
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর হয়তো পরিসংখ্যানে একটু বেশি বিশ্বাস করেন। কারণ পরিসংখ্যান বলছে, ভারতের বিপক্ষে টেস্টে ১৩ বারের দেখায় একটা ম্যাচেও জয় নেই বাংলাদেশের। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আগামীকাল প্রথম টেস্ট শুরুর আগে গম্ভীরের কথায় তেমন কিছুরই ইঙ্গিত মিলেছে।
বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ নিয়ে নানা রকম আলোচনা চলছে। সৌরভ গাঙ্গুলী, সুনীল গাভাস্কার, অজয় জাদেজা থেকে শুরু করে সুরেশ রায়না, রবীচন্দ্রন অশ্বিন, শুবমান গিল—অনেকেই তাদের মতামত জানিয়েছেন। বেশির ভাগই ভারতকে এগিয়ে রেখেছেন। যেখানে ভারত তাদের ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজ হেরেছে ২০১২ সালে। নিজেদের মাঠে ভারত কতটা অপ্রতিরোধ্য, সেটা আজ সংবাদ সম্মেলনে গম্ভীরের কথায় আবারও স্পষ্ট হয়েছে। ভারতের প্রধান কোচ বলেন, ‘একটা জিনিস আমি খুব বিশ্বাস করি যে আমরা (ভারত) কাউকে ভয় করি না। তবে সম্মান করি। বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। প্রতিপক্ষ কারা সেটা আমরা চিন্তা করি না। কীভাবে খেলতে হবে, সেটাই আমরা জানি।’
ভারত সিরিজের আগে রাওয়ালপিন্ডি কাঁপিয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে অধরা টেস্ট জয় তো বাংলাদেশ পেয়েছেই। এমনকি দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাইও করেছেন শান্তরা। মুশফিকুর রহিম, লিটন দাস বাংলাদেশের এ দুই ব্যাটার সেঞ্চুরি পেয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তান সিরিজে সিরিজসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও সাকিব আল হাসান ঘূর্ণি জাদুতে কাঁপিয়েছেন পাকিস্তানের ব্যাটারদের।
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন গম্ভীর। একই সঙ্গে রোহিত শর্মা-বিরাট কোহলিদের সতর্ক থাকার পরামর্শও যেন দিয়েছেন গম্ভীর। ভারতের প্রধান কোচ বলেন, ‘পাকিস্তানে তারা যেটা করেছে তাতে তাদের (বাংলাদেশ) অভিনন্দন জানাচ্ছি। তবে এটা একটা নতুন সিরিজ। তারা দুর্দান্ত দল। আমরা দারুণ ক্রিকেট খেলতে চাই। হ্যাঁ তাদের সাকিব, মুশফিক, মেহেদী (মিরাজ) আছে। তবে আমরা প্রথম বল থেকেই সতর্ক থাকব।’

ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর হয়তো পরিসংখ্যানে একটু বেশি বিশ্বাস করেন। কারণ পরিসংখ্যান বলছে, ভারতের বিপক্ষে টেস্টে ১৩ বারের দেখায় একটা ম্যাচেও জয় নেই বাংলাদেশের। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আগামীকাল প্রথম টেস্ট শুরুর আগে গম্ভীরের কথায় তেমন কিছুরই ইঙ্গিত মিলেছে।
বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ নিয়ে নানা রকম আলোচনা চলছে। সৌরভ গাঙ্গুলী, সুনীল গাভাস্কার, অজয় জাদেজা থেকে শুরু করে সুরেশ রায়না, রবীচন্দ্রন অশ্বিন, শুবমান গিল—অনেকেই তাদের মতামত জানিয়েছেন। বেশির ভাগই ভারতকে এগিয়ে রেখেছেন। যেখানে ভারত তাদের ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজ হেরেছে ২০১২ সালে। নিজেদের মাঠে ভারত কতটা অপ্রতিরোধ্য, সেটা আজ সংবাদ সম্মেলনে গম্ভীরের কথায় আবারও স্পষ্ট হয়েছে। ভারতের প্রধান কোচ বলেন, ‘একটা জিনিস আমি খুব বিশ্বাস করি যে আমরা (ভারত) কাউকে ভয় করি না। তবে সম্মান করি। বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। প্রতিপক্ষ কারা সেটা আমরা চিন্তা করি না। কীভাবে খেলতে হবে, সেটাই আমরা জানি।’
ভারত সিরিজের আগে রাওয়ালপিন্ডি কাঁপিয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে অধরা টেস্ট জয় তো বাংলাদেশ পেয়েছেই। এমনকি দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাইও করেছেন শান্তরা। মুশফিকুর রহিম, লিটন দাস বাংলাদেশের এ দুই ব্যাটার সেঞ্চুরি পেয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তান সিরিজে সিরিজসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও সাকিব আল হাসান ঘূর্ণি জাদুতে কাঁপিয়েছেন পাকিস্তানের ব্যাটারদের।
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন গম্ভীর। একই সঙ্গে রোহিত শর্মা-বিরাট কোহলিদের সতর্ক থাকার পরামর্শও যেন দিয়েছেন গম্ভীর। ভারতের প্রধান কোচ বলেন, ‘পাকিস্তানে তারা যেটা করেছে তাতে তাদের (বাংলাদেশ) অভিনন্দন জানাচ্ছি। তবে এটা একটা নতুন সিরিজ। তারা দুর্দান্ত দল। আমরা দারুণ ক্রিকেট খেলতে চাই। হ্যাঁ তাদের সাকিব, মুশফিক, মেহেদী (মিরাজ) আছে। তবে আমরা প্রথম বল থেকেই সতর্ক থাকব।’

লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন, এই প্রশ্ন এখন সবার মনে। বিষয়টি নিয়ে আগেও একাধিকবার কথা বলতে দেখা গেছে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিকে। এলএমটেনকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছিলেন তিনি। আরও একবার একই কথা শোনা গেল বিশ্বকাপ জয়ী কোচের কণ্ঠে।
১৩ মিনিট আগে
ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এ সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা, আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
১ ঘণ্টা আগে
সিরিজ শুরুর আগে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দলকে ‘ড্যাডস আর্মি’ বলে কটাক্ষ করেছিল ইংলিশ মিডিয়া ও ইংল্যান্ডের সমর্থকেরা। শেষ পর্যন্ত ‘ড্যাড’দের অভিজ্ঞতারই জয় হয়েছে মাত্রই শেষ হওয়া অ্যাশেজে।
১ ঘণ্টা আগে
টানা হারের বৃত্তে আটকে থাকা নোয়াখালী এক্সপ্রেস নিজেদের প্রথম জয় পেয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল নবাগত ফ্র্যাঞ্চাইজিটির কাছে ৯ রানে হেরেছে নুরুল হাসান সোহানের দল। এই হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রংপুরের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।
২ ঘণ্টা আগে