নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা তিনটি সিরিজ জয়ের স্বাদ। এরপর পাওয়া দুদণ্ড অবসরে নিজেদের ফুরফুরে করে নেওয়া। ছুটির সময়টা আবার কেউ কেউ কাজে লাগিয়ে ভুলত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছেন। একরাশ স্বস্তি নিয়েই আজ রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওমানের বিমানে উঠছে বাংলাদেশ দল। রাত ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে মাহমুদউল্লাহরা রওনা দেবেন ওমানের রাজধানী মাসকাটে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখনো নকআউট পর্বে উঠতে পারেনি বাংলাদেশ। প্রতিবারই মাহমুদউল্লাহদের দৌড় থেমেছে তার আগেই। এবার ইতিহাসের সেই ধূসর পাতাটি মুছে দেওয়ার বড় সুযোগ বাংলাদেশের সামনে। জয়ের ধারায় থাকায় দল একটু বেশিই উজ্জীবিত। দলে এমন তিনজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন, যাঁরা খেলেছেন প্রতিটি টি-টোয়েন্টি বিশ্বকাপই। সেই মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের সঙ্গে মোস্তাফিজুর রহমান-আফিফ হোসেনদের মতো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া তরুণেরাও আছেন।
স্বপ্নপূরণে ১৩ দিন আগে প্রথম রাউন্ডের ভেন্যু ওমানে যাচ্ছে বাংলাদেশ। আগেভাগে যাওয়ার একটাই উদ্দেশ্য—নিবিড় অনুশীলন করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। ওমানে প্রস্তুতি শেষে আরব আমিরাতে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের আরও শাণিয়ে নেবেন ক্রিকেটাররা। পুনরায় ওমানে ফিরে মুশফিকরা অংশ নেবেন বাছাইপর্বে।
ওমানে পৌঁছে এক দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নেমে পড়বে বাংলাদেশ দল। ওমানের ক্যাম্পের শুরুতে অবশ্য আইপিএলে ব্যস্ত থাকায় সাকিব-মোস্তাফিজ থাকছেন না। তাঁরা দলের সঙ্গে যোগ দেবেন আরব আমিরাতে। সেখানে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে ১২ অক্টোবর। পরেরটি ১৪ অক্টোবর, আয়ারল্যান্ডের বিপক্ষে।
এই প্রস্তুতি ম্যাচও হেলায় খেলতে চান না মাহমুদউল্লাহ। বাংলাদেশ দলের অধিনায়ক আজকের পত্রিকাকে কয়েক দিন আগে বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচে যদি আমরা ভালো খেলে জয় দিয়ে শুরু করতে পারি, সেটা ভালো কাজে দেবে। আমরা ভালো আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টে যেতে পারব।’
যদিও আগে কখনো ওমানে খেলেনি বাংলাদেশ, তবু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না, বলছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার বলেছেন, ‘আমাদের মতোই পরিবেশ (ওমানে), হয়তো গরম বেশি হবে। আমার মনে হয়, যত তাড়াতাড়ি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারব ততই ভালো।’
মাহমুদউল্লাহ-মুশফিকরা তো দারুণ কিছুর স্বপ্ন দেখছেন, বিশ্বকাপ নিয়ে আবদুর রাজ্জাকও এতটাই আশাবাদী, তাঁর স্বপ্নের সীমানা চ্যাম্পিয়ন পর্যন্ত। বিসিবির এই নির্বাচক গতকাল সাংবাদিকের বলেছেন, ‘সম্ভাব্য সেরা দলই যাচ্ছে। কোন অবস্থানে দলকে দেখতে চাই, এভাবে বলা ঠিক হবে না। ভালোর শেষ নেই। খুশি হব চ্যাম্পিয়ন হলেই। নিশ্চিত সবাই তাতেই খুশি হবেন।’

টানা তিনটি সিরিজ জয়ের স্বাদ। এরপর পাওয়া দুদণ্ড অবসরে নিজেদের ফুরফুরে করে নেওয়া। ছুটির সময়টা আবার কেউ কেউ কাজে লাগিয়ে ভুলত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছেন। একরাশ স্বস্তি নিয়েই আজ রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওমানের বিমানে উঠছে বাংলাদেশ দল। রাত ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে মাহমুদউল্লাহরা রওনা দেবেন ওমানের রাজধানী মাসকাটে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখনো নকআউট পর্বে উঠতে পারেনি বাংলাদেশ। প্রতিবারই মাহমুদউল্লাহদের দৌড় থেমেছে তার আগেই। এবার ইতিহাসের সেই ধূসর পাতাটি মুছে দেওয়ার বড় সুযোগ বাংলাদেশের সামনে। জয়ের ধারায় থাকায় দল একটু বেশিই উজ্জীবিত। দলে এমন তিনজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন, যাঁরা খেলেছেন প্রতিটি টি-টোয়েন্টি বিশ্বকাপই। সেই মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের সঙ্গে মোস্তাফিজুর রহমান-আফিফ হোসেনদের মতো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া তরুণেরাও আছেন।
স্বপ্নপূরণে ১৩ দিন আগে প্রথম রাউন্ডের ভেন্যু ওমানে যাচ্ছে বাংলাদেশ। আগেভাগে যাওয়ার একটাই উদ্দেশ্য—নিবিড় অনুশীলন করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। ওমানে প্রস্তুতি শেষে আরব আমিরাতে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের আরও শাণিয়ে নেবেন ক্রিকেটাররা। পুনরায় ওমানে ফিরে মুশফিকরা অংশ নেবেন বাছাইপর্বে।
ওমানে পৌঁছে এক দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নেমে পড়বে বাংলাদেশ দল। ওমানের ক্যাম্পের শুরুতে অবশ্য আইপিএলে ব্যস্ত থাকায় সাকিব-মোস্তাফিজ থাকছেন না। তাঁরা দলের সঙ্গে যোগ দেবেন আরব আমিরাতে। সেখানে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে ১২ অক্টোবর। পরেরটি ১৪ অক্টোবর, আয়ারল্যান্ডের বিপক্ষে।
এই প্রস্তুতি ম্যাচও হেলায় খেলতে চান না মাহমুদউল্লাহ। বাংলাদেশ দলের অধিনায়ক আজকের পত্রিকাকে কয়েক দিন আগে বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচে যদি আমরা ভালো খেলে জয় দিয়ে শুরু করতে পারি, সেটা ভালো কাজে দেবে। আমরা ভালো আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টে যেতে পারব।’
যদিও আগে কখনো ওমানে খেলেনি বাংলাদেশ, তবু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না, বলছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার বলেছেন, ‘আমাদের মতোই পরিবেশ (ওমানে), হয়তো গরম বেশি হবে। আমার মনে হয়, যত তাড়াতাড়ি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারব ততই ভালো।’
মাহমুদউল্লাহ-মুশফিকরা তো দারুণ কিছুর স্বপ্ন দেখছেন, বিশ্বকাপ নিয়ে আবদুর রাজ্জাকও এতটাই আশাবাদী, তাঁর স্বপ্নের সীমানা চ্যাম্পিয়ন পর্যন্ত। বিসিবির এই নির্বাচক গতকাল সাংবাদিকের বলেছেন, ‘সম্ভাব্য সেরা দলই যাচ্ছে। কোন অবস্থানে দলকে দেখতে চাই, এভাবে বলা ঠিক হবে না। ভালোর শেষ নেই। খুশি হব চ্যাম্পিয়ন হলেই। নিশ্চিত সবাই তাতেই খুশি হবেন।’

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৯ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
১০ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
১০ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
১১ ঘণ্টা আগে