ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটের আক্ষেপের একেকটা নাম যেন নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন। কেউ সুযোগ কাজে না লাগানোর কারণে থিতু হতে পারেননি দলে। আবার কেউ নানা বিতর্কে হারিয়ে ফেলেছেন নিজেকে।
ক্যারিয়ারে দারুণ ছন্দে থাকা অবস্থায় ছিটকে পড়েন নাসির। বাংলাদেশ দলে ক্লিন হিটারের অভাব ছিল, সাব্বির দলে এসে দেখিয়েছিলেন সম্ভাবনা। কিন্তু তিনিও হারিয়ে গেলেন। পরবর্তী সময় ২০২২ সালে সাকিব আল হাসান অধিনায়ক থাকা অবস্থায় টি-টোয়েন্টিতে আবারও তাঁকে সুযোগ দিয়েছিলেন নির্বাচকেরা। তবে লাইফলাইন কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় আর ফেরা হয়নি তাঁর।
ইমরুল কায়েস শেষ পাঁচ ইনিংসে তিনটি সেঞ্চুরি ও একটি ৯০ রানের ইনিংস আছে। শেষ দুটি ম্যাচে সুবিধা করতে পারেননি। বাদ পড়লেন দল থেকে। তারপর আর তাঁকে সুযোগ দেননি নির্বাচকেরা। যথেষ্ট সুযোগ পেয়ে ব্যর্থ ছিলেন মিঠুনও।
অভিজ্ঞ অলরাউন্ডার সাকিবও এই ক্রিকেটারদের ‘দুর্ভাগা’ মনে করেন। আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের ফেসবুক পেজ থেকে সাকিবের সাক্ষাৎকারের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানেই তাঁর কাছে উপস্থাপক জানতে চান বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটারদের নাম।
সাকিবও রাখঢাক না রেখেই বললেন, ‘নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস—এ রকম আরও অনেক খেলোয়াড় আছে। এ রকম আসলে অনেক অনেক...। এটা নির্বাচকেরা ভালো উত্তর দিতে পারবেন। এ রকম অনেক খেলোয়াড়ই আছে যারা দুর্ভাগা, আপনি যাদের নাম বললেন সঙ্গে মিঠুন—আরও অনেক খেলোয়াড়ই আছে যাদের ক্যারিয়ার অনেক ছোট ছিল, হয়তো আরও ভালো করতে পারত।’
সাকিবের মতে, ‘সব খেলোয়াড় সমান সুযোগ পায় না। কেউ বেশি, কেউ কম। সাকিব বললেন এটাই যথেষ্ট সুযোগ, ‘আসলে খেলাটাই এমন। ওই যে আপনার ১৫ জন নির্বাচন করতে হবে, তারপর ১১ জন। সেখান থেকে যারা সুযোগ পায় আসলে, তাদের পারফর্ম করারও একটা দায়িত্ব আছে আসলে। কেউ বলতে পারে, কেউ কম সুযোগ পেয়েছে। যা ঘটে, সবাই আসলে একরকম সুযোগ পায় না। এটা দেওয়াও আসলে সম্ভব না।’
নির্বাচকদের আস্থারও একটা ব্যাপার থাকে বললেন সাকিব, ‘আপনার দল, আপনি দল চালাচ্ছেন, সবাইকে আপনি একভাবে বিশ্বাসও করতে পারবেন না, একভাবে সুযোগও দিতে পারবেন না। কাউকে এক ম্যাচ পর মনে হবে, না একে দিয়ে মনে হয় হবে না। আবার কাউকে দেখে মনে হবে না ও পারবে। এ ব্যাপারটা আসলে থাকে। এটা ভুল কিছু না।’
সুযোগ যা-ই দেওয়া হোক, কাজে লাগতে হবে—এটাই মূল কথা বললে সাকিব, ‘যেটা হচ্ছে, কেউ কম সুযোগ পাবে কেউ বেশি সুযোগ পাবে। যে কম পাচ্ছে, তার জন্য সেটাই যথেষ্ট সুযোগ, যে বেশি পাচ্ছে তার জন্য ওটাই যথেষ্ট। ওখান থেকেই একজন খেলোয়াড়ের দায়িত্ব নিজেকে কীভাবে মেলে ধরতে পারবে।’

