
জিম আফ্রো টি-১০ লিগে টানা তৃতীয় ম্যাচে হারল জোহানেসবার্গ বাফেলোস। আজ হারারে স্পোর্টস ক্লাবে নিজেদের চতুর্থ ম্যাচে হারারে হারিকেনসের বিপক্ষে ২ রানে হেরেছে তারা। হারারে হারিকেনসের দেওয়া ১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৪ রানে থামে বাফেলোস।
আগের তিন ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেও এই ম্যাচে বাফেলোসের একাদশে সুযোগ পাননি মুশফিকুর রহিম। তিন ম্যাচে ১৬৮.৭৫ স্ট্রাইকরেটে ৮১ রান করেছিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর গড়ও নজরকাড়া—৮১। তিন ম্যাচে আউট হয়েছেন একবার। প্রথম ম্যাচেই বুলাওয়ে ব্রেভসের বিপক্ষে ২৩ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন মুশফিক। ওই ম্যাচে ১০ রানে জিতে তাঁর দলও দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেছিল।
পরের ম্যাচে ডারবান কালন্দার্সের বিপক্ষে ১২ বলে ১৯ রান করেন মুশফিক। গতকাল কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষেও ১৩ বলে অপরাজিত ছিলেন ১৬ রানে। দুটি ম্যাচে হারে তাঁর দল বাফেলোস। দল হারলেও পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মুশফিক। তবু আজ হারারে হারিকেনসের বিপক্ষে একাদশে জায়গা হয়নি।
টস জিতে হারারে হারিকেনসকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাফেলোসের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। রবিন উথাপ্পার ২০ বলে ৩১, এভিন লুইসের ৯ বলে ১৯ ও ইরফান পাঠানের ৮ বলে ১৫ রানের ইনিংসের সৌজন্যে ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৬ রান করে হারারে হারিকেনস। ২ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন নুর আহমেদ।
জবাবে ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৪ রানে থেমে যায় বাফেলোস। ১৯ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি রবি বোপারা। শেষ ১২ বলে জিততে বাফেলোসের প্রয়োজন ছিল ২৪ রান। ১৯ তম ওভারে দক্ষিণ আফ্রিকান পেসার নান্দ্রে বার্গার ৬ রান দিয়ে তুলে নেন দুই উইকেট। মোহাম্মদ নবির করা শেষ ওভারে চার-ছক্কা মেরে ১৫ রানের বেশি তুলতে পারেননি ইংলিশ অলরাউন্ডার বোপারা। হারারে হারিকেনসের হয়ে বার্গার ২ ওভারে ১২ দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

জিম আফ্রো টি-১০ লিগে টানা তৃতীয় ম্যাচে হারল জোহানেসবার্গ বাফেলোস। আজ হারারে স্পোর্টস ক্লাবে নিজেদের চতুর্থ ম্যাচে হারারে হারিকেনসের বিপক্ষে ২ রানে হেরেছে তারা। হারারে হারিকেনসের দেওয়া ১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৪ রানে থামে বাফেলোস।
আগের তিন ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেও এই ম্যাচে বাফেলোসের একাদশে সুযোগ পাননি মুশফিকুর রহিম। তিন ম্যাচে ১৬৮.৭৫ স্ট্রাইকরেটে ৮১ রান করেছিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর গড়ও নজরকাড়া—৮১। তিন ম্যাচে আউট হয়েছেন একবার। প্রথম ম্যাচেই বুলাওয়ে ব্রেভসের বিপক্ষে ২৩ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন মুশফিক। ওই ম্যাচে ১০ রানে জিতে তাঁর দলও দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেছিল।
পরের ম্যাচে ডারবান কালন্দার্সের বিপক্ষে ১২ বলে ১৯ রান করেন মুশফিক। গতকাল কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষেও ১৩ বলে অপরাজিত ছিলেন ১৬ রানে। দুটি ম্যাচে হারে তাঁর দল বাফেলোস। দল হারলেও পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মুশফিক। তবু আজ হারারে হারিকেনসের বিপক্ষে একাদশে জায়গা হয়নি।
টস জিতে হারারে হারিকেনসকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাফেলোসের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। রবিন উথাপ্পার ২০ বলে ৩১, এভিন লুইসের ৯ বলে ১৯ ও ইরফান পাঠানের ৮ বলে ১৫ রানের ইনিংসের সৌজন্যে ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৬ রান করে হারারে হারিকেনস। ২ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন নুর আহমেদ।
জবাবে ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৪ রানে থেমে যায় বাফেলোস। ১৯ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি রবি বোপারা। শেষ ১২ বলে জিততে বাফেলোসের প্রয়োজন ছিল ২৪ রান। ১৯ তম ওভারে দক্ষিণ আফ্রিকান পেসার নান্দ্রে বার্গার ৬ রান দিয়ে তুলে নেন দুই উইকেট। মোহাম্মদ নবির করা শেষ ওভারে চার-ছক্কা মেরে ১৫ রানের বেশি তুলতে পারেননি ইংলিশ অলরাউন্ডার বোপারা। হারারে হারিকেনসের হয়ে বার্গার ২ ওভারে ১২ দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৩ ঘণ্টা আগে