Ajker Patrika

শ্বশুর আফ্রিদির কথা পাত্তা না দিয়ে অধিনায়কত্ব নিয়েছেন জামাই শাহিন

শ্বশুর আফ্রিদির কথা পাত্তা না দিয়ে অধিনায়কত্ব নিয়েছেন জামাই শাহিন

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের অধিনায়কত্ব করবেন শাহিন শাহ আফ্রিদি। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ২০১৮ সাল থেকে খেলছেন এই বাঁহাতি ফাস্ট বোলার। এই মুহূর্তে দারুণ ফর্মে আছেন শাহিন। 

সোহেল আকতারের জায়গায় তাই শাহিনকে বেছে নিয়েছে লাহোর ফ্র্যাঞ্চাইজি। তবে ব্যাপারটা ঠিক মনে ধরেনি শহীদ আফ্রিদির। মেয়ের জামাইকে নাকি অধিনায়কত্বের জন্য আরও ২-৩ বছর অপেক্ষা করার পরামর্শও দিয়েছিলেন আফ্রিদি। তবে শ্বশুরের কথা শোনেননি শাহিন। 

শাহিনের অধিনায়কত্ব দায়িত্ব নেওয়ার ব্যাপারে আফ্রিদি বলছেন, ‘আমি শাহিনকে বলেছি অধিনায়কত্ব নেওয়ার আগে আরও ১-২ বছর অপেক্ষা করতে। যাতে সে নিজের বোলিংয়ে আরও মনোযোগ দিতে পারে। তবে সেও একজন আফ্রিদি। তাই আমার কথা শোনেনি।’ 

তবে অধিনায়কত্বের সাফল্যে শাহিন শ্বশুরকে ভুল প্রমাণ করলে খুশিই হবেন আফ্রিদি। এ নিয়ে সাবেক পাকিস্তান অধিনায়কের ভাষ্য, ‘আমি খুশি যে সে দায়িত্বটা নিয়েছে এবং আশা করি আমাকে সে ভুল প্রমাণ করবে।’ সিনিয়র ক্রিকেটে এবারই প্রথম অধিনায়কের দায়িত্ব পালন করবেন শাহিন। 

আফ্রিদির অবশ্য রাগ করে থাকার সুযোগ নেই। খুব শিগগিরই তাঁর বড় মেয়ে আকসার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন শাহিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত