
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তানের মধ্যেকার দ্বিপক্ষীয় সিরিজ হয় না বহু বছর। ফলে দুই দলের হেভিওয়েট লড়াই দেখার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হয় বৈশ্বিক কোনো টুর্নামেন্টের জন্য। আগস্টের শেষ দিকে শুরু হচ্ছে তেমনি এক বৈশ্বিক প্রতিযোগিতা— এশিয়া কাপ। ২৮ আগস্ট দুবাইয়ে লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। সেই ম্যাচের ফলাফল নিয়ে এরই মধ্যে দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা ভবিষ্যদ্বাণী করতে শুরু করে দিয়েছেন।
এশিয়া কাপের ম্যাচটির উত্তাপ টের পাচ্ছেন রিকি পন্টিংও। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক আইসিসির রিভিউ অনুষ্ঠানে ভবিষ্যদ্বাণী করেছেন দুই এশিয়ান চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে। নিজের কথায় কোনো ফাঁকফোকর না রেখে তিনি সরাসরি জানালেন, দুই দেশের লড়াইয়ে জিতবে ভারত। সেই সঙ্গে জানিয়েছেন, শুধু ভারত-পাকিস্তান ম্যাচই নয় এবার এশিয়া কাপ জিতবে ভারত।
মুখোমুখি লড়াইয়ে ভারতের চেয়ে পাকিস্তান বেশ এগিয়ে। তবে এশিয়া কাপের ১৩ ম্যাচের মধ্যে ৭-৫ ব্যবধানে এগিয়ে ভারত। বাকি ম্যাচটির ফল হয়নি। পন্টিং আশা করছেন, দুই দলের মধ্যে লড়াইটা ভীষণ জমবে। তবে শেষ পর্যন্ত ভারতই জিতবে বলে মত দিয়েছেন তিনি। তিনবার ওয়ানডে বিশ্বকাপজয়ী ব্যাটার বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে আমি ভারতের পক্ষে বাজি ধরছি। মনে করি, এসব বলাতে পাকিস্তানের কোনো ক্ষতি হবে না। তারা ক্রিকেটে অবিশ্বাস্য একটি দল। দেশটির বেশ কয়েকজন সুপারস্টার ক্রিকেটার আছে।’
এশিয়া কাপের আসর যত ঘনিয়ে আসছে তত ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে আলোচনা বাড়ছে। ফলে দুই দেশের লড়াইয়ের রোমাঞ্চ যেন আরও বৃদ্ধি পাচ্ছে। ‘এ’ গ্রুপের ম্যাচটি নিয়ে পন্টিং বলেছেন, ‘শুধু এশিয়া কাপে নয় যেকোনো টুর্নামেন্টে ভারতকে হারানো কঠিন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও যতবার কথা বলব ততবার ভারতের নাম আসবে। অন্যদের চেয়ে তাদের ব্যাটিং গভীরতা ভালো। তাই মনে করি ভারত এশিয়া কাপ জিতবে।’
আগামী ২৭ আগস্ট এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে। এশিয়া কাপের পর্দা উঠবে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দিয়ে।

রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তানের মধ্যেকার দ্বিপক্ষীয় সিরিজ হয় না বহু বছর। ফলে দুই দলের হেভিওয়েট লড়াই দেখার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হয় বৈশ্বিক কোনো টুর্নামেন্টের জন্য। আগস্টের শেষ দিকে শুরু হচ্ছে তেমনি এক বৈশ্বিক প্রতিযোগিতা— এশিয়া কাপ। ২৮ আগস্ট দুবাইয়ে লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। সেই ম্যাচের ফলাফল নিয়ে এরই মধ্যে দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা ভবিষ্যদ্বাণী করতে শুরু করে দিয়েছেন।
এশিয়া কাপের ম্যাচটির উত্তাপ টের পাচ্ছেন রিকি পন্টিংও। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক আইসিসির রিভিউ অনুষ্ঠানে ভবিষ্যদ্বাণী করেছেন দুই এশিয়ান চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে। নিজের কথায় কোনো ফাঁকফোকর না রেখে তিনি সরাসরি জানালেন, দুই দেশের লড়াইয়ে জিতবে ভারত। সেই সঙ্গে জানিয়েছেন, শুধু ভারত-পাকিস্তান ম্যাচই নয় এবার এশিয়া কাপ জিতবে ভারত।
মুখোমুখি লড়াইয়ে ভারতের চেয়ে পাকিস্তান বেশ এগিয়ে। তবে এশিয়া কাপের ১৩ ম্যাচের মধ্যে ৭-৫ ব্যবধানে এগিয়ে ভারত। বাকি ম্যাচটির ফল হয়নি। পন্টিং আশা করছেন, দুই দলের মধ্যে লড়াইটা ভীষণ জমবে। তবে শেষ পর্যন্ত ভারতই জিতবে বলে মত দিয়েছেন তিনি। তিনবার ওয়ানডে বিশ্বকাপজয়ী ব্যাটার বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে আমি ভারতের পক্ষে বাজি ধরছি। মনে করি, এসব বলাতে পাকিস্তানের কোনো ক্ষতি হবে না। তারা ক্রিকেটে অবিশ্বাস্য একটি দল। দেশটির বেশ কয়েকজন সুপারস্টার ক্রিকেটার আছে।’
এশিয়া কাপের আসর যত ঘনিয়ে আসছে তত ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে আলোচনা বাড়ছে। ফলে দুই দেশের লড়াইয়ের রোমাঞ্চ যেন আরও বৃদ্ধি পাচ্ছে। ‘এ’ গ্রুপের ম্যাচটি নিয়ে পন্টিং বলেছেন, ‘শুধু এশিয়া কাপে নয় যেকোনো টুর্নামেন্টে ভারতকে হারানো কঠিন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও যতবার কথা বলব ততবার ভারতের নাম আসবে। অন্যদের চেয়ে তাদের ব্যাটিং গভীরতা ভালো। তাই মনে করি ভারত এশিয়া কাপ জিতবে।’
আগামী ২৭ আগস্ট এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে। এশিয়া কাপের পর্দা উঠবে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দিয়ে।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে