নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধর্মশালায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ দল। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে নিজেদের নিংড়ে দিয়েছেন সাকিব আল হাসানরা। শেষ পর্যন্ত যত সহজে ম্যাচ জিতেছে বাংলাদেশ, শুরুটা কিন্তু তেমন ছিল না। পাওয়ার প্লেতে নতুন বলে উইকেট নিতে পারেননি পেস বোলাররা।
৪৭ রানের দারুণ এক জুটি গড়েন দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। ৯ম ওভারে ইব্রাহিমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সাকিব। এরপরও ১০০ রানের আগে দুটির বেশি উইকেট নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। ম্যাচ শেষে সাকিবও জানিয়েছেন, যেভাবে শুরু করতে চেয়েছিলেন তাঁরা, সেভাবে হয়নি।
সাকিব বলেছেন, ‘আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে শুরুটা করতে পারিনি। সবাই বিশ্বাস করত একটা উইকেট পেলে, আমরা আরও (দ্রুত) উইকেটে পেতে পারি। এটা সহজ ছিল না। কিন্তু আমরা যেভাবে বোলিং করেছি, তাতে আমি খুব খুশি।’
আফগানিস্তান ম্যাচের আগে গুয়াহাটি ও ধর্মশালায় বেশ সিরিয়াস অনুশীলন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। তাই এই ম্যাচে কোনো অজুহাত নয়, জয়ই চেয়েছিলেন সাকিব, ‘আমরা গত কদিন কঠোর অনুশীলন করছি। আমরা কোনো অজুহাত দিতে চাইনি, মাঠটি আদর্শ নয় (এসব) বলে। আমরা ড্রেসিংরুমে এটি নিয়ে কথা বলেছিলাম, (পরিস্থিতি যেমনই হোক, আমাদের মানিয়ে নিতে হবে এবং ভালো খেলতে হবে)।’
বোলিংয়ে ৮ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব। ২৫ রানের বিপরীতে মিরাজও নিয়েছেন ৩ উইকেট। ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত ও মিরাজ তুলে নিয়েছেন ফিফটি। ব্যক্তিগত ও সতীর্থদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমি বোলিংয়ে অবদান রাখতে পেরে খুশি। আমাদের পাঁচজন বোলারই জ্বলে উঠেছে। তারা অবদান রেখেছে, স্পিনাররা অনেক বড় ভূমিকা পালন করেছে। তবে এটি একটি লম্বা সময়ের টুর্নামেন্ট, আমি নিশ্চিত ফাস্ট বোলাররা আরও অবদান রাখবে। মিরাজ, শান্ত...এরা আমাদের ফর্মে থাকা খেলোয়াড়; তারা সব সময় আত্মবিশ্বাসী এবং দলের জন্য ভালো করতে চায়।’

ধর্মশালায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ দল। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে নিজেদের নিংড়ে দিয়েছেন সাকিব আল হাসানরা। শেষ পর্যন্ত যত সহজে ম্যাচ জিতেছে বাংলাদেশ, শুরুটা কিন্তু তেমন ছিল না। পাওয়ার প্লেতে নতুন বলে উইকেট নিতে পারেননি পেস বোলাররা।
৪৭ রানের দারুণ এক জুটি গড়েন দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। ৯ম ওভারে ইব্রাহিমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সাকিব। এরপরও ১০০ রানের আগে দুটির বেশি উইকেট নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। ম্যাচ শেষে সাকিবও জানিয়েছেন, যেভাবে শুরু করতে চেয়েছিলেন তাঁরা, সেভাবে হয়নি।
সাকিব বলেছেন, ‘আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে শুরুটা করতে পারিনি। সবাই বিশ্বাস করত একটা উইকেট পেলে, আমরা আরও (দ্রুত) উইকেটে পেতে পারি। এটা সহজ ছিল না। কিন্তু আমরা যেভাবে বোলিং করেছি, তাতে আমি খুব খুশি।’
আফগানিস্তান ম্যাচের আগে গুয়াহাটি ও ধর্মশালায় বেশ সিরিয়াস অনুশীলন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। তাই এই ম্যাচে কোনো অজুহাত নয়, জয়ই চেয়েছিলেন সাকিব, ‘আমরা গত কদিন কঠোর অনুশীলন করছি। আমরা কোনো অজুহাত দিতে চাইনি, মাঠটি আদর্শ নয় (এসব) বলে। আমরা ড্রেসিংরুমে এটি নিয়ে কথা বলেছিলাম, (পরিস্থিতি যেমনই হোক, আমাদের মানিয়ে নিতে হবে এবং ভালো খেলতে হবে)।’
বোলিংয়ে ৮ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব। ২৫ রানের বিপরীতে মিরাজও নিয়েছেন ৩ উইকেট। ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত ও মিরাজ তুলে নিয়েছেন ফিফটি। ব্যক্তিগত ও সতীর্থদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমি বোলিংয়ে অবদান রাখতে পেরে খুশি। আমাদের পাঁচজন বোলারই জ্বলে উঠেছে। তারা অবদান রেখেছে, স্পিনাররা অনেক বড় ভূমিকা পালন করেছে। তবে এটি একটি লম্বা সময়ের টুর্নামেন্ট, আমি নিশ্চিত ফাস্ট বোলাররা আরও অবদান রাখবে। মিরাজ, শান্ত...এরা আমাদের ফর্মে থাকা খেলোয়াড়; তারা সব সময় আত্মবিশ্বাসী এবং দলের জন্য ভালো করতে চায়।’

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৩৪ মিনিট আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
১ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
১ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
২ ঘণ্টা আগে