
গোল উৎসব সেরে বুন্দেসলিগা জয়ের আরও কাছে চলে এসেছে বায়ার্ন মিউনিখ। আজ নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শালকে জিরো ফোরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দল। জোড়া গোল করেছেন সের্জ নাব্রি। দুটিই দ্বিতীয়ার্ধে।
এ নিয়ে টানা তিন জয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৬৮। গত ১০ বারের লিগ চ্যাম্পিয়ন তারা। তবে এবার বাভারিয়ানদের চোখ রাঙাচ্ছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। আজ নিজেদের মাঠে মনশেনগ্লাডবাচের বিপক্ষে জিতলে পয়েন্ট ব্যবধানটা আবারও ১-এ নিয়ে আসবে এডিন টারজিচের দল। ডর্টমুন্ড সর্বশেষ লিগ জিতেছে ২০১১-১২ মৌসুমে। শিরোপা খরা কাটানার জন্য এবার নিজেদের বাকি ম্যাচগুলোতে তাদের জিততে তো হবেই, বায়ার্নের পরের দুই ম্যাচের অন্তত একটিতে হলও ড্র বা হার কামনা করতে হবে মার্কো রয়েসদের।
ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচ পর জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্থনি মার্শাল ও আলেহান্দ্রো গার্নাচোর গোলে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। এই জয়ে সেরা চারে থাকার জায়গাটা আরেকটু মজবুত করল এরিক টেন হাগের দল। ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারেই আছে ইউনাইটেড।
তবে আবারও হোঁচট খেয়েছে চেলসি। আগের ম্যাচে দাপুটে জয় পেলেও আজ নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ব্লুজরা। ৫১ মিনিটে চেলসিকে সমতায় ফেরান রাহীম স্টার্লিং। এর ৭ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড। কিন্তু ৬২ মিনিটে সমতায় ফেরে নটিংহ্যাম। ৪৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে চেলসি।
দিনের আরেক ম্যাচে পয়েন্ট তালিকার তিনে থাকা নিউক্যাসল ইউনাইটেডকে নিজেদের মাঠ ২-২ গোলে রুখে দিয়েছে লিডস ইউনাইটেড। এই ড্রয়ে অবনমন ঠেকানোর আশাও বাঁচিয়ে রাখল অ্যালান্ড রোডের ক্লাবটি। তবে অবনমন এড়াতে পারেনি সাউদাম্পটন। নিজেদের মাঠে ২-০ গোলে ফুলহামের কাছে হেরেছে তলানিতে থাকা দলটি।

গোল উৎসব সেরে বুন্দেসলিগা জয়ের আরও কাছে চলে এসেছে বায়ার্ন মিউনিখ। আজ নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শালকে জিরো ফোরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দল। জোড়া গোল করেছেন সের্জ নাব্রি। দুটিই দ্বিতীয়ার্ধে।
এ নিয়ে টানা তিন জয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৬৮। গত ১০ বারের লিগ চ্যাম্পিয়ন তারা। তবে এবার বাভারিয়ানদের চোখ রাঙাচ্ছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। আজ নিজেদের মাঠে মনশেনগ্লাডবাচের বিপক্ষে জিতলে পয়েন্ট ব্যবধানটা আবারও ১-এ নিয়ে আসবে এডিন টারজিচের দল। ডর্টমুন্ড সর্বশেষ লিগ জিতেছে ২০১১-১২ মৌসুমে। শিরোপা খরা কাটানার জন্য এবার নিজেদের বাকি ম্যাচগুলোতে তাদের জিততে তো হবেই, বায়ার্নের পরের দুই ম্যাচের অন্তত একটিতে হলও ড্র বা হার কামনা করতে হবে মার্কো রয়েসদের।
ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচ পর জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্থনি মার্শাল ও আলেহান্দ্রো গার্নাচোর গোলে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। এই জয়ে সেরা চারে থাকার জায়গাটা আরেকটু মজবুত করল এরিক টেন হাগের দল। ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারেই আছে ইউনাইটেড।
তবে আবারও হোঁচট খেয়েছে চেলসি। আগের ম্যাচে দাপুটে জয় পেলেও আজ নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ব্লুজরা। ৫১ মিনিটে চেলসিকে সমতায় ফেরান রাহীম স্টার্লিং। এর ৭ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড। কিন্তু ৬২ মিনিটে সমতায় ফেরে নটিংহ্যাম। ৪৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে চেলসি।
দিনের আরেক ম্যাচে পয়েন্ট তালিকার তিনে থাকা নিউক্যাসল ইউনাইটেডকে নিজেদের মাঠ ২-২ গোলে রুখে দিয়েছে লিডস ইউনাইটেড। এই ড্রয়ে অবনমন ঠেকানোর আশাও বাঁচিয়ে রাখল অ্যালান্ড রোডের ক্লাবটি। তবে অবনমন এড়াতে পারেনি সাউদাম্পটন। নিজেদের মাঠে ২-০ গোলে ফুলহামের কাছে হেরেছে তলানিতে থাকা দলটি।

আর মাত্র ছয় মাস। পুরো বিশ্বের মতো বাংলাদেশও কেপে উঠবে বিশ্বকাপ জ্বরে। ভাগ হয়ে যাবে ব্রাজিল ও আর্জেন্টিনায়। এর মধ্যেও সব ভক্তের মনে একটি সুপ্ত বাসনা থাকে বাংলাদেশকে বিশ্বকাপে দেখার। ফিফাও চাইছে বাংলাদেশকে বিশ্বকাপে তোলার। শুনলে বিস্মিত হলেও একথা বলেছেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজেই।
৪০ মিনিট আগে
আগের দিন সেরা হয়েছেন বালিকা এককে। এবার নারী এককেও শিরোপা জিতে নিলেন খই খই সাই মারমা। ৪০তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ অনন্য এক ‘ডাবল’ দিয়ে শেষ করলেন বিকেএসপির এই খেলোয়াড়।
১ ঘণ্টা আগে
বিগ ব্যাশে আজ সিডনি ডার্বিতে শেষ হাসি হেসেছে সিডনি সিক্সার্স। নগর প্রতিদ্বন্দ্বী সিডনি থান্ডারকে ৫ উইকেটে হারিয়েছে তারা। জয় পরাজয় ছাপিয়ে এই ম্যাচের আলো কেড়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। জোড়া সেঞ্চুরির দিনে বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ওভার দেখেছে ভক্তরা
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের জন্য ম্যাচটা ছিল বাঁচা-মরার। প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে আজ জেতার বিকল্প ছিল না বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবাগত ফ্র্যাঞ্চাইজিটির সামনে। জয়ের সমীকরণ মেলাতে পারেনি নোয়াখালী। চট্টগ্রামের কাছে ৫ উইকেটে হেরে লিগপর্ব থেকেই বিদায় নিল হায়দার আলীর
৩ ঘণ্টা আগে