ক্রীড়া ডেস্ক

বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ডিএল মেথডে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ১৯৮ রান। সে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছিল তারা। তারপরই আলোকস্বল্পতার কারণে আর খেলা হয়নি। ম্যাচ অফিশিয়ালরা ডিএল মেথডে ৩৯ রানে জয়ী ঘোষণা করে বাংলাদেশকে।
আগে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৬ রানে ফেরেন ওপেনার কালাম সিদ্দিকী। দ্বিতীয় উইকেটে জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ৬৫ রানের জুটিতে স্কোর বাড়ায় বাংলাদেশ। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া জাওয়াদ এ ম্যাচে করেছেন ৩৫ বলে করেছেন ৩৮ রান। রানআউট হয়ে ফিরেছেন তিনি। তৃতীয় উইকেটে ৫৯ রানের আরেকটি জুটি গড়েন তামিম ও রিজান হাসান।
তামিম তুলে নিয়েছেন টানা দ্বিতীয় ফিফটি। ৮৪ বলে ৬৭ রানে রানে অপরাজিত থাকেন। ২৪ রানে অপরাজিত থাকেন রিজান। বাংলাদেশ তোলে ১৪৪ রান। ডিএল মেথডে ১৯৮ রানের লক্ষ্য পায় শ্রীলঙ্কা।
লক্ষ্য তাড়ায় নামা শুরু থেকেই দ্রুত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কান যুবারা। ৬৮ রানেই ৬ উইকেট হারায় তারা। প্রথম পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। কবিজা গামাগে সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন। রামিরু পেরেরা ২১, সানুজা নিদুওয়ারা ১৭ ও চামিকা হিনাতিগালার ব্যাট থেকে আসে ১৬ রান। বাংলাদেশের আল ফাহাদ ও তামিম নিয়েছেন ২টি করে উইকেট।

বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ডিএল মেথডে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ১৯৮ রান। সে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছিল তারা। তারপরই আলোকস্বল্পতার কারণে আর খেলা হয়নি। ম্যাচ অফিশিয়ালরা ডিএল মেথডে ৩৯ রানে জয়ী ঘোষণা করে বাংলাদেশকে।
আগে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৬ রানে ফেরেন ওপেনার কালাম সিদ্দিকী। দ্বিতীয় উইকেটে জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ৬৫ রানের জুটিতে স্কোর বাড়ায় বাংলাদেশ। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া জাওয়াদ এ ম্যাচে করেছেন ৩৫ বলে করেছেন ৩৮ রান। রানআউট হয়ে ফিরেছেন তিনি। তৃতীয় উইকেটে ৫৯ রানের আরেকটি জুটি গড়েন তামিম ও রিজান হাসান।
তামিম তুলে নিয়েছেন টানা দ্বিতীয় ফিফটি। ৮৪ বলে ৬৭ রানে রানে অপরাজিত থাকেন। ২৪ রানে অপরাজিত থাকেন রিজান। বাংলাদেশ তোলে ১৪৪ রান। ডিএল মেথডে ১৯৮ রানের লক্ষ্য পায় শ্রীলঙ্কা।
লক্ষ্য তাড়ায় নামা শুরু থেকেই দ্রুত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কান যুবারা। ৬৮ রানেই ৬ উইকেট হারায় তারা। প্রথম পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। কবিজা গামাগে সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন। রামিরু পেরেরা ২১, সানুজা নিদুওয়ারা ১৭ ও চামিকা হিনাতিগালার ব্যাট থেকে আসে ১৬ রান। বাংলাদেশের আল ফাহাদ ও তামিম নিয়েছেন ২টি করে উইকেট।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১২ ঘণ্টা আগে