অনলাইন ডেস্ক
‘সাকিবিয়ান’, ‘তামিমিয়ান’ বিভক্তিই বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করছে বলে মনে করেন তামিম ইকবাল।
টানা দ্বিতীয়বারের মতো ফরচুন বরিশালের হয়ে শিরোপা জয়ের পর বললেন, ‘সাকিবিয়ান’ কিংবা ‘তামিমিয়ান’ নয়, সমর্থক হিসেবে সবাই বাংলাদেশের। জাতীয় দলের সাবেক অধিনায়কের ভাষায়, ‘সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান কিছু নেই। সবার একটিই পরিচয়—সবাই বাংলাদেশের সমর্থক। এ ধরনের বিভক্তি বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে। তাই দয়া করে এসব বন্ধ করুন।’
তামিম আরও বলেন, ‘আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিব আল হাসানের ভক্ত হতে পারেন, মাশরাফি বিন মর্তুজার ভক্ত হতে পারেন। কিন্তু যখন আমরা খেলি, তখন আমরা বাংলাদেশি। এসব বিভক্তি বন্ধ হওয়া উচিত; কারণ, এটি তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে। এটাই আমার শেষ বার্তা। আমরা সবাই বাংলাদেশি, আর কিছু না। তাই দলকে সমর্থন করুন।’
বাংলাদেশ দলটিকে তরুণ আখ্যা দিয়ে তামিম আরও বললেন, ‘এটি খুবই তরুণ একটা দল। তারা ভুল করবে, তারা ব্যর্থ হবে। কিন্তু এটাই আপনার দল। কোনো ব্যক্তি নয়, এখানে শুধুই একটি দল। আর সেটি হলো বাংলাদেশ।’
‘সাকিবিয়ান’, ‘তামিমিয়ান’ বিভক্তিই বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করছে বলে মনে করেন তামিম ইকবাল।
টানা দ্বিতীয়বারের মতো ফরচুন বরিশালের হয়ে শিরোপা জয়ের পর বললেন, ‘সাকিবিয়ান’ কিংবা ‘তামিমিয়ান’ নয়, সমর্থক হিসেবে সবাই বাংলাদেশের। জাতীয় দলের সাবেক অধিনায়কের ভাষায়, ‘সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান কিছু নেই। সবার একটিই পরিচয়—সবাই বাংলাদেশের সমর্থক। এ ধরনের বিভক্তি বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে। তাই দয়া করে এসব বন্ধ করুন।’
তামিম আরও বলেন, ‘আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিব আল হাসানের ভক্ত হতে পারেন, মাশরাফি বিন মর্তুজার ভক্ত হতে পারেন। কিন্তু যখন আমরা খেলি, তখন আমরা বাংলাদেশি। এসব বিভক্তি বন্ধ হওয়া উচিত; কারণ, এটি তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে। এটাই আমার শেষ বার্তা। আমরা সবাই বাংলাদেশি, আর কিছু না। তাই দলকে সমর্থন করুন।’
বাংলাদেশ দলটিকে তরুণ আখ্যা দিয়ে তামিম আরও বললেন, ‘এটি খুবই তরুণ একটা দল। তারা ভুল করবে, তারা ব্যর্থ হবে। কিন্তু এটাই আপনার দল। কোনো ব্যক্তি নয়, এখানে শুধুই একটি দল। আর সেটি হলো বাংলাদেশ।’
অভিষেক ম্যাচে হামজা চৌধুরী দেখেছিলেন জয়ের স্বপ্ন। কিন্তু গোল মিসের মহড়া সাজানো বাংলাদেশ পারেনি হামজাকে জয় উপহার দিতে, পারেনি ভারতের বিপক্ষে কোনো গোল করতে। তাই কিছুটা আক্ষেপ তো হামজা করতেই পারেন। কিন্তু তা নিয়ে খুব একটা মন খারাপ নেই তাঁর। ফুটবলে এমনটা যে হয়েই থাকে।
৪ ঘণ্টা আগেক্যামেরার সামনেই স্পষ্ট হয়ে ওঠে মানোলো মারকেসের রাগ। সংবাদ সম্মেলনে এসে আর নিজেকে সামলাতে পারলেন না ভারতের কোচ। আত্মসমালোচনা তো বটেই, শিষ্যদের তুলোধুনো করার কিছুই বাকি রাখেননি তিনি।
৫ ঘণ্টা আগেফিল সিমন্স বাংলাদেশের প্রধান কোচ হয়েছেন গত অক্টোবরে। তাঁর স্বল্পকালীন মেয়াদ ছিল ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। তিনি যে দীর্ঘ মেয়াদেও বাংলাদেশ দলের কোচ হচ্ছেন, সেটা অনুমিতই ছিল। আজ বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সিমন্স বাংলাদেশের প্রধান কোচ হিসেবে কাজ করবেন ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে আফ্রিকা
৬ ঘণ্টা আগেইফতারের পরই সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তামিম ইকবালকে। সন্ধ্যার কিছু পর তামিমকে হুইলচেয়ারে বের করে আনা হয় কেপিজে হাসপাতাল থেকে।
৬ ঘণ্টা আগে