
পুরোনো নিয়মের কুলিং অফের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বোর্ড। সেই আবেদনে সাড়া দিয়েছেন সুপ্রিম কোর্টও। আজ সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন আরও তিন বছর সৌরভ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে থাকতে পারবেন। সে হিসেবে ২০২৫ সাল পর্যন্ত সভাপতি পদে থাকতে আর কোনো সমস্যা নেই ভারতের সাবেক অধিনায়কের।
বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় ও হিমা কোহলির নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন। সেপ্টেম্বরের শুরুর দিকে সৌরভের প্রথম মেয়াদ শেষ হয়। এ জন্য তাঁকে বাধ্যতামূলক তিন বছরের কুলিং অফে যেতে হতো। তাই এ নিয়মের পরিবর্তন চেয়ে তাঁর নেতৃত্বাধীন বোর্ড আবেদন করেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে, রাজ্য ও বিসিসিআই মিলিয়ে (৬ +৬) মোট ১২ বছর পদে থাকতে পারবেন যে কোনো বোর্ড কর্মকর্তা। এরপর বাধ্যতামূলক বোর্ড কর্মকর্তাদের কুলিং অফে যেতে হবে। তাই নতুন নিয়ম অনুযায়ী, সৌরভ ২০২৫ সাল পর্যন্ত সভাপতি পদে থাকতে পারবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ রায় তাঁর জন্য সুসংবাদ বটে। শুধু তিনি নয় অন্যান্যরাও থাকতে পারবেন আরও তিন বছর।
লোধা কমিটির প্রস্তাবিত আগের নিয়ম ছিল, রাজ্য ও বিসিসিআই মিলিয়ে মোট ছয় বছর পদে থাকতে পারবেন বোর্ড কর্মকর্তারা। এরপর বাধ্যতামূলক তাদের কুলিং অফে যেতে হবে। সেই হিসেবে এ মাসের শুরুর দিকেই মেয়াদ শেষ হয়েছিল সৌরভের। সৌরভ ২০১৫ সালে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছিলেন। এরপর ২০১৯ সাল পর্যন্ত বাংলার দায়িত্ব সামলেছেন তিনি। সেই বছরের অক্টোবরে আবার বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন ভারতের সাবেক অধিনায়ক। সব মিলিয়ে তাঁর ৬ বছরের মেয়াদ শেষ হওয়াতে সভাপতি পদে থাকা নিয়ে ছিল সমস্যা। সুপ্রিম কোর্টের রায়ে এখন আর সেই সমস্যা থাকল না।

পুরোনো নিয়মের কুলিং অফের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বোর্ড। সেই আবেদনে সাড়া দিয়েছেন সুপ্রিম কোর্টও। আজ সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন আরও তিন বছর সৌরভ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে থাকতে পারবেন। সে হিসেবে ২০২৫ সাল পর্যন্ত সভাপতি পদে থাকতে আর কোনো সমস্যা নেই ভারতের সাবেক অধিনায়কের।
বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় ও হিমা কোহলির নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন। সেপ্টেম্বরের শুরুর দিকে সৌরভের প্রথম মেয়াদ শেষ হয়। এ জন্য তাঁকে বাধ্যতামূলক তিন বছরের কুলিং অফে যেতে হতো। তাই এ নিয়মের পরিবর্তন চেয়ে তাঁর নেতৃত্বাধীন বোর্ড আবেদন করেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে, রাজ্য ও বিসিসিআই মিলিয়ে (৬ +৬) মোট ১২ বছর পদে থাকতে পারবেন যে কোনো বোর্ড কর্মকর্তা। এরপর বাধ্যতামূলক বোর্ড কর্মকর্তাদের কুলিং অফে যেতে হবে। তাই নতুন নিয়ম অনুযায়ী, সৌরভ ২০২৫ সাল পর্যন্ত সভাপতি পদে থাকতে পারবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ রায় তাঁর জন্য সুসংবাদ বটে। শুধু তিনি নয় অন্যান্যরাও থাকতে পারবেন আরও তিন বছর।
লোধা কমিটির প্রস্তাবিত আগের নিয়ম ছিল, রাজ্য ও বিসিসিআই মিলিয়ে মোট ছয় বছর পদে থাকতে পারবেন বোর্ড কর্মকর্তারা। এরপর বাধ্যতামূলক তাদের কুলিং অফে যেতে হবে। সেই হিসেবে এ মাসের শুরুর দিকেই মেয়াদ শেষ হয়েছিল সৌরভের। সৌরভ ২০১৫ সালে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছিলেন। এরপর ২০১৯ সাল পর্যন্ত বাংলার দায়িত্ব সামলেছেন তিনি। সেই বছরের অক্টোবরে আবার বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন ভারতের সাবেক অধিনায়ক। সব মিলিয়ে তাঁর ৬ বছরের মেয়াদ শেষ হওয়াতে সভাপতি পদে থাকা নিয়ে ছিল সমস্যা। সুপ্রিম কোর্টের রায়ে এখন আর সেই সমস্যা থাকল না।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
৫ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
৬ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
৬ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৭ ঘণ্টা আগে