বাংলাদেশ ক্রিকেটের আক্ষেপের একেকটা নাম যেন নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন। কেউ সুযোগ কাজে না লাগানোর কারণে থিতু হতে পারেননি দলে। আবার কেউ নানা বিতর্কে হারিয়ে ফেলেছেন নিজেকে।
ক্যারিয়ারে দারুণ ছন্দে থাকা অবস্থায় ছিটকে পড়েন নাসির। বাংলাদেশ দলে ক্লিন হিটারের অভাব ছিল, সাব্বির দলে এসে দেখিয়েছিলেন সম্ভাবনা। কিন্তু তিনিও হারিয়ে গেলেন। পরবর্তী সময় ২০২২ সালে সাকিব আল হাসান অধিনায়ক থাকা অবস্থায় টি-টোয়েন্টিতে আবারও তাঁকে সুযোগ দিয়েছিলেন নির্বাচকেরা। তবে লাইফলাইন কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় আর ফেরা হয়নি তাঁর।
ইমরুল কায়েস শেষ পাঁচ ইনিংসে তিনটি সেঞ্চুরি ও একটি ৯০ রানের ইনিংস আছে। শেষ দুটি ম্যাচে সুবিধা করতে পারেননি। বাদ পড়লেন দল থেকে। তারপর আর তাঁকে সুযোগ দেননি নির্বাচকেরা। যথেষ্ট সুযোগ পেয়ে ব্যর্থ ছিলেন মিঠুনও।
অভিজ্ঞ অলরাউন্ডার সাকিবও এই ক্রিকেটারদের ‘দুর্ভাগা’ মনে করেন। আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের ফেসবুক পেজ থেকে সাকিবের সাক্ষাৎকারের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানেই তাঁর কাছে উপস্থাপক জানতে চান বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটারদের নাম।
সাকিবও রাখঢাক না রেখেই বললেন, ‘নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস—এ রকম আরও অনেক খেলোয়াড় আছে। এ রকম আসলে অনেক অনেক...। এটা নির্বাচকেরা ভালো উত্তর দিতে পারবেন। এ রকম অনেক খেলোয়াড়ই আছে যারা দুর্ভাগা, আপনি যাদের নাম বললেন সঙ্গে মিঠুন—আরও অনেক খেলোয়াড়ই আছে যাদের ক্যারিয়ার অনেক ছোট ছিল, হয়তো আরও ভালো করতে পারত।’
সাকিবের মতে, ‘সব খেলোয়াড় সমান সুযোগ পায় না। কেউ বেশি, কেউ কম। সাকিব বললেন এটাই যথেষ্ট সুযোগ, ‘আসলে খেলাটাই এমন। ওই যে আপনার ১৫ জন নির্বাচন করতে হবে, তারপর ১১ জন। সেখান থেকে যারা সুযোগ পায় আসলে, তাদের পারফর্ম করারও একটা দায়িত্ব আছে আসলে। কেউ বলতে পারে, কেউ কম সুযোগ পেয়েছে। যা ঘটে, সবাই আসলে একরকম সুযোগ পায় না। এটা দেওয়াও আসলে সম্ভব না।’
নির্বাচকদের আস্থারও একটা ব্যাপার থাকে বললেন সাকিব, ‘আপনার দল, আপনি দল চালাচ্ছেন, সবাইকে আপনি একভাবে বিশ্বাসও করতে পারবেন না, একভাবে সুযোগও দিতে পারবেন না। কাউকে এক ম্যাচ পর মনে হবে, না একে দিয়ে মনে হয় হবে না। আবার কাউকে দেখে মনে হবে না ও পারবে। এ ব্যাপারটা আসলে থাকে। এটা ভুল কিছু না।’
সুযোগ যা-ই দেওয়া হোক, কাজে লাগতে হবে—এটাই মূল কথা বললে সাকিব, ‘যেটা হচ্ছে, কেউ কম সুযোগ পাবে কেউ বেশি সুযোগ পাবে। যে কম পাচ্ছে, তার জন্য সেটাই যথেষ্ট সুযোগ, যে বেশি পাচ্ছে তার জন্য ওটাই যথেষ্ট। ওখান থেকেই একজন খেলোয়াড়ের দায়িত্ব নিজেকে কীভাবে মেলে ধরতে পারবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
৩৯ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
৩ ঘণ্টা আগে