ক্রীড়া ডেস্ক

গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরির পর থেকে আর কোনো সুখবর নেই নাজমুল হোসেন শান্তর। কলম্বোতে দ্বিতীয় টেস্টে তাঁর নেতৃত্বে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। এই টেস্টের পর ছেড়েছেন অধিনায়কত্ব। এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাঁকে দিল আরেক দুঃসংবাদ।
কলম্বোর প্রেমাদাসায় এখন চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে। এই ওয়ানডে চলার সময়ই সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। হালনাগাদের পর টেস্টে পাঁচ ধাপ পিছিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ৩৪ নম্বরে শান্ত। তাঁর রেটিং পয়েন্ট ৫৯১। শ্রীলঙ্কার বিপক্ষে কদিন আগে শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ১০০ গড়ে করেছেন ৩০০ রান। শান্তর সতীর্থ মুশফিকুর রহিম টেস্টে পিছিয়েছেন এক ধাপ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ২৯ নম্বরে।
মুশফিকের মতো লিটনও পিছিয়েছেন এক ধাপ। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে লিটন এখন ৪১ নম্বরে। গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯১ রানের পর বলার মতো আর কিছুই করতে পারেননি। মুশফিক-শান্তদের অবনতির দিনে সুখবর পেয়েছেন তাইজুল ইসলাম। দুই ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ১৬ নম্বরে তাইজুল। তাঁর রেটিং পয়েন্ট ৬৭১। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ৯ উইকেট নিয়েছেন তিনি। সমান ৯ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী তাইজুল ও নাঈম হাসান।
টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আগের মতোই দুইয়ে মেহেদী হাসান মিরাজ। তাঁর রেটিং পয়েন্ট ৩০৫। ৩৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। সেরা দশের মধ্যে ৯টি জায়গাই অপরিবর্তিত। যেখানে এক ধাপ পিছিয়ে টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখন ৯ নম্বরে মিচেল স্টার্ক।
৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা। কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স আগের মতোই দুই ও তিনে আছেন। রাবাদা ও কামিন্সের রেটিং পয়েন্ট ৮৫৯ ও ৮৪৬। এক ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে চারে জশ হ্যাজলউড। তিনি এগিয়ে আসায় পিছিয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলী। এদিকে ৮৮৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে জো রুট। এক ধাপ এগিয়ে এখন টেস্ট র্যাঙ্কিংয়ের ছয় নম্বর ব্যাটার ঋষভ পন্ত। তাঁর রেটিং পয়েন্ট ৮০১। পন্তের কারণে এক ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছেন টেম্বা বাভুমা।
শান্ত যেদিন টেস্ট র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন, সেদিন আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ মাস পর উইকেটের দেখা পেয়েছেন। নিয়েছেন শ্রীলঙ্কার জানিথ লিয়ানাগের উইকেট। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ১৩৭ ম্যাচে ২২ ইনিংস বোলিং করে ২ উইকেট পেয়েছেন শান্ত। লঙ্কানদের বিপক্ষে ৪ ওভারে দিয়েছেন ৩২ রান।

গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরির পর থেকে আর কোনো সুখবর নেই নাজমুল হোসেন শান্তর। কলম্বোতে দ্বিতীয় টেস্টে তাঁর নেতৃত্বে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। এই টেস্টের পর ছেড়েছেন অধিনায়কত্ব। এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাঁকে দিল আরেক দুঃসংবাদ।
কলম্বোর প্রেমাদাসায় এখন চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে। এই ওয়ানডে চলার সময়ই সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। হালনাগাদের পর টেস্টে পাঁচ ধাপ পিছিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ৩৪ নম্বরে শান্ত। তাঁর রেটিং পয়েন্ট ৫৯১। শ্রীলঙ্কার বিপক্ষে কদিন আগে শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ১০০ গড়ে করেছেন ৩০০ রান। শান্তর সতীর্থ মুশফিকুর রহিম টেস্টে পিছিয়েছেন এক ধাপ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ২৯ নম্বরে।
মুশফিকের মতো লিটনও পিছিয়েছেন এক ধাপ। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে লিটন এখন ৪১ নম্বরে। গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯১ রানের পর বলার মতো আর কিছুই করতে পারেননি। মুশফিক-শান্তদের অবনতির দিনে সুখবর পেয়েছেন তাইজুল ইসলাম। দুই ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ১৬ নম্বরে তাইজুল। তাঁর রেটিং পয়েন্ট ৬৭১। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ৯ উইকেট নিয়েছেন তিনি। সমান ৯ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী তাইজুল ও নাঈম হাসান।
টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আগের মতোই দুইয়ে মেহেদী হাসান মিরাজ। তাঁর রেটিং পয়েন্ট ৩০৫। ৩৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। সেরা দশের মধ্যে ৯টি জায়গাই অপরিবর্তিত। যেখানে এক ধাপ পিছিয়ে টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখন ৯ নম্বরে মিচেল স্টার্ক।
৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা। কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স আগের মতোই দুই ও তিনে আছেন। রাবাদা ও কামিন্সের রেটিং পয়েন্ট ৮৫৯ ও ৮৪৬। এক ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে চারে জশ হ্যাজলউড। তিনি এগিয়ে আসায় পিছিয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলী। এদিকে ৮৮৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে জো রুট। এক ধাপ এগিয়ে এখন টেস্ট র্যাঙ্কিংয়ের ছয় নম্বর ব্যাটার ঋষভ পন্ত। তাঁর রেটিং পয়েন্ট ৮০১। পন্তের কারণে এক ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছেন টেম্বা বাভুমা।
শান্ত যেদিন টেস্ট র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন, সেদিন আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ মাস পর উইকেটের দেখা পেয়েছেন। নিয়েছেন শ্রীলঙ্কার জানিথ লিয়ানাগের উইকেট। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ১৩৭ ম্যাচে ২২ ইনিংস বোলিং করে ২ উইকেট পেয়েছেন শান্ত। লঙ্কানদের বিপক্ষে ৪ ওভারে দিয়েছেন ৩২ রান।

শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
৩৯ মিনিট আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই জাবি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চ
২ ঘণ্টা আগে
নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপে খেলতে না চাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ মুহূর্তে বেশ চাপে আছে। সবচেয়ে বেশি চাপে আছেন সম্ভবত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) কি স্বস্তিতে আছে? উত্তরটা যে হ্যাঁ-সূচক নয়, সেটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরই বলে দিচ্ছে।
২ ঘণ্টা আগে