
টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে নামার আগে প্রস্তুতির প্রথম পরীক্ষায় ভালোভাবেই নিজেদের পরখ করে নিয়েছে বাংলাদেশ। ওমান 'এ' দলকে ৬০ রানে হারিয়েছেন লিটন দাস-মুশফিকুর রহিমরা।
মাসকাটের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশের দেওয়া ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ওমান। প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন নাসুম আহমেদ। রানের খাতা খোলার আগেই বাঁহাতি স্পিনারের বলে আফিফ হোসেনের হাতে ক্যাচ দেন অক্ষয় প্যাটেল (০)।
শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ওমান 'এ' দল। ৪৩ রান করা শোয়াইব খান এক প্রান্ত আগলে রাখলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মরুর দলটি।
ওমান 'এ' পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করা শোয়াইব ফিরে যান রানআউটে কাটা পড়েন।
এরপর মোহাম্মদ সাইফউদ্দিন খররুম নাওয়াজকে (১১) বোল্ড করলে ৭৬ রানে ৬ উইকেট হারায় স্বাগতিকেরা। তারা ম্যাচ থেকে ছিটকে যায় তখনই।
বাকি ব্যাটাররা পরে শুধু ব্যবধান কমিয়েছেন। শেষ পর্যন্ত ওমান 'এ' ইনিংস থামে ৯ উইকেটে ১৪৭ রানে।
এর আগে টস হেরে ব্যাটিং করা বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন এ ম্যাচের অধিনায়ক লিটন দাস (৫৩) ও মোহাম্মদ নাঈম (৬৩*)। তাঁদের উদ্বোধনী জুটি থেকে আসে ১০২ রান। শুরুর মতো শেষটা রাঙিয়েছেন নুরুল হাসান সোহান আর শামীম পাটোয়ারী। এই দুজনের বিস্ফোরক ব্যাটিংয়ে ২০৭ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
সোহান ১৫ বলে ৪৯ আর শামীম ১০ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। দুই ওপেনার ও সোহান শামিমের প্রস্তুতিটা ভালো হলেও এদিন ব্যর্থ হয়েছেন মিডল অর্ডারের ব্যাটাররা।সব পাওয়ার প্রস্তুতি ম্যাচে না পাওয়া বলতে এটাই।দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনিনি সৌম্য সরকার (৮) , মুশফিকুর রহিম (০) আর আফিফ হোসেন (৬)। মুশফিক তো ফিরেছেন প্রথম বলেই।
মূল পর্বের আগে বাংলাদেশ আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে অবশ্য মুশফিক সৌমরা আরও একবার নিজেদের ঝাকিয়ে নেওয়ার সুযোগ পাবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে নামার আগে প্রস্তুতির প্রথম পরীক্ষায় ভালোভাবেই নিজেদের পরখ করে নিয়েছে বাংলাদেশ। ওমান 'এ' দলকে ৬০ রানে হারিয়েছেন লিটন দাস-মুশফিকুর রহিমরা।
মাসকাটের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশের দেওয়া ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ওমান। প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন নাসুম আহমেদ। রানের খাতা খোলার আগেই বাঁহাতি স্পিনারের বলে আফিফ হোসেনের হাতে ক্যাচ দেন অক্ষয় প্যাটেল (০)।
শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ওমান 'এ' দল। ৪৩ রান করা শোয়াইব খান এক প্রান্ত আগলে রাখলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মরুর দলটি।
ওমান 'এ' পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করা শোয়াইব ফিরে যান রানআউটে কাটা পড়েন।
এরপর মোহাম্মদ সাইফউদ্দিন খররুম নাওয়াজকে (১১) বোল্ড করলে ৭৬ রানে ৬ উইকেট হারায় স্বাগতিকেরা। তারা ম্যাচ থেকে ছিটকে যায় তখনই।
বাকি ব্যাটাররা পরে শুধু ব্যবধান কমিয়েছেন। শেষ পর্যন্ত ওমান 'এ' ইনিংস থামে ৯ উইকেটে ১৪৭ রানে।
এর আগে টস হেরে ব্যাটিং করা বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন এ ম্যাচের অধিনায়ক লিটন দাস (৫৩) ও মোহাম্মদ নাঈম (৬৩*)। তাঁদের উদ্বোধনী জুটি থেকে আসে ১০২ রান। শুরুর মতো শেষটা রাঙিয়েছেন নুরুল হাসান সোহান আর শামীম পাটোয়ারী। এই দুজনের বিস্ফোরক ব্যাটিংয়ে ২০৭ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
সোহান ১৫ বলে ৪৯ আর শামীম ১০ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। দুই ওপেনার ও সোহান শামিমের প্রস্তুতিটা ভালো হলেও এদিন ব্যর্থ হয়েছেন মিডল অর্ডারের ব্যাটাররা।সব পাওয়ার প্রস্তুতি ম্যাচে না পাওয়া বলতে এটাই।দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনিনি সৌম্য সরকার (৮) , মুশফিকুর রহিম (০) আর আফিফ হোসেন (৬)। মুশফিক তো ফিরেছেন প্রথম বলেই।
মূল পর্বের আগে বাংলাদেশ আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে অবশ্য মুশফিক সৌমরা আরও একবার নিজেদের ঝাকিয়ে নেওয়ার সুযোগ পাবে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৫ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৮ ঘণ্টা আগে