
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি ৯ মাস। এর আগেই টুর্নামেন্টের ভেন্যুগুলোর নাম চূড়ান্ত করে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আগামী বছর হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সাত ভেন্যুর নাম গতকাল নিশ্চিত করেছে আইসিসি। অ্যান্টিগা, বার্বাডোজ, ডমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইন্স—এই সাত ভেন্যুতে হবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের টুর্নামেন্ট। আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, ‘আমরা খুব আনন্দিত যে বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের সাতটি ভেন্যুর নাম জানাচ্ছি। ২০ দল খেলবে এই টুর্নামেন্টে। তৃতীয়বারের মতো ছেলেদের আইসিসির বড় ইভেন্ট হতে যাচ্ছে এটা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও সাত আয়োজক সরকারকে ধন্যবাদ দিচ্ছি ক্রিকেটের প্রতি তাদের দারুণ সমর্থনের কারণে।’
নকআউট ম্যাচগুলো কোথায় হবে তা অবশ্য আইসিসি জানায়নি। তবে ক্রিকইনফো জানতে পেরেছে, গায়ানা, বার্বাডোজ, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে হতে পারে সুপার এইট ও ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ আয়োজনের দৌড়ে এগিয়ে আছে ত্রিনিদাদের তারুবায় ব্রায়ান লারা স্টেডিয়াম ও বার্বাডোজের কেনসিংটন ওভাল। যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে হতে পারে শুধুই গ্রুপ পর্বের ম্যাচ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি, নিউইয়র্কের নাসাউ কাউন্টি-যুক্তরাষ্ট্রের এই তিন ভেন্যুতে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০ দলের। এরই মধ্যে ১৫ দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। আয়োজক হওয়ায় সরাসরি খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই আট দল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটে থেকে শেষ করেছিল। বাংলাদেশ, আফগানিস্তান দল দুটি গত বিশ্বকাপ শেষে র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকায় আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে। কোয়ালিফায়ার থেকে উঠে এসেছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পিএনজি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি ৯ মাস। এর আগেই টুর্নামেন্টের ভেন্যুগুলোর নাম চূড়ান্ত করে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আগামী বছর হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সাত ভেন্যুর নাম গতকাল নিশ্চিত করেছে আইসিসি। অ্যান্টিগা, বার্বাডোজ, ডমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইন্স—এই সাত ভেন্যুতে হবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের টুর্নামেন্ট। আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, ‘আমরা খুব আনন্দিত যে বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের সাতটি ভেন্যুর নাম জানাচ্ছি। ২০ দল খেলবে এই টুর্নামেন্টে। তৃতীয়বারের মতো ছেলেদের আইসিসির বড় ইভেন্ট হতে যাচ্ছে এটা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও সাত আয়োজক সরকারকে ধন্যবাদ দিচ্ছি ক্রিকেটের প্রতি তাদের দারুণ সমর্থনের কারণে।’
নকআউট ম্যাচগুলো কোথায় হবে তা অবশ্য আইসিসি জানায়নি। তবে ক্রিকইনফো জানতে পেরেছে, গায়ানা, বার্বাডোজ, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে হতে পারে সুপার এইট ও ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ আয়োজনের দৌড়ে এগিয়ে আছে ত্রিনিদাদের তারুবায় ব্রায়ান লারা স্টেডিয়াম ও বার্বাডোজের কেনসিংটন ওভাল। যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে হতে পারে শুধুই গ্রুপ পর্বের ম্যাচ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি, নিউইয়র্কের নাসাউ কাউন্টি-যুক্তরাষ্ট্রের এই তিন ভেন্যুতে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০ দলের। এরই মধ্যে ১৫ দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। আয়োজক হওয়ায় সরাসরি খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই আট দল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটে থেকে শেষ করেছিল। বাংলাদেশ, আফগানিস্তান দল দুটি গত বিশ্বকাপ শেষে র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকায় আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে। কোয়ালিফায়ার থেকে উঠে এসেছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পিএনজি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
৩৩ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে