
আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত অভিষেক হয়েছে তানজিম হাসান সাকিবের। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ২ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে ভবিষ্যতে আরও ভালো কিছু করার ইঙ্গিত দিয়েছেন উদীয়মান এই পেসার। তবে সামাজিকমাধ্যমে দেওয়া অতীতের এক পোস্ট তাঁর সুখের সময় উপভোগে বাধা হয়ে দাঁড়িয়েছে।
কিছুদিন ধরে তানজিমের দেওয়া পোস্ট নিয়ে বাংলাদেশে তোলপাড় শুরু হয়েছে। বিসিবির কাছে অবশ্য ইতিমধ্যে আজ পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। তাঁর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তানজিম কাউকে আঘাত করার উদ্দেশে দেননি বলে জানিয়েছেন জালাল ইউনুস।
তানজিমের দেওয়া আজকের বক্তব্যের সঙ্গে একাত্মা প্রকাশ করেছেন মেহেদী হাসান মিরাজ। সামাজিকমাধ্যমে এক পোস্ট দিয়ে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। ২০ বছর বয়সী পেসারকে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে তিনি।
মিরাজ লিখেছেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়তো তোমার উপস্থাপনটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যাসন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারীবিদ্বেষের কথা তো এখানে আসেই না।’
শুধু পাশেই দাঁড়াননি ভবিষ্যতের জন্যও তানজিমকে শুভেচ্ছা জানিয়েছেন মিরাজ। ২৫ বছর বয়সী অফ স্পিন অলরাউন্ডার লিখেছেন, ‘সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইল, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’

আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত অভিষেক হয়েছে তানজিম হাসান সাকিবের। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ২ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে ভবিষ্যতে আরও ভালো কিছু করার ইঙ্গিত দিয়েছেন উদীয়মান এই পেসার। তবে সামাজিকমাধ্যমে দেওয়া অতীতের এক পোস্ট তাঁর সুখের সময় উপভোগে বাধা হয়ে দাঁড়িয়েছে।
কিছুদিন ধরে তানজিমের দেওয়া পোস্ট নিয়ে বাংলাদেশে তোলপাড় শুরু হয়েছে। বিসিবির কাছে অবশ্য ইতিমধ্যে আজ পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। তাঁর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তানজিম কাউকে আঘাত করার উদ্দেশে দেননি বলে জানিয়েছেন জালাল ইউনুস।
তানজিমের দেওয়া আজকের বক্তব্যের সঙ্গে একাত্মা প্রকাশ করেছেন মেহেদী হাসান মিরাজ। সামাজিকমাধ্যমে এক পোস্ট দিয়ে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। ২০ বছর বয়সী পেসারকে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে তিনি।
মিরাজ লিখেছেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়তো তোমার উপস্থাপনটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যাসন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারীবিদ্বেষের কথা তো এখানে আসেই না।’
শুধু পাশেই দাঁড়াননি ভবিষ্যতের জন্যও তানজিমকে শুভেচ্ছা জানিয়েছেন মিরাজ। ২৫ বছর বয়সী অফ স্পিন অলরাউন্ডার লিখেছেন, ‘সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইল, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
১০ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
১০ ঘণ্টা আগে