নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিরিজে টিকে থাকতে বাংলাদেশের এখন জয়ের কোনো বিকল্প নেই। শ্রীলঙ্কার বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশের জন্য ‘বাঁচা-মরা’র লড়াই। এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন এনেছে সফরকারীরা।
ডাম্বুলায় আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ফিল্ডিং নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা। এই ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের একাদশে রয়েছে তিন পরিবর্তন। নাঈম শেখ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের পরিবর্তে এসেছেন জাকের আলী অনিক, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার বিপক্ষে আজ বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন স্পিনার ও তিন পেসার নিয়ে। যেখানে আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও শামীম পাটোয়ারী। শেষের দিকে শামীমের ক্যামিও ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দুই স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন। রিশাদের ব্যাটিংটাও কার্যকরী হতে পারে। পেস বোলিং লাইনআপে দুই বাঁহাতি পেসার শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশের বিপক্ষে আজ জিতলেই এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করবে শ্রীলঙ্কা। স্বাগতিকেরা খেলতে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে। ব্যাটিং লাইনআপে আছেন দুই ‘কুশল’ কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে কুশল মেন্ডিসের হাতে। ব্যাটিং লাইনআপে অধিনায়ক আসালাঙ্কাসহ আরও থাকছেন পাথুম নিশাংকা, আভিস্কা ফার্নান্দো। স্পিন বোলিং লাইনআপে লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসের সঙ্গে থাকছেন মাহিশ তিকশানা। আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে ও দাসুন শানাকা।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কার একাদশ
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাংকা, আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা, দাসুন শানাকা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), জেফরি ভ্যান্ডারসে, মাহিশ তিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা, চামিকা করুণারত্নে

সিরিজে টিকে থাকতে বাংলাদেশের এখন জয়ের কোনো বিকল্প নেই। শ্রীলঙ্কার বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশের জন্য ‘বাঁচা-মরা’র লড়াই। এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন এনেছে সফরকারীরা।
ডাম্বুলায় আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ফিল্ডিং নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা। এই ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের একাদশে রয়েছে তিন পরিবর্তন। নাঈম শেখ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের পরিবর্তে এসেছেন জাকের আলী অনিক, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার বিপক্ষে আজ বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন স্পিনার ও তিন পেসার নিয়ে। যেখানে আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও শামীম পাটোয়ারী। শেষের দিকে শামীমের ক্যামিও ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দুই স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন। রিশাদের ব্যাটিংটাও কার্যকরী হতে পারে। পেস বোলিং লাইনআপে দুই বাঁহাতি পেসার শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশের বিপক্ষে আজ জিতলেই এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করবে শ্রীলঙ্কা। স্বাগতিকেরা খেলতে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে। ব্যাটিং লাইনআপে আছেন দুই ‘কুশল’ কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে কুশল মেন্ডিসের হাতে। ব্যাটিং লাইনআপে অধিনায়ক আসালাঙ্কাসহ আরও থাকছেন পাথুম নিশাংকা, আভিস্কা ফার্নান্দো। স্পিন বোলিং লাইনআপে লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসের সঙ্গে থাকছেন মাহিশ তিকশানা। আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে ও দাসুন শানাকা।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কার একাদশ
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাংকা, আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা, দাসুন শানাকা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), জেফরি ভ্যান্ডারসে, মাহিশ তিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা, চামিকা করুণারত্নে

৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
৩৭ মিনিট আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
১ ঘণ্টা আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
৩ ঘণ্টা আগে