ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি সনি বেকারের। কদিন আগে কেবল ডাক পেয়েছেন ইংল্যান্ড দলে। ইংল্যান্ডের জার্সি গায়ে চড়ানোর আগেই রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ করেছেন হ্যাটট্রিক।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ‘দ্য হান্ড্রেডে’ গত রাতে মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার অরিজিনালস-নর্দার্ন সুপারচার্জার্স। বেকার এই টুর্নামেন্টে খেলছেন ম্যানচেস্টারের হয়ে। সুপারচার্জার্সের ইনিংসের ৫৭তম বলে ডেভিড মালানকে বোল্ড করেন বেকার। এরপর ৮৬ ও ৮৭তম বলে টম লাওয়েস ও জ্যাকব ডাফিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন বেকার। যেখানে ৮৭তম ওভারে ডাফিকে বোল্ড করে সুপারচার্জার্সের ইনিংসের ইতি টেনেছেন বেকার। সুপারচার্জার্স অলআউট হয়ে যায় ১১৪ রানে।
হ্যাটট্রিক করলেও বেকার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাননি। ম্যাচসেরা হয়েছেন জস বাটলার। ৪৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। টস জিতে আগে ব্যাটিং নেওয়া ম্যানচেস্টার অরিজিনালস ১০০ বলে ৩ উইকেটে করে ১৭১ রান। বাটলারের পাশাপাশি ফিফটি করেছেন হাইনরিখ ক্লাসেন। ২৫ বলে চারটি করে চার ও ছক্কায় ৫০ রান করে অপরাজিত থাকেন তিনি।
দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে ১৫ আগস্ট দল ঘোষণা করেছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বেকার দল পেয়েছে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৯ ম্যাচে ৮.৯২ ইকোনমিতে নিয়েছেন ২২ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর উইকেট ১৯।
বেকার গত রাতে ‘দ্য হান্ড্রেড’-এর ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন। ২০২১ সালে প্রথম মৌসুমেই হ্যাটট্রিক করেছিলেন ইমরান তাহির। সেবার তিনি বার্মিংহাম ফোনিক্সের হয়ে ওয়েলশ ফায়ারের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। ২০২৩ ও ২০২৪ সালে টাইমাল মিলস ও স্যাম কারান করেছিলেন হ্যাটট্রিক। গত রাতে চতুর্থ বোলার হিসেবে টুর্নামেন্টে হ্যাটট্রিক করে আন্তর্জাতিক ক্রিকেটে নামার আগে বিশেষ বার্তা দিয়ে রাখলেন বেকার। ঘণ্টাপ্রতি ১৪৫ কিলোমিটারের বেশি বোলিংয়ে ব্যাটারদের ভড়কে দিচ্ছেন তিনি। এবারের হান্ড্রেডে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে নিয়েছেন ৭ উইকেট।
দ্য হান্ড্রেডে হ্যাটট্রিক
দল প্রতিপক্ষ সাল
ইমরান তাহির বার্মিংহাম ফোনিক্স ওয়েলশ ফায়ার ২০২১
টাইমাল মিলস সাউদার্ন ব্রেভ ওয়েলশ ফায়ার ২০২৩
স্যাম কারান ওভাল ইনভিনসিবলস লন্ডন স্পিরিট ২০২৪
সনি বেকার ম্যানচেস্টার অরিজিনালস নর্দার্ন সুপারচার্জার্স ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি সনি বেকারের। কদিন আগে কেবল ডাক পেয়েছেন ইংল্যান্ড দলে। ইংল্যান্ডের জার্সি গায়ে চড়ানোর আগেই রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ করেছেন হ্যাটট্রিক।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ‘দ্য হান্ড্রেডে’ গত রাতে মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার অরিজিনালস-নর্দার্ন সুপারচার্জার্স। বেকার এই টুর্নামেন্টে খেলছেন ম্যানচেস্টারের হয়ে। সুপারচার্জার্সের ইনিংসের ৫৭তম বলে ডেভিড মালানকে বোল্ড করেন বেকার। এরপর ৮৬ ও ৮৭তম বলে টম লাওয়েস ও জ্যাকব ডাফিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন বেকার। যেখানে ৮৭তম ওভারে ডাফিকে বোল্ড করে সুপারচার্জার্সের ইনিংসের ইতি টেনেছেন বেকার। সুপারচার্জার্স অলআউট হয়ে যায় ১১৪ রানে।
