
আজ পয়েলা বৈশাখ। কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন লিটন দাস। নতুন বছর যেন সবার জীবনে নতুন দিগন্ত বয়ে আনে, ফেসবুকে এমনটি জানিয়েছেন তিনি।
আজ লিটনের জীবনেও ‘নতুন দিগন্ত’ দেখা যেতে পারে। রাতে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে যে তাঁর দল কলকাতা মুখোমুখি হবে। ঘরের মাঠের ম্যাচটি নিয়ে নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন লিটন। তবে কথা হচ্ছে, আজ আইপিএলে বাংলাদেশি ব্যাটারের অভিষেক হবে তো? কিংবা কলকাতার হয়ে তাঁর আজ খেলার সম্ভাবনাই-বা কতটুকু?
আপাতদৃষ্টিতে উত্তরটা সহজ। রাতে সুযোগ পাওয়ার সম্ভাবনাই কম লিটনের। তাঁর পজিশনে খুব ভালো না করলেও একবারে খারাপ করছে না রহমতউল্লাহ গুরবাজ। তিন ম্যাচে এক ফিফটিতে ৯৪ রান করেছেন আফগান ওপেনার। ১৩০.৫৫ স্ট্রাইক রেটকেও বলা যায় টি-টোয়েন্টির জন্য মানান সই।
তবে কলকাতাকে ভালো শুরু এনে দিতে পারেনি কোনো ওপেনিং জুটিই। এখন পর্যন্ত তিন ম্যাচেই গুরবাজের ওপেনিং সঙ্গী ছিলেন ভারতের তিন ব্যাটার মানদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার ও নারায়ণ জাগাদিসন। তাঁরা কেউই দলকে স্বস্তির খবর দিতে পারেননি। তাঁদের মধ্যে গত ম্যাচে তিনে নেমে দুর্দান্ত ৮৩ রানে ইনিংস খেলেছে আইয়ার। কলকাতা ম্যানেজমেন্ট হয়তো চাইবে না বাঁহাতি ব্যাটারের পজিশন পরিবর্তন করতে। সে ক্ষেত্রে দুই বিদেশি ওপেনার দিয়েই ইনিংস শুরু করতে চাইবে কলকাতার কোচিং প্যানেল।
এতেই সুযোগ পেতে পারেন লিটন। তবে, এখানেও যদি-কিন্তু আছে। কদিন আগে সাকিব আল হাসান ও শ্রেয়াস আইয়ারের জায়গায় জেসন রয়কে নিয়েছে কলকাতা। ইংলিশ ওপেনার রয়কে টেক্কা দিয়ে লিটন সুযোগ পাবেন কি না, সেটাও দেখতে হবে। তবে পারফরম্যান্সে নিরিখে দলের সতীর্থের চেয়ে এগিয়েই আছেন লিটন। কলকাতার অনুশীলনেও লিটনের প্রতি বাড়তি মনোযোগ দেখা গেছে কলকাতার ম্যানেজমেন্টের। এখন দেখার বিষয় দুয়ে দুয়ে চার হয় কি না।
যদি ওপেনিংয়ে দুই বিদেশি ব্যাটার নামায়, তাহলে কলকাতার বিদেশি কোটা পূরণে আর দুটি জায়গা অবশিষ্ট থাকবে। সে ক্ষেত্রে সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলের সঙ্গে শেষ ম্যাচে খেলা লকি ফার্গুসনের কপাল পুড়তে পারে। নিজের প্রথম ম্যাচে বোলিংও খারাপ করেছেন কিউই ফাস্ট বোলার। ৪ ওভার ৪০ রান দিয়েছেন তিনি।
দুই ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড় দলের অটোমেটিক চয়েস হলেও রাসেলের পারফরম্যান্স কলকাতাকে ভাবাচ্ছে। ৩ ম্যাচে মাত্র ৩৬ রান করেছেন তিনি। বোলিংয়ে ১ ওভারও হাত ঘুরাননি। এই অলরাউন্ডারকেও আজকের ম্যাচে বসিয়ে রাখতে পারে কলকাতা। তবে তাঁর মতো বিধ্বংসী ক্রিকেটারকে বসিয়ে রাখার ঝুঁকি দল নেবে কি না, প্রশ্ন রয়েছে।
এত ধাঁধার উত্তর মিলিয়ে এখন দেখার বিষয়, আজ লিটনের আইপিএল অভিষেক হয় কি না।

আজ পয়েলা বৈশাখ। কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন লিটন দাস। নতুন বছর যেন সবার জীবনে নতুন দিগন্ত বয়ে আনে, ফেসবুকে এমনটি জানিয়েছেন তিনি।
আজ লিটনের জীবনেও ‘নতুন দিগন্ত’ দেখা যেতে পারে। রাতে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে যে তাঁর দল কলকাতা মুখোমুখি হবে। ঘরের মাঠের ম্যাচটি নিয়ে নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন লিটন। তবে কথা হচ্ছে, আজ আইপিএলে বাংলাদেশি ব্যাটারের অভিষেক হবে তো? কিংবা কলকাতার হয়ে তাঁর আজ খেলার সম্ভাবনাই-বা কতটুকু?
আপাতদৃষ্টিতে উত্তরটা সহজ। রাতে সুযোগ পাওয়ার সম্ভাবনাই কম লিটনের। তাঁর পজিশনে খুব ভালো না করলেও একবারে খারাপ করছে না রহমতউল্লাহ গুরবাজ। তিন ম্যাচে এক ফিফটিতে ৯৪ রান করেছেন আফগান ওপেনার। ১৩০.৫৫ স্ট্রাইক রেটকেও বলা যায় টি-টোয়েন্টির জন্য মানান সই।
তবে কলকাতাকে ভালো শুরু এনে দিতে পারেনি কোনো ওপেনিং জুটিই। এখন পর্যন্ত তিন ম্যাচেই গুরবাজের ওপেনিং সঙ্গী ছিলেন ভারতের তিন ব্যাটার মানদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার ও নারায়ণ জাগাদিসন। তাঁরা কেউই দলকে স্বস্তির খবর দিতে পারেননি। তাঁদের মধ্যে গত ম্যাচে তিনে নেমে দুর্দান্ত ৮৩ রানে ইনিংস খেলেছে আইয়ার। কলকাতা ম্যানেজমেন্ট হয়তো চাইবে না বাঁহাতি ব্যাটারের পজিশন পরিবর্তন করতে। সে ক্ষেত্রে দুই বিদেশি ওপেনার দিয়েই ইনিংস শুরু করতে চাইবে কলকাতার কোচিং প্যানেল।
এতেই সুযোগ পেতে পারেন লিটন। তবে, এখানেও যদি-কিন্তু আছে। কদিন আগে সাকিব আল হাসান ও শ্রেয়াস আইয়ারের জায়গায় জেসন রয়কে নিয়েছে কলকাতা। ইংলিশ ওপেনার রয়কে টেক্কা দিয়ে লিটন সুযোগ পাবেন কি না, সেটাও দেখতে হবে। তবে পারফরম্যান্সে নিরিখে দলের সতীর্থের চেয়ে এগিয়েই আছেন লিটন। কলকাতার অনুশীলনেও লিটনের প্রতি বাড়তি মনোযোগ দেখা গেছে কলকাতার ম্যানেজমেন্টের। এখন দেখার বিষয় দুয়ে দুয়ে চার হয় কি না।
যদি ওপেনিংয়ে দুই বিদেশি ব্যাটার নামায়, তাহলে কলকাতার বিদেশি কোটা পূরণে আর দুটি জায়গা অবশিষ্ট থাকবে। সে ক্ষেত্রে সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলের সঙ্গে শেষ ম্যাচে খেলা লকি ফার্গুসনের কপাল পুড়তে পারে। নিজের প্রথম ম্যাচে বোলিংও খারাপ করেছেন কিউই ফাস্ট বোলার। ৪ ওভার ৪০ রান দিয়েছেন তিনি।
দুই ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড় দলের অটোমেটিক চয়েস হলেও রাসেলের পারফরম্যান্স কলকাতাকে ভাবাচ্ছে। ৩ ম্যাচে মাত্র ৩৬ রান করেছেন তিনি। বোলিংয়ে ১ ওভারও হাত ঘুরাননি। এই অলরাউন্ডারকেও আজকের ম্যাচে বসিয়ে রাখতে পারে কলকাতা। তবে তাঁর মতো বিধ্বংসী ক্রিকেটারকে বসিয়ে রাখার ঝুঁকি দল নেবে কি না, প্রশ্ন রয়েছে।
এত ধাঁধার উত্তর মিলিয়ে এখন দেখার বিষয়, আজ লিটনের আইপিএল অভিষেক হয় কি না।

ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
৪১ মিনিট আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
১ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
১ ঘণ্টা আগে
সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
১৩ ঘণ্টা আগে