ক্রীড়া ডেস্ক

মারনাস লাবুশেনকে বাদ দিয়ে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক প্যানেল। ফিরতেও বেশি সময় লাগল না তারকা ব্যাটারের। ক্যামেরন গ্রিনের ইনজুরিতে দলে ডাক পেলেন লাবুশেন।
সাইড স্ট্রেনের ইনজুরিতে পড়েছেন গ্রিন। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে এই ব্যাটিং অলরাউন্ডারকে বাদ দিয়েছে অস্ট্রেলিয়া। ইনজুরি খুব বেশি গুরুতর না হলেও অ্যাশেজের বিবেচনায় গ্রিনকে নিয়ে কোনো ধরনের ঝুঁকিতে যায়নি সিএ। তাঁর পরিবর্তে লাবুশেনকে দলে যুক্ত করা হয়েছে। কুইন্সল্যান্ডের হয়ে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলতে বর্তমানে অ্যাডিলেডে অবস্থান করছেন এই ব্যাটার। দলের সঙ্গে যোগ দিতে আগামীকাল অ্যাডিলেড থেকে পার্থের উদ্দেশ্যে রওনা দেবেন লাবুশেন।
মূলত ব্যাট হাতে অফফর্মে থাকায় ভারত সিরিজের দলে জায়গা হয়নি লাবুশেনের। সবশেষ ১০ ম্যাচে কোনো অর্ধশতকের দেখা পাননি ৩১ বছর বয়সী ক্রিকেটার। ভারত সিরিজের দলে জায়গায় না পেলেও ফর্মে ফিরতে বেশি সময় নেননি লাবুশেন। ঘরোয়া ক্রিকেটে সবশেষ ৫ ইনিংসে চারবারই পেয়েছেন সেঞ্চুরির দেখা। শেফিল্ড শিল্ড ও ওয়ানডে কাপে দুবার করে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান তিনি। গ্রিনের ইনজুরির পাশাপাশি দারুণ ফর্ম; সব মিলিয়ে বাদ পড়ার পর দলে ফিরতেও বেশি সময় নিলেন না লাবুশেন।
ইনজুরি থেকে সেরে উঠতে আপাতত পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন গ্রিন। আশা করা হচ্ছে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডের তৃতীয় রাউন্ডে মাঠে নামতে পারবেন ২৬ বছর বয়সী ক্রিকেটার।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘এই সপ্তাহে অনুশীলনের সময় গ্রিন সাইড স্ট্রেইনে চোট পেয়েছে। সে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছে। আপাতত গ্রিন পুনর্বাসনে সময় কাটাবেন। সেই সঙ্গে অ্যাশেজের প্রস্তুতি চালিয়ে যাওয়ার জন্য শেফিল্ড শিল্ডের তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে মাঠে ফেরার চেষ্টা করবেন।’

মারনাস লাবুশেনকে বাদ দিয়ে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক প্যানেল। ফিরতেও বেশি সময় লাগল না তারকা ব্যাটারের। ক্যামেরন গ্রিনের ইনজুরিতে দলে ডাক পেলেন লাবুশেন।
সাইড স্ট্রেনের ইনজুরিতে পড়েছেন গ্রিন। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে এই ব্যাটিং অলরাউন্ডারকে বাদ দিয়েছে অস্ট্রেলিয়া। ইনজুরি খুব বেশি গুরুতর না হলেও অ্যাশেজের বিবেচনায় গ্রিনকে নিয়ে কোনো ধরনের ঝুঁকিতে যায়নি সিএ। তাঁর পরিবর্তে লাবুশেনকে দলে যুক্ত করা হয়েছে। কুইন্সল্যান্ডের হয়ে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলতে বর্তমানে অ্যাডিলেডে অবস্থান করছেন এই ব্যাটার। দলের সঙ্গে যোগ দিতে আগামীকাল অ্যাডিলেড থেকে পার্থের উদ্দেশ্যে রওনা দেবেন লাবুশেন।
মূলত ব্যাট হাতে অফফর্মে থাকায় ভারত সিরিজের দলে জায়গা হয়নি লাবুশেনের। সবশেষ ১০ ম্যাচে কোনো অর্ধশতকের দেখা পাননি ৩১ বছর বয়সী ক্রিকেটার। ভারত সিরিজের দলে জায়গায় না পেলেও ফর্মে ফিরতে বেশি সময় নেননি লাবুশেন। ঘরোয়া ক্রিকেটে সবশেষ ৫ ইনিংসে চারবারই পেয়েছেন সেঞ্চুরির দেখা। শেফিল্ড শিল্ড ও ওয়ানডে কাপে দুবার করে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান তিনি। গ্রিনের ইনজুরির পাশাপাশি দারুণ ফর্ম; সব মিলিয়ে বাদ পড়ার পর দলে ফিরতেও বেশি সময় নিলেন না লাবুশেন।
ইনজুরি থেকে সেরে উঠতে আপাতত পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন গ্রিন। আশা করা হচ্ছে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডের তৃতীয় রাউন্ডে মাঠে নামতে পারবেন ২৬ বছর বয়সী ক্রিকেটার।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘এই সপ্তাহে অনুশীলনের সময় গ্রিন সাইড স্ট্রেইনে চোট পেয়েছে। সে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছে। আপাতত গ্রিন পুনর্বাসনে সময় কাটাবেন। সেই সঙ্গে অ্যাশেজের প্রস্তুতি চালিয়ে যাওয়ার জন্য শেফিল্ড শিল্ডের তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে মাঠে ফেরার চেষ্টা করবেন।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৮ ঘণ্টা আগে