
মাঠে কোচদের খেলতে নামার ঘটনা নতুন কিছু নয়। চোট বা অন্য কোনো কারণে যখন খেলোয়াড়দের সংখ্যা কম থাকে, অনেকটা বাধ্য হয়েই কোচকে নেমে যেতে হয়। দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচকে গতকাল লাহোরে ফিল্ডিং করতে হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে।
ত্রিদেশীয় সিরিজে গতকাল নিউজিল্যান্ড ৩০৫ রানের লক্ষ্যে ব্যাটিং করছে। কিউইদের ইনিংসে ৩৭ তম ওভারে দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচ ওয়ান্দিল গাভু মাঠে নেমে পড়েন। তখনই ক্যামেরার লেন্স ঘুরে যায় গাভুর দিকে। তাঁর মাঠে নামার কারণ দক্ষিণ আফ্রিকা দলে পর্যাপ্ত ক্রিকেটারের অভাব। কিউইদের বিপক্ষে ম্যাচটির জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছিল প্রোটিয়ারা। মাঠে নামার মতো প্রোটিয়াদের আর কোনও ক্রিকেটার না থাকায় অগত্যা ফিল্ডিং করতে নেমেছেন গাভু। কদিন আগেই সাদা বলের ক্রিকেটে ফিল্ডিং কোচ হিসেবে তাঁকে নিযুক্ত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটির জন্য প্রোটিয়ারা ১৩ সদস্যের ক্রিকেটারের নাম ঘোষণা করেছিল। কিন্তু জেরাল্ড কোয়েটজি চোটে পড়ায় ছিটকে যান চ্যাম্পিয়নস ট্রফির দল থেকেই। সেকারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রিকেটার নেমে আসে ১২-তে। তাছাড়া এইডেন মার্করাম, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবস, রাসি ফন ডার ডাসেন, মার্কো ইয়ানসেন-এই ৭ ক্রিকেটারের ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল। তাঁদের এই দেরি হওয়ার কারণ ঘরোয়া টুর্নামেন্ট এসএ টোয়েন্টি। তবে তাঁরা এখন আগেভাগেই পাকিস্তান যাচ্ছেন বলে শোনা গেছে। করাচিতে আগামীকাল মুখোমুখি হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা।
লাহোরে পাকিস্তানকে চলতি সপ্তাহের শনিবার ৭৮ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। একই মাঠে গতকাল কিউইরা ৬ উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুটি ম্যাচ দাপটের সঙ্গে জিতে ফাইনাল নিশ্চিত করেছে কিউইরা। করাচিতে আগামীকাল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের জয়ী দল ১৪ ফেব্রুয়ারি ফাইনালে কিউইদের মুখোমুখি হবে।
আরও পড়ুন:

মাঠে কোচদের খেলতে নামার ঘটনা নতুন কিছু নয়। চোট বা অন্য কোনো কারণে যখন খেলোয়াড়দের সংখ্যা কম থাকে, অনেকটা বাধ্য হয়েই কোচকে নেমে যেতে হয়। দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচকে গতকাল লাহোরে ফিল্ডিং করতে হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে।
ত্রিদেশীয় সিরিজে গতকাল নিউজিল্যান্ড ৩০৫ রানের লক্ষ্যে ব্যাটিং করছে। কিউইদের ইনিংসে ৩৭ তম ওভারে দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচ ওয়ান্দিল গাভু মাঠে নেমে পড়েন। তখনই ক্যামেরার লেন্স ঘুরে যায় গাভুর দিকে। তাঁর মাঠে নামার কারণ দক্ষিণ আফ্রিকা দলে পর্যাপ্ত ক্রিকেটারের অভাব। কিউইদের বিপক্ষে ম্যাচটির জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছিল প্রোটিয়ারা। মাঠে নামার মতো প্রোটিয়াদের আর কোনও ক্রিকেটার না থাকায় অগত্যা ফিল্ডিং করতে নেমেছেন গাভু। কদিন আগেই সাদা বলের ক্রিকেটে ফিল্ডিং কোচ হিসেবে তাঁকে নিযুক্ত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটির জন্য প্রোটিয়ারা ১৩ সদস্যের ক্রিকেটারের নাম ঘোষণা করেছিল। কিন্তু জেরাল্ড কোয়েটজি চোটে পড়ায় ছিটকে যান চ্যাম্পিয়নস ট্রফির দল থেকেই। সেকারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রিকেটার নেমে আসে ১২-তে। তাছাড়া এইডেন মার্করাম, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবস, রাসি ফন ডার ডাসেন, মার্কো ইয়ানসেন-এই ৭ ক্রিকেটারের ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল। তাঁদের এই দেরি হওয়ার কারণ ঘরোয়া টুর্নামেন্ট এসএ টোয়েন্টি। তবে তাঁরা এখন আগেভাগেই পাকিস্তান যাচ্ছেন বলে শোনা গেছে। করাচিতে আগামীকাল মুখোমুখি হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা।
লাহোরে পাকিস্তানকে চলতি সপ্তাহের শনিবার ৭৮ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। একই মাঠে গতকাল কিউইরা ৬ উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুটি ম্যাচ দাপটের সঙ্গে জিতে ফাইনাল নিশ্চিত করেছে কিউইরা। করাচিতে আগামীকাল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের জয়ী দল ১৪ ফেব্রুয়ারি ফাইনালে কিউইদের মুখোমুখি হবে।
আরও পড়ুন:

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৮ ঘণ্টা আগে