Ajker Patrika

লঙ্কান প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটা, তদন্তে নেমেছে সরকার 

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ২০
লঙ্কান প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটা, তদন্তে নেমেছে সরকার 

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে ফিক্সাররা যেন ওঁৎ পেতে থাকে। সুযোগ পেলেই ম্যাচ গড়াপেটা করেন নিজেদের স্বার্থে। এর সঙ্গে তখন জড়িয়ে পড়েন ক্রিকেটাররাও। লঙ্কান প্রিমিয়ার লিগে এমন এক ঘটনার তদন্তে নেমেছে দেশটির সরকার। গড়াপেটার 'চেষ্টার' তদন্ত শুরু করা করেছে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রীর দুর্নীতি বিরোধী ইউনিট। 

জাতীয় দলের এক টপ অর্ডার ব্যাটার এই অভিযোগ করার পরেই তদন্ত শুরু হয়েছে। দুর্নীতি দমন ইউনিটের প্রধান জগত ফনসেকা বিষয়টি নিশ্চিত করেছেন। ফনসেকা জানিয়েছেন, ওই ব্যাটারকে ম্যাচ গড়াপেটা করার বিষয়ে চাপ প্রয়োগ করা হয়েছিল। 

ফনসেকা জানিয়েছেন, ‘ওই ব্যাটার আমাদের জানিয়েছে তাকে গড়াপেটার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল। একজন বড় ব্যবসায়ীর ছেলের পক্ষ থেকে তার কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। ওই ব্যবসায়ী আবার তাঁর এক বন্ধুর হয়ে এই কাজ করার চেষ্টা করেছে। আমরা তদন্ত শেষ করে বিষয়টি অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠিয়ে দিয়েছি।’ 

গত ডিসেম্বরে লঙ্কান প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ শেষ হয়েছে। পাঁচ দলীয় এই টুর্নামেন্টে দেশ বিদেশের একাধিক ক্রিকেটার অংশ নিয়েছিলেন। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে এর আগে আইপিএল ও বিপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল এবং তদন্তের পর প্রমাণও মিলেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত