নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূর্ণাঙ্গ মন্ত্রী হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাজমুল হাসান পাপন। খেলাধুলার মানুষ হিসেবে মন্ত্রিত্ব পাওয়ায় তাঁকে ঘিরে ফেডারেশনগুলোর প্রত্যাশার পারদ তুঙ্গে। দায়িত্ব নেওয়ার আগে থেকে পাপন নিজেও ফেডারেশনগুলোর বিষয়ে খোঁজখবর করতেন।
আরও নিবিড়ভাবে জানার জন্য উল্লেখযোগ্য আটটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে আজ জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আলাদাভাবে বসেছিলেন সদ্য দায়িত্ব পাওয়া মন্ত্রী পাপন। শুনেছেন তাদের চাহিদা, প্রত্যাশার বিষয়গুলো। আশ্বাস দিয়েছেন সেসব পূরণেরও।
মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই ফেডারেশনগুলোর দাবিদাওয়া শোনা, তাদের চাহিদা পূরণ ও তিন বছরের একটি সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলেছিলেন পাপন। আজকেও ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনার পর কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। ফেডারেশনগুলোকে বরাদ্দ দেওয়ার পর সেসব ফেডারেশনকে কড়া নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
সাংবাদিকদের থেকে প্রশ্ন ছিল, বরাদ্দ দেওয়ার পর ফেডারেশনগুলো এসব বরাদ্দ কীভাবে ব্যবহার করছে সেসব বিষয়ে কড়া নজরদারির ওপর রাখা হবে কি না। জবাবে পাপন বললেন, ‘আমি এটা মনেপ্রাণে বিশ্বাস করি, যাকে যা দেওয়া হবে সেটা কড়ায়-গণ্ডায় হিসাব নেওয়া হবে। এবং সঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে কি না সেটা নিশ্চিত করতে হবে। নইলে আর পাবে না। এটা করতেই হবে। এটাতে কোনো ছাড় নেই।’
আজকের সভার পরও আর্চারি, শুটিং, ভলিবল ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলাদাভাবে বসতে চেয়েছেন পাপন। নতুন মন্ত্রীর কাছে নিজেদের আলাদা কমপ্লেক্স চেয়েছে আর্চারি ও শুটিং। তাদের প্রত্যাশা পূরণ করা খুব সম্ভব বলে মনে করেন ক্রীড়া মন্ত্রী, ‘আমার যতটুকু ধারণা ছিল তার থেকে তাদের চাহিদা অনেক কম। এটা নিয়ে আমি এতটা চিন্তিত না।’

পূর্ণাঙ্গ মন্ত্রী হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাজমুল হাসান পাপন। খেলাধুলার মানুষ হিসেবে মন্ত্রিত্ব পাওয়ায় তাঁকে ঘিরে ফেডারেশনগুলোর প্রত্যাশার পারদ তুঙ্গে। দায়িত্ব নেওয়ার আগে থেকে পাপন নিজেও ফেডারেশনগুলোর বিষয়ে খোঁজখবর করতেন।
আরও নিবিড়ভাবে জানার জন্য উল্লেখযোগ্য আটটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে আজ জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আলাদাভাবে বসেছিলেন সদ্য দায়িত্ব পাওয়া মন্ত্রী পাপন। শুনেছেন তাদের চাহিদা, প্রত্যাশার বিষয়গুলো। আশ্বাস দিয়েছেন সেসব পূরণেরও।
মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই ফেডারেশনগুলোর দাবিদাওয়া শোনা, তাদের চাহিদা পূরণ ও তিন বছরের একটি সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলেছিলেন পাপন। আজকেও ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনার পর কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। ফেডারেশনগুলোকে বরাদ্দ দেওয়ার পর সেসব ফেডারেশনকে কড়া নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
সাংবাদিকদের থেকে প্রশ্ন ছিল, বরাদ্দ দেওয়ার পর ফেডারেশনগুলো এসব বরাদ্দ কীভাবে ব্যবহার করছে সেসব বিষয়ে কড়া নজরদারির ওপর রাখা হবে কি না। জবাবে পাপন বললেন, ‘আমি এটা মনেপ্রাণে বিশ্বাস করি, যাকে যা দেওয়া হবে সেটা কড়ায়-গণ্ডায় হিসাব নেওয়া হবে। এবং সঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে কি না সেটা নিশ্চিত করতে হবে। নইলে আর পাবে না। এটা করতেই হবে। এটাতে কোনো ছাড় নেই।’
আজকের সভার পরও আর্চারি, শুটিং, ভলিবল ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলাদাভাবে বসতে চেয়েছেন পাপন। নতুন মন্ত্রীর কাছে নিজেদের আলাদা কমপ্লেক্স চেয়েছে আর্চারি ও শুটিং। তাদের প্রত্যাশা পূরণ করা খুব সম্ভব বলে মনে করেন ক্রীড়া মন্ত্রী, ‘আমার যতটুকু ধারণা ছিল তার থেকে তাদের চাহিদা অনেক কম। এটা নিয়ে আমি এতটা চিন্তিত না।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৬ ঘণ্টা আগে