হ্যাটট্রিক করলেও বেকার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাননি। ম্যাচসেরা হয়েছেন জস বাটলার। ৪৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। টস জিতে আগে ব্যাটিং নেওয়া ম্যানচেস্টার অরিজিনালস ১০০ বলে ৩ উইকেটে করে ১৭১ রান। বাটলারের পাশাপাশি ফিফটি করেছেন হাইনরিখ ক্লাসেন। ২৫ বলে চারটি করে চার ও ছক্কায় ৫০ রান করে অপরাজিত থাকেন তিনি।
দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে ১৫ আগস্ট দল ঘোষণা করেছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বেকার দল পেয়েছে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৯ ম্যাচে ৮.৯২ ইকোনমিতে নিয়েছেন ২২ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর উইকেট ১৯।
বেকার গত রাতে ‘দ্য হান্ড্রেড’-এর ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন। ২০২১ সালে প্রথম মৌসুমেই হ্যাটট্রিক করেছিলেন ইমরান তাহির। সেবার তিনি বার্মিংহাম ফোনিক্সের হয়ে ওয়েলশ ফায়ারের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। ২০২৩ ও ২০২৪ সালে টাইমাল মিলস ও স্যাম কারান করেছিলেন হ্যাটট্রিক। গত রাতে চতুর্থ বোলার হিসেবে টুর্নামেন্টে হ্যাটট্রিক করে আন্তর্জাতিক ক্রিকেটে নামার আগে বিশেষ বার্তা দিয়ে রাখলেন বেকার। ঘণ্টাপ্রতি ১৪৫ কিলোমিটারের বেশি বোলিংয়ে ব্যাটারদের ভড়কে দিচ্ছেন তিনি। এবারের হান্ড্রেডে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে নিয়েছেন ৭ উইকেট।
দ্য হান্ড্রেডে হ্যাটট্রিক
দল প্রতিপক্ষ সাল
ইমরান তাহির বার্মিংহাম ফোনিক্স ওয়েলশ ফায়ার ২০২১
টাইমাল মিলস সাউদার্ন ব্রেভ ওয়েলশ ফায়ার ২০২৩
স্যাম কারান ওভাল ইনভিনসিবলস লন্ডন স্পিরিট ২০২৪
সনি বেকার ম্যানচেস্টার অরিজিনালস নর্দার্ন সুপারচার্জার্স ২০২৫

ক্লাব ফুটবলে এক সময় তাঁরা ছিলেন সতীর্থ। লিভারপুলে একসঙ্গে খেলেছিলেন পাঁচ বছর। কথাটা যে মোহাম্মদ সালাহ ও সাদিও মানের প্রসঙ্গে বলা, সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। গতকাল দুই বন্ধু হয়ে গেলেন প্রতিপক্ষ। শেষ হাসি হেসেছেন মানে।
৩২ মিনিট আগে
২০২৩ সালে শমিত সোম যোগ দিয়েছিলেন কানাডার ক্লাব ক্যাভালরি এফসিতে। অবশেষে ক্লাবটির সঙ্গে তাঁর তিন বছরের পথচলা শেষ হলো। ২৮ বছর বয়সী বাংলাদেশের এই মিডফিল্ডারকে ছেড়ে দিল ক্যাভালরি এফসি।
১ ঘণ্টা আগে
অপরাজিত থেকে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের শিরোপা নিশ্চিত করল যাত্রাবাড়ী ক্রীড়া চক্র। প্রমোশন পেয়ে আগামী মৌসুমে ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ স্তরের টুর্নামেন্ট বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলবে তারা।
১ ঘণ্টা আগে
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
১৩ ঘণ্টা আগে