নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পারফরম্যান্সের কারণে বিশ্বকাপের পরই বাদ পড়েছিলেন লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে দলের বাইরে ছিলেন তিনি। তবে বিপিএলে পারফর্ম করে আবারও আলোয় এসেছিলেন এই বাঁহাতি ব্যাটার। ছিটকে পড়ার ৩ মাস পরই দলে ডাক পেয়েই দুর্দান্ত অর্ধশতক তুলেছেন তিনি। তাতেই আফগানিস্তানের সামনে লড়াইয়ের পুঁজি দাঁড় করিয়েছে স্বাগতিকরা।
আজ বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে মাহমুদউল্লাহ রিয়াদরা।
শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈম (২)। আফগান পেসার ফজলহক ফারুকির ইনসুইংয়ে পরাস্ত হন তিনি। আম্পায়ারের লেগ বিফোরের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেও লাভ হয়নি তাঁর।
অন্যপাশে চার মেরে শুরু করে ভালো কিছুর আভাস দিয়েছিলেন অভিষিক্ত মুনিম শাহরিয়ার। কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে বলে বলে রানের ভারসাম্য ধরে রেখেছিলেন তিনি। তবে এই ওপেনারকে ঘূর্ণির ফাঁদে ফেলেন রশিদ খান। ১৮ বলে ১৭ রান করে রশিদের শিকার হন তিনি।
তিনে এসে হাল ধরেন লিটন দাস। তৃতীয় উইকেটের জুটিতে এই ব্যাটারকে সঙ্গে দিতে এসে ব্যর্থ হন সাকিব আল হাসান। ৫ রান করে সুইপ করতে গিয়ে মুজিব উর রহমানের হাতে ক্যাচ দেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। সাকিবের পর ব্যর্থ হন মাহমুদউল্লাহ রিয়াদও (১০)।
সিনিয়রদের আসা যাওয়ার ফাঁকে লিটনকে যোগ্য সঙ্গ দেন আফিফ হোসেন ধ্রুব। ১১ তম ওভারে ক্রিজে আসেন এই ব্যাটার। এরপর থেকে লিটনের সঙ্গে দারুণ জুটি গড়েন তিনি। এই যুগলের ৪৬ রানের জুটি ভাঙলে সাজঘরে ফেরেন লিটন। ৪৪ বলে ৬০ রান করে ফারুকির বলে ওমরজাইর ক্যাচবন্দি হন তিনি। তার আগে ৩৩ বলে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি হাঁকান লিটন।
পরের ওভারে আফিফকে (২৫) ফেরান ওমরজাই। শেষের দিকে মেহেদী হাসান ও ইয়াসির আলী রাব্বির ২১ রানের জুটিতে দেড়শো পেরিয়ে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। অভিষেক ম্যাচে ৮ রান করে রানআউট হন রাব্বি।

পারফরম্যান্সের কারণে বিশ্বকাপের পরই বাদ পড়েছিলেন লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে দলের বাইরে ছিলেন তিনি। তবে বিপিএলে পারফর্ম করে আবারও আলোয় এসেছিলেন এই বাঁহাতি ব্যাটার। ছিটকে পড়ার ৩ মাস পরই দলে ডাক পেয়েই দুর্দান্ত অর্ধশতক তুলেছেন তিনি। তাতেই আফগানিস্তানের সামনে লড়াইয়ের পুঁজি দাঁড় করিয়েছে স্বাগতিকরা।
আজ বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে মাহমুদউল্লাহ রিয়াদরা।
শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈম (২)। আফগান পেসার ফজলহক ফারুকির ইনসুইংয়ে পরাস্ত হন তিনি। আম্পায়ারের লেগ বিফোরের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেও লাভ হয়নি তাঁর।
অন্যপাশে চার মেরে শুরু করে ভালো কিছুর আভাস দিয়েছিলেন অভিষিক্ত মুনিম শাহরিয়ার। কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে বলে বলে রানের ভারসাম্য ধরে রেখেছিলেন তিনি। তবে এই ওপেনারকে ঘূর্ণির ফাঁদে ফেলেন রশিদ খান। ১৮ বলে ১৭ রান করে রশিদের শিকার হন তিনি।
তিনে এসে হাল ধরেন লিটন দাস। তৃতীয় উইকেটের জুটিতে এই ব্যাটারকে সঙ্গে দিতে এসে ব্যর্থ হন সাকিব আল হাসান। ৫ রান করে সুইপ করতে গিয়ে মুজিব উর রহমানের হাতে ক্যাচ দেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। সাকিবের পর ব্যর্থ হন মাহমুদউল্লাহ রিয়াদও (১০)।
সিনিয়রদের আসা যাওয়ার ফাঁকে লিটনকে যোগ্য সঙ্গ দেন আফিফ হোসেন ধ্রুব। ১১ তম ওভারে ক্রিজে আসেন এই ব্যাটার। এরপর থেকে লিটনের সঙ্গে দারুণ জুটি গড়েন তিনি। এই যুগলের ৪৬ রানের জুটি ভাঙলে সাজঘরে ফেরেন লিটন। ৪৪ বলে ৬০ রান করে ফারুকির বলে ওমরজাইর ক্যাচবন্দি হন তিনি। তার আগে ৩৩ বলে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি হাঁকান লিটন।
পরের ওভারে আফিফকে (২৫) ফেরান ওমরজাই। শেষের দিকে মেহেদী হাসান ও ইয়াসির আলী রাব্বির ২১ রানের জুটিতে দেড়শো পেরিয়ে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। অভিষেক ম্যাচে ৮ রান করে রানআউট হন রাব্বি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
৩ ঘণ্টা আগে