটের জন্য। আর ১৬০ রান করতে পারলে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দুই নম্বরে উঠবেন তিনি।
প্রথম দিন শেষে রুট ছিলেন ৯৯ রানে অপরাজিত। দ্বিতীয় দিনের প্রথম বলেই চার মেরে শতক পূর্ণ করলেন। তবে দ্বিতীয় দিনের পঞ্চম ওভারেই ১০৪ রানে বুমরার বলে বোল্ড হয়েছেন তিনি। ১৯৯ বলের ইনিংসে মেরেছেন ১০টি চার। এ প্রতিবেদন পর্যন্ত ইংল্যান্ডের রান প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৭১ রান।

তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’, ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া—গত কয়েক দিনে নানা রকম বিতর্কিত মন্তব্য করা এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুলকে ‘কারণ দর্শানো’র নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
১৬ মিনিট আগে
ক্লাব ফুটবলে একসময় তাঁরা ছিলেন সতীর্থ। লিভারপুলে একসঙ্গে খেলেছিলেন পাঁচ বছর। কথাটা যে মোহাম্মদ সালাহ ও সাদিও মানের প্রসঙ্গে বলা, সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। গতকাল দুই বন্ধু হয়ে গেলেন প্রতিপক্ষ। শেষ হাসি হেসেছেন মানে।
১ ঘণ্টা আগে
২০২৩ সালে শমিত সোম যোগ দিয়েছিলেন কানাডার ক্লাব ক্যাভালরি এফসিতে। অবশেষে ক্লাবটির সঙ্গে তাঁর তিন বছরের পথচলা শেষ হলো। ২৮ বছর বয়সী বাংলাদেশের এই মিডফিল্ডারকে ছেড়ে দিল ক্যাভালরি এফসি।
২ ঘণ্টা আগে
অপরাজিত থেকে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের শিরোপা নিশ্চিত করল যাত্রাবাড়ী ক্রীড়া চক্র। প্রমোশন পেয়ে আগামী মৌসুমে ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ স্তরের টুর্নামেন্ট বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলবে তারা।
২ ঘণ্টা আগে