Ajker Patrika

একাদশে নেই মুশফিক, হেরেছে তাঁর দল

একাদশে নেই মুশফিক, হেরেছে তাঁর দল

জিম আফ্রো টি-১০ লিগে টানা তৃতীয় ম্যাচে হারল জোহানেসবার্গ বাফেলোস। আজ হারারে স্পোর্টস ক্লাবে নিজেদের চতুর্থ ম্যাচে হারারে হারিকেনসের বিপক্ষে ২ রানে হেরেছে তারা। হারারে হারিকেনসের দেওয়া ১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৪ রানে থামে বাফেলোস। 

আগের তিন ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেও এই ম্যাচে বাফেলোসের একাদশে সুযোগ পাননি মুশফিকুর রহিম। তিন ম্যাচে ১৬৮.৭৫ স্ট্রাইকরেটে ৮১ রান করেছিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর গড়ও নজরকাড়া—৮১। তিন ম্যাচে আউট হয়েছেন একবার। প্রথম ম্যাচেই বুলাওয়ে ব্রেভসের বিপক্ষে ২৩ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন মুশফিক। ওই ম্যাচে ১০ রানে জিতে তাঁর দলও দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেছিল। 

পরের ম্যাচে ডারবান কালন্দার্সের বিপক্ষে ১২ বলে ১৯ রান করেন মুশফিক। গতকাল কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষেও ১৩ বলে অপরাজিত ছিলেন ১৬ রানে। দুটি ম্যাচে হারে তাঁর দল বাফেলোস। দল হারলেও পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মুশফিক। তবু আজ হারারে হারিকেনসের বিপক্ষে একাদশে জায়গা হয়নি। 

টস জিতে হারারে হারিকেনসকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাফেলোসের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। রবিন উথাপ্পার ২০ বলে ৩১, এভিন লুইসের ৯ বলে ১৯ ও ইরফান পাঠানের ৮ বলে ১৫ রানের ইনিংসের সৌজন্যে ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৬ রান করে হারারে হারিকেনস। ২ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন নুর আহমেদ। 

জবাবে ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৪ রানে থেমে যায় বাফেলোস। ১৯ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি রবি বোপারা। শেষ ১২ বলে জিততে বাফেলোসের প্রয়োজন ছিল ২৪ রান। ১৯ তম ওভারে দক্ষিণ আফ্রিকান পেসার নান্দ্রে বার্গার ৬ রান দিয়ে তুলে নেন দুই উইকেট। মোহাম্মদ নবির করা শেষ ওভারে চার-ছক্কা মেরে ১৫ রানের বেশি তুলতে পারেননি ইংলিশ অলরাউন্ডার বোপারা। হারারে হারিকেনসের হয়ে বার্গার ২ ওভারে ১২ দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত