Ajker Patrika

এবার দুর্দান্ত সাকিবকে দেখা গেল

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১১: ৫৮
এবার দুর্দান্ত সাকিবকে দেখা গেল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এবারের টুর্নামেন্টে খেলতে গিয়ে শুরুটা ভালো হয়নি সাকিব আল হাসানের। তবে তৃতীয় ম্যাচে নিজের জাত চেনালেন বিশ্বসেরা অলরাউন্ডার। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৩৭ রানে হারিয়েছে তাঁর দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

অনেক দিন পর এমন চেনা রূপে ফিরলেন সাকিব। সব বিভাগে ভালো খেলে গায়ানাকে ম্যাচ জিতিয়েছেন তিনি। তাঁর বোলিং তোপে ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৬ রানে অলআউট হয়েছে নাইট রাইডার্স। প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তিন ব্যাটারকে আউট করেছেন তিনি। নিজের প্রথম ওভারে এসে টিম সেইফার্টকে আউট করে শুরুটা করেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার। এরপর আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনকে আউটও করেছেন তিনি। দুর্দান্ত ফিল্ডিংয়ে নিকোলাস পুরানকে রানআউটও করেছেন সাকিব। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। নাইট রাইডার্সের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন অলরাউন্ডার সামিত প্যাটেল। 

প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ে ‘গোল্ডেন ডাক’ মারলেও আজ অসাধারণ ব্যাটিং করেছেন সাকিব। পূর্বের মতো ৪ নম্বর ব্যাটিং পজিশনে নেমে ২৫ বলে ৩৫ রান করেছেন এই অলরাউন্ডার। নারাইনের বলে আউট হওয়ার আগে তিনি ইনিংসটি সাজিয়েছিলেন ৪টি চার ও ১টি ছক্কায়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন রহমতউল্লাহ গুরবাজ। ৬ ছক্কায় ৬০ রান করেন আফগানিস্তানের এই ব্যাটার। শেষ দিকে ওডিন স্মিথের ৭ বলে ২২ রানের ক্যামিও ইনিংসে ১৭৩ রান করে গায়ানা। 

এমন অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। ৯ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে তাঁর দল গায়ানা। তিনি দলে যোগ দেওয়ার আগে পয়েন্ট তালিকার সবার নিচে ছিল গায়ানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত