
অবশেষে স্পিনার শোয়েব বশিরের ভিসা মঞ্জুর করেছে ভারত। এই সপ্তাহান্তেই তিনি ইংল্যান্ড টেস্ট দলের সঙ্গে যোগ দিতে পারবেন। তাঁর ভিসার ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয় বিবৃতি দেওয়ার পর এই জটিলতা কাটল।
প্রথমবার ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়ে রোমাঞ্চিত ছিলেন বশির। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ২০ বছর বয়সী এই অফ স্পিনারকে শুরুতে ভিসা দেয়নি ভারত। টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড দলের সঙ্গে গত রোববার বশিরের ভারতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ভিসা না পাওয়ায় বাধ্য হয়েই আবুধাবিতে অনেক অপেক্ষার পর গতকাল ইংল্যান্ডে ফিরে যান। তার এক দিন পর আজ বশিরের ভিসা মঞ্জুর করেছে ভারত।
এভাবে বশিরের দেশে ফিরে যাওয়ায় সমালোচনাও শুরু হয়। বিষয়টি নিয়ে কথা বলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তবে দেরিতে হলেও ভিসা সমস্যা সমাধান হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট (ইসিবি) বলেছে, ‘এই পরিস্থিতি সমাধান হওয়ায় আমার এখন আনন্দিত। শোয়েব বশির এখন ভিসা পেয়েছেন এবং এই সপ্তাহান্তে ভারত সফরে থাকা দলের সঙ্গে যোগ দিতে পারবেন।’
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘লন্ডন থেকে ভিসা ইস্যু করা হয়েছে। ভারতীয় ভিসা ইস্যু করার কিছু নিয়মকানুন আছে। এই ক্ষেত্রেও সেটি প্রয়োগ করা হয়েছে।’
বশিরের ভিসা না পাওয়া নিয়ে বেশ ক্ষোভের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সমস্যা সমাধানে হস্তক্ষেপ করতে হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীকেই। ঋষি সুনাকের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘আশা করি, ভিসার ক্ষেত্রে সব ব্রিটিশ নাগরিকের সঙ্গে সমান ব্যবহার করবে ভারত। এর আগেও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ভিসা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। তেমন কেউ ভারতে যাওয়ার ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। লন্ডনে ভারতীয় দূতাবাসে সেটা জানানো হয়েছে।’
তবে ভিসা জটিলতায় ভারতে যেতে না পারায় আগামীকাল থেকে হায়দরাবাদে শুরু সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না বশিরের।

অবশেষে স্পিনার শোয়েব বশিরের ভিসা মঞ্জুর করেছে ভারত। এই সপ্তাহান্তেই তিনি ইংল্যান্ড টেস্ট দলের সঙ্গে যোগ দিতে পারবেন। তাঁর ভিসার ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয় বিবৃতি দেওয়ার পর এই জটিলতা কাটল।
প্রথমবার ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়ে রোমাঞ্চিত ছিলেন বশির। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ২০ বছর বয়সী এই অফ স্পিনারকে শুরুতে ভিসা দেয়নি ভারত। টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড দলের সঙ্গে গত রোববার বশিরের ভারতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ভিসা না পাওয়ায় বাধ্য হয়েই আবুধাবিতে অনেক অপেক্ষার পর গতকাল ইংল্যান্ডে ফিরে যান। তার এক দিন পর আজ বশিরের ভিসা মঞ্জুর করেছে ভারত।
এভাবে বশিরের দেশে ফিরে যাওয়ায় সমালোচনাও শুরু হয়। বিষয়টি নিয়ে কথা বলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তবে দেরিতে হলেও ভিসা সমস্যা সমাধান হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট (ইসিবি) বলেছে, ‘এই পরিস্থিতি সমাধান হওয়ায় আমার এখন আনন্দিত। শোয়েব বশির এখন ভিসা পেয়েছেন এবং এই সপ্তাহান্তে ভারত সফরে থাকা দলের সঙ্গে যোগ দিতে পারবেন।’
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘লন্ডন থেকে ভিসা ইস্যু করা হয়েছে। ভারতীয় ভিসা ইস্যু করার কিছু নিয়মকানুন আছে। এই ক্ষেত্রেও সেটি প্রয়োগ করা হয়েছে।’
বশিরের ভিসা না পাওয়া নিয়ে বেশ ক্ষোভের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সমস্যা সমাধানে হস্তক্ষেপ করতে হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীকেই। ঋষি সুনাকের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘আশা করি, ভিসার ক্ষেত্রে সব ব্রিটিশ নাগরিকের সঙ্গে সমান ব্যবহার করবে ভারত। এর আগেও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ভিসা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। তেমন কেউ ভারতে যাওয়ার ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। লন্ডনে ভারতীয় দূতাবাসে সেটা জানানো হয়েছে।’
তবে ভিসা জটিলতায় ভারতে যেতে না পারায় আগামীকাল থেকে হায়দরাবাদে শুরু সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না বশিরের।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে