Ajker Patrika

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জিততে ব্যাটিংয়ে আফগানরা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৪: ৪৮
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জিততে ব্যাটিংয়ে আফগানরা

ওয়ানডেতে যতবার ইংল্যান্ড-আফগানিস্তান মুখোমুখি হয়েছে, ততবারই বিশ্বকাপে। ২০১৫, ২০১৯-এর পর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ এখন পর্যন্ত তৃতীয়বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-আফগানিস্তান। এই ম্যাচে আফগানদের প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড। 
 
বাংলাদেশ ম্যাচের একাদশ নিয়েই খেলতে নামছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ধর্মশালায় ১০ অক্টোবর বাংলাদেশকে উড়িয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। মইন আলীর পরিবর্তে সেই ম্যাচে একাদশে আসা রিস টপলি বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছিলেন। মার্ক উড, ক্রিস ওকস, রিস টপলি, স্যাম কারান—এই চার পেসার আছেন আজ আফগানদের বিপক্ষে ইংল্যান্ডের একাদশে। এর মধ্যে কারান, ওকস পেস বোলিং অলরাউন্ডার। স্বীকৃত স্পিনার হিসেবে আছেন আদিল রশিদ। 

আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি জানিয়েছেন, টস জিতলে তিনিও ফিল্ডিং নিতেন। আফগানদের একাদশে এসেছে একটি পরিবর্তন। বাদ পড়েছেন নাজিবউল্লাহ জাদরান। একাদশে এসেছেন ইকরাম আলি খিল। বাংলাদেশ, ভারত দুই দলের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করেছিল আফগানিস্তান। 

আফগানিস্তানের একাদশ: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হক, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি

ইংল্যান্ডের একাদশ:  জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জো রুট, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, হ্যারি ব্রুক, মার্ক উড, ক্রিস ওকস, রিস টপলি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত