
বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে ম্যাচ জেতায় আজকের ম্যাচটি তাদের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ। শেষ ওভারে ডেভিড মিলারের ঝড়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা।
ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৫ রান। লাহিরু কুমারার দ্বিতীয় ও তৃতীয় বলে ছয় হাঁকিয়ে সমীকরণ সহজ করে ফেলেন ডেভিড মিলার। আর পঞ্চম বলে রাবাদা বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন। তাতেই ম্লান হয়ে গেছে ওয়ানিন্দু হাসারাঙ্গার দুর্দান্ত হ্যাটট্রিক।
১৮ তম ওভারে হাসারাঙ্গা এসে প্রথম বলেই ফেরান উইকেটে থিতু হওয়া টেম্বা বাভুমাকে। ৪৬ বলে ৪৬ করার বাভুমা পাথুম নিশাঙ্কার হাতে ক্যাচ দিলে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরী হয় হাসারাঙ্গা। ডোয়াইন প্রিটোরিয়াস উইকেটে এসে তুলে মারতে গিয়ে সেই নিশাঙ্কা হাতেই ক্যাচ দিলে হ্যাটট্রিক পূরণ হয় এই লঙ্কান লেগ স্পিনারের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় হ্যাটট্রিক করা হাসারাঙ্গা শুরুটা করেছিলেন আগের ওভারের শেষ বলে আরেক সেট ব্যাটার এইডেন মার্করামকে (১৯) বোল্ড করে। হ্যাটট্রিক করা ওভারে ৬ রান দিলে ম্যাচ হেলে পড়ে শ্রীলঙ্কার দিকে। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি মিলারের ১৩ বলে ২৩ রানের ক্যামিওতে।
শ্রীলঙ্কার দেওয়া ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য ধাক্কা খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের চতুর্থ ওভারে দুই ওপেনার রিজা হেনড্রিকস ও কুইন্টন ডি কককে ফেরান দুশমন্ত চামিরা। দলীয় ৪৯ রানে ফন ডার ডুসেন শানাকার সরাসরি থ্রোতে রান আউটে কাটা পড়লে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে অধিনায়ক টেম্বা বাভুমা ও এইডেন মার্কারাম ৪২ বলে ৪৭ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান দক্ষিণ আফ্রিকাকে। তবে শেষ দিকে হাসারঙ্গার হ্যাটট্রিকে আবারও ম্যাচ মুঠো থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
এর আগে টস হেরে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা তুলেছিল ১৪২ রান। লঙ্কানদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়া তাবারেজ সামশি। একমাত্র ব্যতিক্রম ছিলেন ওপেনার নিশাঙ্কা। ৫৮ বলে ৭২ রানের দারুণ এক ইনিংস খেলেন এই লঙ্কান ব্যাটার।

বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে ম্যাচ জেতায় আজকের ম্যাচটি তাদের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ। শেষ ওভারে ডেভিড মিলারের ঝড়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা।
ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৫ রান। লাহিরু কুমারার দ্বিতীয় ও তৃতীয় বলে ছয় হাঁকিয়ে সমীকরণ সহজ করে ফেলেন ডেভিড মিলার। আর পঞ্চম বলে রাবাদা বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন। তাতেই ম্লান হয়ে গেছে ওয়ানিন্দু হাসারাঙ্গার দুর্দান্ত হ্যাটট্রিক।
১৮ তম ওভারে হাসারাঙ্গা এসে প্রথম বলেই ফেরান উইকেটে থিতু হওয়া টেম্বা বাভুমাকে। ৪৬ বলে ৪৬ করার বাভুমা পাথুম নিশাঙ্কার হাতে ক্যাচ দিলে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরী হয় হাসারাঙ্গা। ডোয়াইন প্রিটোরিয়াস উইকেটে এসে তুলে মারতে গিয়ে সেই নিশাঙ্কা হাতেই ক্যাচ দিলে হ্যাটট্রিক পূরণ হয় এই লঙ্কান লেগ স্পিনারের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় হ্যাটট্রিক করা হাসারাঙ্গা শুরুটা করেছিলেন আগের ওভারের শেষ বলে আরেক সেট ব্যাটার এইডেন মার্করামকে (১৯) বোল্ড করে। হ্যাটট্রিক করা ওভারে ৬ রান দিলে ম্যাচ হেলে পড়ে শ্রীলঙ্কার দিকে। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি মিলারের ১৩ বলে ২৩ রানের ক্যামিওতে।
শ্রীলঙ্কার দেওয়া ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য ধাক্কা খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের চতুর্থ ওভারে দুই ওপেনার রিজা হেনড্রিকস ও কুইন্টন ডি কককে ফেরান দুশমন্ত চামিরা। দলীয় ৪৯ রানে ফন ডার ডুসেন শানাকার সরাসরি থ্রোতে রান আউটে কাটা পড়লে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে অধিনায়ক টেম্বা বাভুমা ও এইডেন মার্কারাম ৪২ বলে ৪৭ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান দক্ষিণ আফ্রিকাকে। তবে শেষ দিকে হাসারঙ্গার হ্যাটট্রিকে আবারও ম্যাচ মুঠো থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
এর আগে টস হেরে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা তুলেছিল ১৪২ রান। লঙ্কানদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়া তাবারেজ সামশি। একমাত্র ব্যতিক্রম ছিলেন ওপেনার নিশাঙ্কা। ৫৮ বলে ৭২ রানের দারুণ এক ইনিংস খেলেন এই লঙ্কান ব্যাটার।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৬ ঘণ্টা আগে