ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের জার্সিতে গত ১০ মাস ধরে খেলার সুযোগ পাচ্ছেন না সাকিব আল হাসান। এমনকি দেশের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলার সৌভাগ্যও তাঁর হয়নি। কিন্তু ক্রিকেট থেকে তো তিনি বিচ্ছিন্ন নন। দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যায় বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে।
সেন্ট কিটসে পরশু বাংলাদেশ সময় ভোর পাঁচটায় অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস-সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটরিয়টস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। এই সিপিএলেও সাকিব তেমন নিয়মিত নন। সবশেষ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন ২০২২ সালে। তিন বছর পর খেলতে যাওয়া সিপিএলে সাকিবকে নিয়েছে অ্যান্টিগা। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে। ক্যাপশনে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘বাংলাদেশের আকাশ থেকে আমাদের বাজপাখি মাত্র এসে পৌঁছেছেন। আপনাকে মাঠে দেখতে তর সইছে না সাকিব আল হাসান।’
সাকিবকে মাঠে দেখতে যেমন অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের তর সইছে না, তেমনি তিনিও খেলতে উন্মুখ হয়ে আছেন। অ্যান্টিগার ভিডিও বার্তায় সাকিব বলেন, সাকিব বলেছেন, ‘এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে। অ্যান্টিগাতে এসেছি। ভীষণ রোমাঞ্চিত। সিপিএলে খেলতে উন্মুখ হয়ে আছি। আগেও বেশ কয়েকবার বিভিন্ন দলে খেলার সৌভাগ্য হয়েছে। এই বছরটাও আমার হবে বলে আশা করি।’ ব্যাটিংটা সাকিবের দীর্ঘদিন ধরে ভালো হচ্ছে না। বোলিংয়েও তিনি তেমন একটা ধারাবাহিক নন। বোলার না ব্যাটার, কোন বিভাগে বেশি ভালো—এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘দুই বিভাগেই যেন অবদান রাখতে পারি অ্যান্টিগার হয়ে, সেই চেষ্টা করছি।’
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে পরশু খেলতে নামবে সাকিবের অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। এই টুর্নামেন্টে হোমগ্রাউন্ড হিসেবে দলটি খেলবে অ্যান্টিগার নর্ত সাউন্ডে। স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে কিংবদন্তি স্যার আইজ্যাক ভিভিয়ান রিচার্ডসের নামে। কিংবদন্তি ক্রিকেটারের নামে এই স্টেডিয়ামে খেলাটা রোমাঞ্চকর বলে মনে করেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘ক্যারিবিয়ানে অনেক কিংবদন্তি ক্রিকেটার আছেন। স্যার ভিভিয়ান রিচার্ডস তেমনই একজন। এমন স্টেডিয়ামে খেলতে পারা দারুণ কিছু। আশা করি, তাঁর সঙ্গে দেখা করে অভিজ্ঞতা শেয়ার করব।’
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব সবশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্টে। তারপর বিপিএলে না খেললেও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন। পিএসএলে তিনি ভালো না খেললেও তাঁর দল লাহোর কালান্দার্স হয়েছে চ্যাম্পিয়ন। এমনকি বিভিন্ন টি-টেন টুর্নামেন্টেও খেলেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

বাংলাদেশের জার্সিতে গত ১০ মাস ধরে খেলার সুযোগ পাচ্ছেন না সাকিব আল হাসান। এমনকি দেশের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলার সৌভাগ্যও তাঁর হয়নি। কিন্তু ক্রিকেট থেকে তো তিনি বিচ্ছিন্ন নন। দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যায় বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে।
সেন্ট কিটসে পরশু বাংলাদেশ সময় ভোর পাঁচটায় অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস-সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটরিয়টস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। এই সিপিএলেও সাকিব তেমন নিয়মিত নন। সবশেষ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন ২০২২ সালে। তিন বছর পর খেলতে যাওয়া সিপিএলে সাকিবকে নিয়েছে অ্যান্টিগা। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে। ক্যাপশনে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘বাংলাদেশের আকাশ থেকে আমাদের বাজপাখি মাত্র এসে পৌঁছেছেন। আপনাকে মাঠে দেখতে তর সইছে না সাকিব আল হাসান।’
সাকিবকে মাঠে দেখতে যেমন অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের তর সইছে না, তেমনি তিনিও খেলতে উন্মুখ হয়ে আছেন। অ্যান্টিগার ভিডিও বার্তায় সাকিব বলেন, সাকিব বলেছেন, ‘এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে। অ্যান্টিগাতে এসেছি। ভীষণ রোমাঞ্চিত। সিপিএলে খেলতে উন্মুখ হয়ে আছি। আগেও বেশ কয়েকবার বিভিন্ন দলে খেলার সৌভাগ্য হয়েছে। এই বছরটাও আমার হবে বলে আশা করি।’ ব্যাটিংটা সাকিবের দীর্ঘদিন ধরে ভালো হচ্ছে না। বোলিংয়েও তিনি তেমন একটা ধারাবাহিক নন। বোলার না ব্যাটার, কোন বিভাগে বেশি ভালো—এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘দুই বিভাগেই যেন অবদান রাখতে পারি অ্যান্টিগার হয়ে, সেই চেষ্টা করছি।’
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে পরশু খেলতে নামবে সাকিবের অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। এই টুর্নামেন্টে হোমগ্রাউন্ড হিসেবে দলটি খেলবে অ্যান্টিগার নর্ত সাউন্ডে। স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে কিংবদন্তি স্যার আইজ্যাক ভিভিয়ান রিচার্ডসের নামে। কিংবদন্তি ক্রিকেটারের নামে এই স্টেডিয়ামে খেলাটা রোমাঞ্চকর বলে মনে করেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘ক্যারিবিয়ানে অনেক কিংবদন্তি ক্রিকেটার আছেন। স্যার ভিভিয়ান রিচার্ডস তেমনই একজন। এমন স্টেডিয়ামে খেলতে পারা দারুণ কিছু। আশা করি, তাঁর সঙ্গে দেখা করে অভিজ্ঞতা শেয়ার করব।’
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব সবশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্টে। তারপর বিপিএলে না খেললেও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন। পিএসএলে তিনি ভালো না খেললেও তাঁর দল লাহোর কালান্দার্স হয়েছে চ্যাম্পিয়ন। এমনকি বিভিন্ন টি-টেন টুর্নামেন্টেও খেলেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
১০ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
১১ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
১২ ঘণ্টা আগে