আজকের পত্রিকা ডেস্ক

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে ২০২৫ আইপিএলের নিলাম। আইপিএল আয়োজক কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, নিলামের জন্য মোট ১৫৭৪ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে সর্বোচ্চ ভারতীয় ১১৬৫ ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার ৪০৯ জন। নিলামে নাম তুলতে নিবন্ধন করেছেন বাংলাদেশের ১৩ ক্রিকেটার।
সূত্র জানিয়েছে, আইপিএলের নিলামে নাম তুলতে নিবন্ধন করিয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ, লিটন দাস, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শহীদুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
সাকিব আল হাসান, মোস্তাফিজ ও লিটন আইপিএলে আগেও খেলেছেন। বাকি ১০ ক্রিকেটারের মধ্যে কেউ দল পেলে, সেটি হবে তাঁর প্রথম আইপিএল। শহীদুল ছাড়া নিবন্ধনকৃত সব ক্রিকেটারই জাতীয় দলে বর্তমানে বিভিন্ন সংস্করণে খেলছেন। ২৯ বছর বয়সী শহীদুল বাংলাদেশের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। নিলামে ওঠা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শহীদুলের নামটা তাই কিছুটা অচেনা। নিলামে তাঁর ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। বাংলাদেশের বেশির ভাগ ক্রিকেটারের ভিত্তিমূল্যই ৭৫ লাখ রুপি; সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজুর রহমানের—২ কোটি রুপি। মিরাজ, তাসকিন আর সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি রুপি।
নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটারের স্কোয়াড গড়তে পারবে। সব মিলিয়ে ১০টি দলে ২৫০ জন ক্রিকেটার সুযোগ পেতে পারেন। এর মধ্যে গতবারের থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে ৪৬ ক্রিকেটার। নিলাম থেকে দল পাবেন শুধু আর ২০৪ ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯১ জন নাম নিবন্ধন করেছেন দক্ষিণ আফ্রিকা থেকে, অস্ট্রেলিয়ার ৭৬, ইংল্যান্ডের আছেন ৫২, নিউজিল্যান্ডের ৩৯, ওয়েস্ট ইন্ডিজের ৩৩, আফগানিস্তান ও শ্রীলঙ্কার আছে ২৯জন করে।
বাংলাদেশের ১৩, নেদারল্যান্ডসের ১২, যুক্তরাষ্ট্রের ১০, কানাডার ৪, সংযুক্ত আরব আমিরাত ও ইতালি থেকে ১ জন করে ক্রিকেটার আছেন নিবন্ধনের তালিকায়। ২০২৫ সালের মার্চ থেকে মে মাসে হওয়ার কথা আইপিএলের ১৮তম সংস্করণ।

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে ২০২৫ আইপিএলের নিলাম। আইপিএল আয়োজক কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, নিলামের জন্য মোট ১৫৭৪ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে সর্বোচ্চ ভারতীয় ১১৬৫ ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার ৪০৯ জন। নিলামে নাম তুলতে নিবন্ধন করেছেন বাংলাদেশের ১৩ ক্রিকেটার।
সূত্র জানিয়েছে, আইপিএলের নিলামে নাম তুলতে নিবন্ধন করিয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ, লিটন দাস, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শহীদুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
সাকিব আল হাসান, মোস্তাফিজ ও লিটন আইপিএলে আগেও খেলেছেন। বাকি ১০ ক্রিকেটারের মধ্যে কেউ দল পেলে, সেটি হবে তাঁর প্রথম আইপিএল। শহীদুল ছাড়া নিবন্ধনকৃত সব ক্রিকেটারই জাতীয় দলে বর্তমানে বিভিন্ন সংস্করণে খেলছেন। ২৯ বছর বয়সী শহীদুল বাংলাদেশের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। নিলামে ওঠা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শহীদুলের নামটা তাই কিছুটা অচেনা। নিলামে তাঁর ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। বাংলাদেশের বেশির ভাগ ক্রিকেটারের ভিত্তিমূল্যই ৭৫ লাখ রুপি; সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজুর রহমানের—২ কোটি রুপি। মিরাজ, তাসকিন আর সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি রুপি।
নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটারের স্কোয়াড গড়তে পারবে। সব মিলিয়ে ১০টি দলে ২৫০ জন ক্রিকেটার সুযোগ পেতে পারেন। এর মধ্যে গতবারের থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে ৪৬ ক্রিকেটার। নিলাম থেকে দল পাবেন শুধু আর ২০৪ ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯১ জন নাম নিবন্ধন করেছেন দক্ষিণ আফ্রিকা থেকে, অস্ট্রেলিয়ার ৭৬, ইংল্যান্ডের আছেন ৫২, নিউজিল্যান্ডের ৩৯, ওয়েস্ট ইন্ডিজের ৩৩, আফগানিস্তান ও শ্রীলঙ্কার আছে ২৯জন করে।
বাংলাদেশের ১৩, নেদারল্যান্ডসের ১২, যুক্তরাষ্ট্রের ১০, কানাডার ৪, সংযুক্ত আরব আমিরাত ও ইতালি থেকে ১ জন করে ক্রিকেটার আছেন নিবন্ধনের তালিকায়। ২০২৫ সালের মার্চ থেকে মে মাসে হওয়ার কথা আইপিএলের ১৮তম সংস্করণ।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৯ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১১ ঘণ্টা আগে