
আন্তর্জাতিক ক্রিকেটকে ইয়ন মরগান বিদায় জানিয়েছিলেন গত বছর। এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরে গেলেন তিনি।
টুইটারে আজ অবসরের কথা জানিয়েছেন মরগান। ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘সব ধরনের ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। অনেক চিন্তাভাবনা করে দেখলাম, ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। মিডলসেক্সে খেলতে ২০০৫ সালে ইংল্যান্ডে এসেছি। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত এসএ টোয়েন্টি টুর্নামেন্ট—সব মুহূর্তই উপভোগ করেছি।’
সতীর্থ, কোচ ও ভক্তদের ধন্যবাদ জানিয়ে ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আজ আমি যে অবস্থায় আছি, সে জন্য সতীর্থ, কোচ, ভক্ত—সবাইকে ধন্যবাদ দিতেই হবে। ক্রিকেটের কারণে আমি বিশ্বের বিভিন্ন দেশে যেতে পেরেছি। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার কারণে অনেক স্মৃতি তৈরি হয়েছে। আজীবন তা মনে রাখব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারছি। তবু পেশাদার ক্রিকেটের রোমাঞ্চ ও চ্যালেঞ্জ খুব মিস করব।’
পেশাদার ক্রিকেট ছাড়লেও ক্রিকেটের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন মরগান। ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো খেলার সঙ্গে থাকব। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে কাজ করব। ভবিষ্যতের কথা ভেবে অনেক ভেবেচিন্তে এগোচ্ছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ডের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মরগান। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত আইরিশদের জার্সিতে ২৩ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। ২০০৭ বিশ্বকাপ মরগান খেলেছিলেন আয়ারল্যান্ডের হয়ে। এরপর ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৩ বছর খেলেছেন ইংল্যান্ডের হয়ে। ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান করেন তিনি। ২২৫ ম্যাচে ৩৯.৭৫ গড়ে ৬৯৭৫ রান করেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

আন্তর্জাতিক ক্রিকেটকে ইয়ন মরগান বিদায় জানিয়েছিলেন গত বছর। এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরে গেলেন তিনি।
টুইটারে আজ অবসরের কথা জানিয়েছেন মরগান। ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘সব ধরনের ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। অনেক চিন্তাভাবনা করে দেখলাম, ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। মিডলসেক্সে খেলতে ২০০৫ সালে ইংল্যান্ডে এসেছি। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত এসএ টোয়েন্টি টুর্নামেন্ট—সব মুহূর্তই উপভোগ করেছি।’
সতীর্থ, কোচ ও ভক্তদের ধন্যবাদ জানিয়ে ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আজ আমি যে অবস্থায় আছি, সে জন্য সতীর্থ, কোচ, ভক্ত—সবাইকে ধন্যবাদ দিতেই হবে। ক্রিকেটের কারণে আমি বিশ্বের বিভিন্ন দেশে যেতে পেরেছি। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার কারণে অনেক স্মৃতি তৈরি হয়েছে। আজীবন তা মনে রাখব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারছি। তবু পেশাদার ক্রিকেটের রোমাঞ্চ ও চ্যালেঞ্জ খুব মিস করব।’
পেশাদার ক্রিকেট ছাড়লেও ক্রিকেটের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন মরগান। ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো খেলার সঙ্গে থাকব। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে কাজ করব। ভবিষ্যতের কথা ভেবে অনেক ভেবেচিন্তে এগোচ্ছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ডের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মরগান। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত আইরিশদের জার্সিতে ২৩ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। ২০০৭ বিশ্বকাপ মরগান খেলেছিলেন আয়ারল্যান্ডের হয়ে। এরপর ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৩ বছর খেলেছেন ইংল্যান্ডের হয়ে। ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান করেন তিনি। ২২৫ ম্যাচে ৩৯.৭৫ গড়ে ৬৯৭৫ রান করেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ পড়ার ঘটনায় সমালোচনার ঝড় যেন থামছেই না। বিষয়টি নিয়ে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে দেশের ক্রিকেটেই। যেখানে জড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন তামিম ইকবালের নাম।
১ ঘণ্টা আগে
ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে পড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে উত্তেজনা চলছে ক্রিকেটবিশ্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক মনে করেন, মোস্তাফিজের জায়গায় লিটন দাস কিংবা সৌম্
২ ঘণ্টা আগে
পার্থ স্করচার্সের পর সিডনি থান্ডারের বিপক্ষে উইকেটের দেখা পাননি রিশাদ হোসেন। টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে বল হাতে নিজের সেরাটাই দিলেন এই লেগস্পিনার। দুর্দান্ত বোলিংয়ে আজ ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। এমন বোলিংয়ের পর হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান এলিসের প্রশংসা ক
২ ঘণ্টা আগে
১২৯ রানের লক্ষ্য বর্তমান টি-টোয়েন্টির বিচারে আহামরি কিছু নয়। তবে কখনো কখনো বোলাররা এতটাই দাপট দেখান যে ব্যাটারদের রান করতে রীতিমতো নাভিশ্বাস উঠে যায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচটা হয়েছে এমনই। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে চট্টগ্রাম।
৩ ঘণ্টা আগে