
লরা ভলভার্টের অধিনায়ক হওয়ার কথা শোনা যাচ্ছিল অনেক দিন। অবশেষে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের তিন সংস্করণের স্থায়ী অধিনায়ক হয়েছেন ভলভার্ট। তাঁকে অধিনায়ক করেই বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।
অভিজ্ঞ মারিজান কাপকে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে তিনি ওয়ানডে সিরিজে ফিরছেন। কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের মধ্যে চোটের কারণে টি-টোয়েন্টি দলে নেই আয়াবোঙ্গা খাকা, ক্লো ট্রায়ন ও নাদিনে দি ক্লার্ক। প্রথমবারের মতো ডাক পেয়েছেন আয়ান্দা লুবি ও এলিজ–মারি মার্কস। দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের নির্বাচকের আহবায়ক ক্লিনটন ডু প্রিজ বলেন, ‘লরা ভলভার্টকে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের ঘোষণা দিয়ে তরুণ ও অভিজ্ঞদের নিয়ে দল গড়া আমাদের ধারাবাহিক পরিকল্পনার অংশ। চোট ও নারী বিগ ব্যাশ লিগ (ডব্লুবিবিএল) থাকার কারণে কয়েকজন সিনিয়র খেলোয়াড় নেই আমাদের দলে। আগামী বছর বাংলাদেশে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে সাহায্য করবে।’
সাদা বলের ক্রিকেটে এখন পর্যন্ত ১৪৫ ম্যাচ খেলেছেন ভলভার্ট। যার মধ্যে ওয়ানডে খেলেছেন ৮৬টি ও ৫৯টি টি-টোয়েন্টি খেলেছেন। ৮৬ ওয়ানডেতে ৪৫.৬১ গড় ও ৬৮.৭০ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৪২১। ৪ সেঞ্চুরি ও ৩০ ফিফটি করেছেন। অন্যদিকে ৫৯ টি-টোয়েন্টিতে ৩২.৮২ গড় ও ১১১.৩৬ স্ট্রাইক রেটে করেন ১৩১৩ রান। ৯ ফিফটি করেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। এর আগে ৮ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি-সাদা বলের ক্রিকেটে ১৪ ম্যাচে অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন ভলভার্ট।
৩ ডিসেম্বর বেনোনিতে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ৬ ও ৮ ডিসেম্বর। দুটোই হবে কিম্বার্লিতে। এরপর ১৬,২০ ও ২৩ ডিসেম্বর হবে তিনটি ওয়ানডে ম্যাচ। ইস্ট লন্ডন, পচেফষ্ট্রুম ও বেনোনিতে হবে ওয়ানডে তিনটি।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার নারী টি-টোয়েন্টি ক্রিকেট দল: লরা ভলভার্ট (অধিনায়ক), অ্যানেকে বচ, তাজমিন ব্রিটস, অ্যানারি ডার্কসেন, মিকি দি রিডার, লারা গুডাল, আয়ান্দা লুবি, সিনালো জাফতা, মাসাবাতা ক্লাস, সুনে লুস, এলিজ–মারি মার্কস, ননকুলুলেকো ম্লাবা, তুমি সেখুখুনে, ননদুমিসো শানগাসে, দেলমি টাকার।

লরা ভলভার্টের অধিনায়ক হওয়ার কথা শোনা যাচ্ছিল অনেক দিন। অবশেষে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের তিন সংস্করণের স্থায়ী অধিনায়ক হয়েছেন ভলভার্ট। তাঁকে অধিনায়ক করেই বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।
অভিজ্ঞ মারিজান কাপকে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে তিনি ওয়ানডে সিরিজে ফিরছেন। কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের মধ্যে চোটের কারণে টি-টোয়েন্টি দলে নেই আয়াবোঙ্গা খাকা, ক্লো ট্রায়ন ও নাদিনে দি ক্লার্ক। প্রথমবারের মতো ডাক পেয়েছেন আয়ান্দা লুবি ও এলিজ–মারি মার্কস। দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের নির্বাচকের আহবায়ক ক্লিনটন ডু প্রিজ বলেন, ‘লরা ভলভার্টকে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের ঘোষণা দিয়ে তরুণ ও অভিজ্ঞদের নিয়ে দল গড়া আমাদের ধারাবাহিক পরিকল্পনার অংশ। চোট ও নারী বিগ ব্যাশ লিগ (ডব্লুবিবিএল) থাকার কারণে কয়েকজন সিনিয়র খেলোয়াড় নেই আমাদের দলে। আগামী বছর বাংলাদেশে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে সাহায্য করবে।’
সাদা বলের ক্রিকেটে এখন পর্যন্ত ১৪৫ ম্যাচ খেলেছেন ভলভার্ট। যার মধ্যে ওয়ানডে খেলেছেন ৮৬টি ও ৫৯টি টি-টোয়েন্টি খেলেছেন। ৮৬ ওয়ানডেতে ৪৫.৬১ গড় ও ৬৮.৭০ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৪২১। ৪ সেঞ্চুরি ও ৩০ ফিফটি করেছেন। অন্যদিকে ৫৯ টি-টোয়েন্টিতে ৩২.৮২ গড় ও ১১১.৩৬ স্ট্রাইক রেটে করেন ১৩১৩ রান। ৯ ফিফটি করেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। এর আগে ৮ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি-সাদা বলের ক্রিকেটে ১৪ ম্যাচে অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন ভলভার্ট।
৩ ডিসেম্বর বেনোনিতে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ৬ ও ৮ ডিসেম্বর। দুটোই হবে কিম্বার্লিতে। এরপর ১৬,২০ ও ২৩ ডিসেম্বর হবে তিনটি ওয়ানডে ম্যাচ। ইস্ট লন্ডন, পচেফষ্ট্রুম ও বেনোনিতে হবে ওয়ানডে তিনটি।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার নারী টি-টোয়েন্টি ক্রিকেট দল: লরা ভলভার্ট (অধিনায়ক), অ্যানেকে বচ, তাজমিন ব্রিটস, অ্যানারি ডার্কসেন, মিকি দি রিডার, লারা গুডাল, আয়ান্দা লুবি, সিনালো জাফতা, মাসাবাতা ক্লাস, সুনে লুস, এলিজ–মারি মার্কস, ননকুলুলেকো ম্লাবা, তুমি সেখুখুনে, ননদুমিসো শানগাসে, দেলমি টাকার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে বিষয়টি পরিষ্কার জানিয়ে দিয়েছে বিসিবি। তবে বিশ্বকাপ তো আর ক্রিকেটারদের নিয়ে সীমাবদ্ধ নয়। ম্যাচ পরিচালনায় থাকেন বিভিন্ন দেশের আম্পায়াররা
১১ ঘণ্টা আগে
টানা জয়ের ধারায় ছিল চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। গতকাল দুই দলের এই লড়াইয়ে চট্টগ্রামকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। চট্টগ্রামের দেওয়া ১৭০ রানের লক্ষ্য ৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে গেছে রংপুর।
১১ ঘণ্টা আগে
নিরাপত্তার অজুহাত দেখিয়ে মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিতে চিঠি দিয়েছে। আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মোস্তাফিজের
১৪ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে নেওয়ার পর হঠাৎ কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় তোপের মুখে পড়েছে ভারত। ভক্ত-সমর্থকেরা তো বটেই, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর ক্ষুব্ধ অনেক ক্রিকেটারও। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আইপিএল সম্প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে
১৫ ঘণ্টা আগে