
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি ৯ মাস। এর আগেই টুর্নামেন্টের ভেন্যুগুলোর নাম চূড়ান্ত করে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আগামী বছর হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সাত ভেন্যুর নাম গতকাল নিশ্চিত করেছে আইসিসি। অ্যান্টিগা, বার্বাডোজ, ডমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইন্স—এই সাত ভেন্যুতে হবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের টুর্নামেন্ট। আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, ‘আমরা খুব আনন্দিত যে বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের সাতটি ভেন্যুর নাম জানাচ্ছি। ২০ দল খেলবে এই টুর্নামেন্টে। তৃতীয়বারের মতো ছেলেদের আইসিসির বড় ইভেন্ট হতে যাচ্ছে এটা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও সাত আয়োজক সরকারকে ধন্যবাদ দিচ্ছি ক্রিকেটের প্রতি তাদের দারুণ সমর্থনের কারণে।’
নকআউট ম্যাচগুলো কোথায় হবে তা অবশ্য আইসিসি জানায়নি। তবে ক্রিকইনফো জানতে পেরেছে, গায়ানা, বার্বাডোজ, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে হতে পারে সুপার এইট ও ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ আয়োজনের দৌড়ে এগিয়ে আছে ত্রিনিদাদের তারুবায় ব্রায়ান লারা স্টেডিয়াম ও বার্বাডোজের কেনসিংটন ওভাল। যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে হতে পারে শুধুই গ্রুপ পর্বের ম্যাচ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি, নিউইয়র্কের নাসাউ কাউন্টি-যুক্তরাষ্ট্রের এই তিন ভেন্যুতে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০ দলের। এরই মধ্যে ১৫ দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। আয়োজক হওয়ায় সরাসরি খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই আট দল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটে থেকে শেষ করেছিল। বাংলাদেশ, আফগানিস্তান দল দুটি গত বিশ্বকাপ শেষে র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকায় আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে। কোয়ালিফায়ার থেকে উঠে এসেছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পিএনজি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি ৯ মাস। এর আগেই টুর্নামেন্টের ভেন্যুগুলোর নাম চূড়ান্ত করে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আগামী বছর হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সাত ভেন্যুর নাম গতকাল নিশ্চিত করেছে আইসিসি। অ্যান্টিগা, বার্বাডোজ, ডমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইন্স—এই সাত ভেন্যুতে হবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের টুর্নামেন্ট। আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, ‘আমরা খুব আনন্দিত যে বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের সাতটি ভেন্যুর নাম জানাচ্ছি। ২০ দল খেলবে এই টুর্নামেন্টে। তৃতীয়বারের মতো ছেলেদের আইসিসির বড় ইভেন্ট হতে যাচ্ছে এটা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও সাত আয়োজক সরকারকে ধন্যবাদ দিচ্ছি ক্রিকেটের প্রতি তাদের দারুণ সমর্থনের কারণে।’
নকআউট ম্যাচগুলো কোথায় হবে তা অবশ্য আইসিসি জানায়নি। তবে ক্রিকইনফো জানতে পেরেছে, গায়ানা, বার্বাডোজ, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে হতে পারে সুপার এইট ও ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ আয়োজনের দৌড়ে এগিয়ে আছে ত্রিনিদাদের তারুবায় ব্রায়ান লারা স্টেডিয়াম ও বার্বাডোজের কেনসিংটন ওভাল। যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে হতে পারে শুধুই গ্রুপ পর্বের ম্যাচ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি, নিউইয়র্কের নাসাউ কাউন্টি-যুক্তরাষ্ট্রের এই তিন ভেন্যুতে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০ দলের। এরই মধ্যে ১৫ দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। আয়োজক হওয়ায় সরাসরি খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই আট দল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটে থেকে শেষ করেছিল। বাংলাদেশ, আফগানিস্তান দল দুটি গত বিশ্বকাপ শেষে র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকায় আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে। কোয়ালিফায়ার থেকে উঠে এসেছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পিএনজি।

অল্প পুঁজি নিয়েও সিলেট টাইটানসের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল রংপুর রাইডার্স। তাতে অবশ্য কাজের কাজ হয়নি। এলিমিনেটরে শেষ বলের নাটকীয়তায় মেহেদি হাসান মিরাজের দলের কাছে ২ উইকেটে হেরে বিপিএল থেকে বিদায় নিয়েছে রংপুর। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর উইকেট নিয়ে সমালোচনা করেছেন দলটির অধিনায়ক লিটন দাস।
৮ মিনিট আগে
হারলেই বাদ, জিতলেও ফাইনালে যেতে হলে পেরোতে হবে আরও এক ধাপ—মিরপুরে আজ দুপুরে রংপুর রাইডার্স-সিলেট টাইটানস খেলতে নেমেছে এই সমীকরণ মাথায় নিয়েই। স্কোরবোর্ডে বেশি রান না উঠলেও সিলেট-রংপুরের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। টানটান উত্তেজনায় পূর্ণ ম্যাচে শেষ বলে ছক্কা মেরে সিলেটকে ৩ উইকেটের জয় এনে দিলেন ক্রিস ওকস।
১ ঘণ্টা আগে
মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ভারতের মাঠে এবারই প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে কিউইরা। আটবারের চেষ্টায় কিউইরা সফল হলো যে অধিনায়কের নেতৃত্বে, এবার তাঁকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দল।
২ ঘণ্টা আগে
আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে নাটকীয়তা শেষে মরক্কোকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সেনেগাল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরে ফিফা র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে সাদিও মানেরা। আন্তর্জাতিক ফুটবল সংস্থা প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি করেছে সেনেগালিজরা।
২ ঘণ্টা আগে