ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফি চলার সময়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধুয়ে দিয়েছিলেন মহসিন শেখ। নাজমুল হোসেন শান্ত টুর্নামেন্ট শুরুর আগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখালেও বাজে পারফরম্যান্সে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেরও দু্ই দিন পেরিয়ে গেছে। শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজরা এখন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত। মহসিন আবারও তোপ দাগলেন বিসিবিকে নিয়ে। বিসিবির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) ধুয়ে দিয়েছেন তিনি। বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক গত রাতে ফেসবুকে লিখেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি শেষ। ক্রিকেটাররা হয়তো শাস্তির মুখোমুখি হবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারণী পর্যায়ে যারা আছেন, তাদের কাউকে বিচারের আওতায় আনা হবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) একইভাবে চলছে। আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে ভক্তদের চোখে ধুলো দিতে পারবে।’
২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল বাংলাদেশের। একই সঙ্গে বিদায় নেয় পাকিস্তানও। সেই রাতেই মহসিন বিসিবি ও পিসিবির ওপর ক্ষোভ ঝেরেছিলেন। বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক ফেসবুকে তখন লিখেছিলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির সাধারণ সমস্যা একদম একই! শুরু থেকেই দুর্বল দল নির্বাচন, চরম অব্যবস্থাপনা, মেধার অবমূল্যায়ন, জবাবদিহির অভাব। যাঁরা সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু কারও কাছে তাঁরা দায়বদ্ধ নন। দেশীয় ক্রিকেট কাঠামো ধসে পড়লেও সমাধানের কোনো উদ্যোগ নেই।’
পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হচ্ছে ১৬ মার্চ। প্রথমে হবে পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দল দুটি। ২৯ মার্চ, ২ এপ্রিল ও ৫ এপ্রিল হবে তিনটি ওয়ানডে। সিরিজটি হবে নিউজিল্যান্ডের মাঠে। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে আরও পড়ে। সিলেটে ২০ এপ্রিল শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ২৮ এপ্রিল সাগরিকায় শুরু হবে এই টেস্ট।
চ্যাম্পিয়নস ট্রফি চলার সময়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধুয়ে দিয়েছিলেন মহসিন শেখ। নাজমুল হোসেন শান্ত টুর্নামেন্ট শুরুর আগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখালেও বাজে পারফরম্যান্সে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেরও দু্ই দিন পেরিয়ে গেছে। শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজরা এখন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত। মহসিন আবারও তোপ দাগলেন বিসিবিকে নিয়ে। বিসিবির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) ধুয়ে দিয়েছেন তিনি। বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক গত রাতে ফেসবুকে লিখেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি শেষ। ক্রিকেটাররা হয়তো শাস্তির মুখোমুখি হবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারণী পর্যায়ে যারা আছেন, তাদের কাউকে বিচারের আওতায় আনা হবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) একইভাবে চলছে। আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে ভক্তদের চোখে ধুলো দিতে পারবে।’
২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল বাংলাদেশের। একই সঙ্গে বিদায় নেয় পাকিস্তানও। সেই রাতেই মহসিন বিসিবি ও পিসিবির ওপর ক্ষোভ ঝেরেছিলেন। বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক ফেসবুকে তখন লিখেছিলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির সাধারণ সমস্যা একদম একই! শুরু থেকেই দুর্বল দল নির্বাচন, চরম অব্যবস্থাপনা, মেধার অবমূল্যায়ন, জবাবদিহির অভাব। যাঁরা সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু কারও কাছে তাঁরা দায়বদ্ধ নন। দেশীয় ক্রিকেট কাঠামো ধসে পড়লেও সমাধানের কোনো উদ্যোগ নেই।’
পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হচ্ছে ১৬ মার্চ। প্রথমে হবে পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দল দুটি। ২৯ মার্চ, ২ এপ্রিল ও ৫ এপ্রিল হবে তিনটি ওয়ানডে। সিরিজটি হবে নিউজিল্যান্ডের মাঠে। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে আরও পড়ে। সিলেটে ২০ এপ্রিল শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ২৮ এপ্রিল সাগরিকায় শুরু হবে এই টেস্ট।
বাংলাদেশের ক্রিকেটারদের ফর্মে ফেরাতে জিম্বাবুয়ে যেন ‘প্রিয় প্রতিপক্ষ’। বাংলাদেশের ক্রিকেট যখনই ব্যর্থতার বৃত্তে আটকে পড়ে, তখনই ‘বিপদের বন্ধু’ হিসেবে আবির্ভূত হয় জিম্বাবুয়ের। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতার অভাব নেই। কদিন আগেই...
৮ ঘণ্টা আগেগতবারের মতো এবারও শীতকালীন অলিম্পিক গেমসের ফ্লোরবল ইভেন্টে স্বর্ণ জিতল বাংলাদেশ নারী দল। ইতালির তুরিনে আজ ফাইনালে বাংলাদেশ ৪-২ গোলে ইউক্রেনকে হারিয়েছে তারা। বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন ময়মনসিংহের নান্দাইলের মেয়ে অধিনায়ক স্বর্ণা, মাদারীপুরের মেয়ে ফাতেমা আর পাবনার মেয়ে...
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি খেলে আসার পর বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ। তাই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শুরুর কয়েক ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে আজ ফিরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বল হাতে আগুন...
১০ ঘণ্টা আগেবলাবলি হচ্ছিল অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত ঠিকই ভারতীয় সিনেমায় নাম লেখালেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার পোস্টার পোস্ট করে মুক্তির তারিখ জানালেন তিনি।
১১ ঘণ্টা আগে