Ajker Patrika

‘এভাবে খেললে বাংলাদেশের কাছে আবারও ধরা খাবে পাকিস্তান’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১২: ২৪
২০২৪ সালে পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো
২০২৪ সালে পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

ভেন্যু বদলায়, টুর্নামেন্ট বদলায়, তবু পাকিস্তান ক্রিকেট দলের হতশ্রী পারফরম্যান্সের লাগাম যেন টানা যাচ্ছে না। জয় এখন তাদের কাছে হয়ে গেছে ‘সোনার হরিণ’। সাবেক ক্রিকেটার বাসিত আলীর মতে, এভাবে চলতে থাকলে বাংলাদেশের কাছে আবারও ধরা খেতে যাচ্ছে পাকিস্তান।

বাংলাদেশ-পাকিস্তান সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে। দুই ম্যাচের সেই টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এ বছর বাংলাদেশ-পাকিস্তান দুটি দ্বিপক্ষীয় সিরিজ হওয়ার কথা রয়েছে। মে থেকে জুলাই—এই তিন মাসে কমপক্ষে আটটি টি-টোয়েন্টি ম্যাচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বাসিত ধুয়ে দিয়েছেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদকে। বাসিত বলেন, ‘আকিবের তো পদত্যাগ করা উচিত। আপনি আরও চার মাস থাকলে বাংলাদেশের কাছেও ধরা খাবে পাকিস্তান।’

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি শেষেই আকিবের পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল। তবে আইসিসির এই ইভেন্ট শেষে তিনি নিউজিল্যান্ড সফরেও কাজ করেছেন। টি-টোয়েন্টি, ওয়ানডে মিলিয়ে কিউইদের বিপক্ষে আট ম্যাচের সাতটিতেই হেরেছে পাকিস্তান। সব মিলিয়ে চলতি বছর পাকিস্তান তিন সংস্করণ মিলে খেলেছে ১৬ ম্যাচ। জিতেছে কেবল ৩ ম্যাচ। বাকি ১৩ ম্যাচে হেরেছে এশিয়ার দলটি।

আকিব একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটিতে আছেন। তাঁর সঙ্গে আছেন সাবেক আম্পায়ার আলিম দার এবং সাবেক ক্রিকেটার আসাদ শফিক, আজহার আলী ও হাসান চিমা। লাগাতার বাজে পারফরম্যান্সের কারণে নির্বাচক কমিটির ওপর ক্ষোভ ঝেরেছেন বাসিত। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘পদত্যাগ করা উচিত নির্বাচক কমিটির। দল কীভাবে তৈরি করতে হয়, সেটা তাঁরা জানেনই না। চ্যাম্পিয়নস ট্রফি থেকে এখন পর্যন্ত শুধুই ফ্লপ। টমেটো বিক্রেতাও পর্যন্ত জিজ্ঞেস করেছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে কেন স্পিনার নেওয়া হয়নি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে মোহাম্মদ রিজওয়ান, বাবর আজমদের বাদ দিয়ে তুলনামূলক নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। সালমান আলী আগাকে করা হয় অধিনায়ক। তবে সেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান জেতে কেবল এক ম্যাচ। এরপর ওয়ানডে সিরিজে রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান হয়েছে ধবলধোলাই। সিরিজজুড়ে পাকিস্তানের ব্যাটিং ছিল দৃষ্টিকটু। পাকিস্তানের ব্যাটাররা কীভাবে উন্নতি করতে পারেন, সেটার টোটকা দিয়েছেন বাসিত, ‘টি-টেন টুর্নামেন্ট পিসিবি চেয়ারম্যানের আয়োজন করা উচিত। বাবর, রিজওয়ান, ইমাম উল হক, সালমান আগা, তৈয়ব তাহির, আব্দুল্লাহ শফিকদের পাওয়ার হিটিং শিখতে হবে।’

বাংলাদেশ, পাকিস্তান দুটি দলই এ বছরের ফেব্রুয়ারি-মার্চে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। কোনো ম্যাচই তারা জিততে পারেনি। দুটি দলই টুর্নামেন্ট থেকে কেবল ১ পয়েন্ট পেয়েছে। ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় সেটা পরিত্যক্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন পেলেন এনসিপির আখতার

এনসিপির নির্বাচনকালীন কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