
সংযুক্ত আরব আমিরাতকে দুটি টি-টোয়েন্টিতে হারিয়ে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। বিশ্বকাপের মিশন শুরুর আগে এই সিরিজে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করেছে টিম ম্যানেজমেন্টরা। তার মধ্যে অন্যতম ছিল মেক শিফট ওপেনার। মেক শিফট ওপেনার হিসেবে দুই ম্যাচেই ভালোই খেলেছেন মেহেদী হাসান মিরাজ। নিজেকে এই ভূমিকায় প্রমাণ করতে পেরে বেশ খুশি তিনি।
এশিয়া কাপের আগে মিরাজ আলোচনায় ছিলেন না টি-টোয়েন্টি সংস্করণে। তিনি হঠাৎ করে সুযোগ পেয়েছেন দলে। শেষ তিন ম্যাচে আবার খেললেন মেক শিফট ওপেনার হিসেবে। আরব আমিরাতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ার-সেরা ৪৬ রান করে ম্যাচ-সেরাও হয়েছেন তিনি। নিজের নতুন ভূমিকা সম্পর্কে তিনি বলেছেন, ‘সবচেয়ে বড় কথা, আমার ওপর ভরসা করা হয়েছে। যখন আমারর ওপর ভরসা করা হয়েছে, তখন আমি নিজেকেও বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ। সবার আস্থা থেকে নিজের ওপর বিশ্বাসটাও চলে এসেছে।’
ত্রিদেশীয় সিরিজ খেলেতে বাংলাদেশের মিশন এবার নিউজিল্যান্ড। এর পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই দুই ম্যাচ ভালো কাজে দেবে মনে করছেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডার বলেছেন, ‘প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা যে সুবিধা পেয়েছি, এটা খুব ভালো ছিল। আর আমরা যে ম্যাচ দুটো খেলেছি, এটা বিশ্বকাপে যাওয়ার আগে আত্মবিশ্বাস জোগাবে প্রত্যেক খেলোয়াড়ের জন্য। এই সাত দিন সবাই খুব ভালো কাজে লাগিয়েছে। ভালো প্রস্তুতি নিয়েছি সবাই।’
আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি কষ্টার্জিত ৭ রানের জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে ৩২ রানে হারায় বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতকে দুটি টি-টোয়েন্টিতে হারিয়ে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। বিশ্বকাপের মিশন শুরুর আগে এই সিরিজে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করেছে টিম ম্যানেজমেন্টরা। তার মধ্যে অন্যতম ছিল মেক শিফট ওপেনার। মেক শিফট ওপেনার হিসেবে দুই ম্যাচেই ভালোই খেলেছেন মেহেদী হাসান মিরাজ। নিজেকে এই ভূমিকায় প্রমাণ করতে পেরে বেশ খুশি তিনি।
এশিয়া কাপের আগে মিরাজ আলোচনায় ছিলেন না টি-টোয়েন্টি সংস্করণে। তিনি হঠাৎ করে সুযোগ পেয়েছেন দলে। শেষ তিন ম্যাচে আবার খেললেন মেক শিফট ওপেনার হিসেবে। আরব আমিরাতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ার-সেরা ৪৬ রান করে ম্যাচ-সেরাও হয়েছেন তিনি। নিজের নতুন ভূমিকা সম্পর্কে তিনি বলেছেন, ‘সবচেয়ে বড় কথা, আমার ওপর ভরসা করা হয়েছে। যখন আমারর ওপর ভরসা করা হয়েছে, তখন আমি নিজেকেও বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ। সবার আস্থা থেকে নিজের ওপর বিশ্বাসটাও চলে এসেছে।’
ত্রিদেশীয় সিরিজ খেলেতে বাংলাদেশের মিশন এবার নিউজিল্যান্ড। এর পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই দুই ম্যাচ ভালো কাজে দেবে মনে করছেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডার বলেছেন, ‘প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা যে সুবিধা পেয়েছি, এটা খুব ভালো ছিল। আর আমরা যে ম্যাচ দুটো খেলেছি, এটা বিশ্বকাপে যাওয়ার আগে আত্মবিশ্বাস জোগাবে প্রত্যেক খেলোয়াড়ের জন্য। এই সাত দিন সবাই খুব ভালো কাজে লাগিয়েছে। ভালো প্রস্তুতি নিয়েছি সবাই।’
আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি কষ্টার্জিত ৭ রানের জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে ৩২ রানে হারায় বাংলাদেশ।

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
১৩ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
৪০ মিনিট আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে