Ajker Patrika

অ্যাডিলেড টেস্ট

অস্ট্রেলিয়ার গোলাপি দূর্গে চাপে ভারত

দিন শেষ করে ফিরেছেন ম্যাকসুইনি ও লাবুশেন। ছবি: এএফপি
দিন শেষ করে ফিরেছেন ম্যাকসুইনি ও লাবুশেন। ছবি: এএফপি

প্রবাদ আছে, ‘ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।’ ভারতেরও কী সেই দশা হলো না? আজ গোলাপী বল দেখতেই কেমন যেন আড়ষ্ট হয়ে গেল সফরকারীদের ব্যাটিং লাইনআপ। শীতে অবশ্য পুরোনো ব্যথা বাড়ে। সেই ব্যথার কথা যখন উঠল, ঠিক চার বছর আগের এক স্মৃতির কাছে ফেরা যাক।

অ্যাডিলেডে ২০২০ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিবারাত্রির ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউড হওয়ার লজ্জায় পড়ে ভারত। সেই টেস্টের পর দুই দল আবারও খেলতে নেমেছে গোলাপী বলে। এবারও সেই অ্যাডিলেডে। তবে আগের মতো ব্যাটিং বিপর্যয়ে পড়েনি ভারতীয়রা। টেনেটুনে ২৬৫ বল খেলে করেছে ১৮০ রান।

টেনেটুনে বলার কারণ, দুই লোয়ার অর্ডার ব্যাটার নিতিশ কুমার রেড্ডি (৪২) ও রবিচন্দ্রন অশ্বিন (২২) সপ্তম উইকেটে ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ৩২ রানের জুটি না গড়তে হয়তো আরও আগেই থামতে হতো ভারতকে। পার্থে সিরিজের প্রথম টেস্ট জয়ের পর নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও শুবমান গিলের ফেরা, জসপ্রীত বুমরার জন্মদিন—প্রেরণার অভাব অবশ্য ছিল না তাদের সামনে।

কিন্তু অ্যাডিলেড তো অজিদের দূর্গ (গোলাপি টেস্টে এখানে সাত ম্যাচে সাত জয় অজিদের)—সেখানে থাকবে পেসারদের দাপট। চার বছর আগে ভারতকে ধসিয়ে দিয়েছিলেন প্যাট কামিন্স-জশ হ্যাজলউড। আজ সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামা সফরকারীদের ব্যাটিং লাইনআপ এলোমেলো করে দিয়েছেন মিচেল স্টার্ক। চা বিরতির আগে বীরদর্পে গোলাপী বল উঁচিয়ে যখন অজি পেসার হাসিমুখে ড্রেসিংরুমে ফিরছেন, নামের পাশে জ্বলজ্বল করছে—৬/৪৮। টেস্টে এক ইনিংসে এটাই ক্যারিয়ার সেরা বোলিং তাঁর।

ইনিংসের প্রথম বলে দুর্দান্ত ইনসুইংয়ে যেভাবে ওপেনার যশস্বী জয়সওয়ালকে (০) এলবিডব্লুর ফাঁদে ফেলে ফিরিয়েছেন স্টার্ক—সেটিই যেন আত্মবিশ্বাস গুঁড়িয়ে দেয় ভারতের। তবে দ্বিতীয় উইকেটে ওপেনার লোকেশ রাহুল (৩৭) ও শুবমানের (৩১) ৬৯ রানের জুটি ধাক্কা কাটানোর আভাস দিলেও প্রথম সেশনেই হারিয়ে বসে ৪ উইকেট। দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি (৭) ও রোহিত শর্মা (৩) ব্যাটিং পজিশন পাল্টালেও রান পাননি। উইকেটরক্ষক ঋষভ পন্তও (২১) পারেননি চাপের মুখে দাঁড়িয়ে থাকতে।

অফসাইড অফে আবারও দুর্বলতা ধরা পড়েছে কোহলির। স্টার্কের বলে তিনি ও রাহুল যেভাবে ফিরেছেন সেটিকে কার্বন কপি বলায় যায়। অ্যাডিলেডে প্রথম দিনে পড়েছে মোট ১১ উইকেট। তার ১টি বুমরার। ৩৩ ওভারে ১ উইকেটে ৮৬ রানে দিন পার করা অজিদের একমাত্র উইকেট ওপেনার উসমান খাজাকে (১৩) ফিরেছেন তিনি। আগামীকাল ৯৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। ব্যাটিংয়ে আছেন ওপেনার নাথান ম্যাকসুইনি (৩৮) ও মার্নাস লাবুশেন (২০)।

টিটস বিটস

চতুর্থ ভারতীয় হিসেবে জন্মদিনে টেস্টে ডাক মারলেন ৩১ বছর বয়সে পা রাখা বুমরা। এই তালিকায় অপর তিন নাম—সৈয়দ কিরমানি, ভেঙ্কটপতি রাজু ও ইশান্ত শর্মা।

কপিল দেব ও জহির খানের পর তৃতীয় ভারতীয় পেসার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৫০ উইকেট পেলেন বুমরা।

৫০

কোহলিকে ফিরিয়ে প্রথম পেসার হিসেবে অ্যাডিলেড ওভালে উইকেটের ফিফটি করলেন স্টার্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত