ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। ভারতের বিপক্ষে সেই টেস্টের পর নানা ঘটনা পরিক্রমায় বাংলাদেশের জার্সিতে সাকিবের ফেরাটা অসম্ভবই হয়ে পড়েছে। তবু সাকিবের প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে বারবার।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে জিতিয়েছিলেন সাকিব। এই ম্যাচেই অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইমড আউট’ করেছিলেন সাকিব। বহুল আলোচিত এই ম্যাচ জিতেই চ্যাম্পিয়নস ট্রফির টিকিটটা চলে আসে বাংলাদেশের হাতের মুঠোয়। তবে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে এই তারকা অলরাউন্ডারকে ছাড়াই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে জিজ্ঞেস করা হলে পাল্টা প্রশ্ন ছুড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরুর আগে আজ শান্তর কাছে প্রশ্ন, চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের না থাকাটা কি বাংলাদেশের পক্ষে চিন্তার কারণ? বাংলাদেশ অধিনায়কের উত্তর, ‘জ্বি না।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মুশফিক, মাহমুদউল্লাহ দুজনেই অবসর নিয়েছেন। এবারের চ্যাম্পিয়নস ট্রফির পর আইসিসির পরবর্তী ওয়ানডে ইভেন্ট ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। সেই সময় মাহমুদউল্লাহ ও মুশফিকের বয়স হবে ৪১ ও ৪০ বছর। ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি তো আরও পরের কথা। ততদিনে হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরে চলে যাবেন দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার।
চ্যাম্পিয়নস ট্রফিই কি মাহমুদউল্লাহ-মুশফিকের শেষ আইসিসি ইভেন্ট কি না, আজ সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর কাছে এসেছে সেই প্রশ্ন। শান্ত বলেন, ‘রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কথা যেটা বললেন আমি মনে করছি না সেভাবে চিন্তা করছেন (সম্ভাব্য শেষ আইসিসি ইভেন্ট কি না)। এখনো তারা খেলাটা উপভোগ করছেন। এই টুর্নামেন্ট শেষ হওয়ার বোঝা যাবে, ভবিষ্যতে কী হবে। তবে আমি আশা করি, তাদের অভিজ্ঞতা এখানে দেখাবেন।’
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অন্যতম এক অভিজ্ঞ দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা ৬ ক্রিকেটারই আছেন এবারের টুর্নামেন্টে বাংলাদেশ দলে। ১৫ ক্রিকেটারের ওয়ানডে ম্যাচের গড় হিসেব করলে সেটা হয় ৬৭.৬৭। দুবাইয়ে আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচের পর গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ বাংলাদেশকে খেলতে হবে রাওয়ালপিন্ডিতে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি শান্ত-মুশফিকরা খেলবেন নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে।

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। ভারতের বিপক্ষে সেই টেস্টের পর নানা ঘটনা পরিক্রমায় বাংলাদেশের জার্সিতে সাকিবের ফেরাটা অসম্ভবই হয়ে পড়েছে। তবু সাকিবের প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে বারবার।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে জিতিয়েছিলেন সাকিব। এই ম্যাচেই অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইমড আউট’ করেছিলেন সাকিব। বহুল আলোচিত এই ম্যাচ জিতেই চ্যাম্পিয়নস ট্রফির টিকিটটা চলে আসে বাংলাদেশের হাতের মুঠোয়। তবে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে এই তারকা অলরাউন্ডারকে ছাড়াই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে জিজ্ঞেস করা হলে পাল্টা প্রশ্ন ছুড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরুর আগে আজ শান্তর কাছে প্রশ্ন, চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের না থাকাটা কি বাংলাদেশের পক্ষে চিন্তার কারণ? বাংলাদেশ অধিনায়কের উত্তর, ‘জ্বি না।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মুশফিক, মাহমুদউল্লাহ দুজনেই অবসর নিয়েছেন। এবারের চ্যাম্পিয়নস ট্রফির পর আইসিসির পরবর্তী ওয়ানডে ইভেন্ট ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। সেই সময় মাহমুদউল্লাহ ও মুশফিকের বয়স হবে ৪১ ও ৪০ বছর। ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি তো আরও পরের কথা। ততদিনে হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরে চলে যাবেন দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার।
চ্যাম্পিয়নস ট্রফিই কি মাহমুদউল্লাহ-মুশফিকের শেষ আইসিসি ইভেন্ট কি না, আজ সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর কাছে এসেছে সেই প্রশ্ন। শান্ত বলেন, ‘রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কথা যেটা বললেন আমি মনে করছি না সেভাবে চিন্তা করছেন (সম্ভাব্য শেষ আইসিসি ইভেন্ট কি না)। এখনো তারা খেলাটা উপভোগ করছেন। এই টুর্নামেন্ট শেষ হওয়ার বোঝা যাবে, ভবিষ্যতে কী হবে। তবে আমি আশা করি, তাদের অভিজ্ঞতা এখানে দেখাবেন।’
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অন্যতম এক অভিজ্ঞ দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা ৬ ক্রিকেটারই আছেন এবারের টুর্নামেন্টে বাংলাদেশ দলে। ১৫ ক্রিকেটারের ওয়ানডে ম্যাচের গড় হিসেব করলে সেটা হয় ৬৭.৬৭। দুবাইয়ে আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচের পর গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ বাংলাদেশকে খেলতে হবে রাওয়ালপিন্ডিতে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি শান্ত-মুশফিকরা খেলবেন নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে