আজকের পত্রিকা ডেস্ক

২৯ বছর পর আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্ট হিসেবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে পাকিস্তানে। এটা দেশটির জন্য সুখবরই। তবে টুর্নামেন্টের সূচনা দিনে পাকিস্তান দল সুখবর দিতে পারেনি দেশটিকে। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের ৫ উইকেটে করা ৩২০ রানের জবাব দিতে পাকিস্তান অলআউট হয়ে গেছে ২৬০ রানে। তাতে ৬০ রানে জিতেছে নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে অজেয় এক দল নিউজিল্যান্ড। এর আগে তিনবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে পাকিস্তান; জিততে পারেনি একবারও। হারের সেই ধারা বজায় থাকল এবারও। দিন কয়েক আগেই পাকিস্তানের মাটিতে তিন জাতি সিরিজেও পাকিস্তানকে হারিয়েছিল নিউজিল্যান্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা যেমন ভালো হওয়া দরকার তেমন শুরু হয়নি পাকিস্তানের। দলীয় ২২ রানে দলের দুই ব্যাটিং নির্ভরতা সৌদ শাকিল (৬) অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে (৩) হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। যা কাটিয়ে ওঠার জন্য বড় একটা জুটির দরকার ছিল স্বাগতিকদের। নিউজিল্যান্ড ইনিংসে দুটি সেঞ্চুরি জুটি হলেও পাকিস্তান ইনিংসে একটিও সেঞ্চুরি জুটি হয়নি। বাবর আজম চতুর্থ উইকেটে আগা সালমানকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন; যা ইনিংসের সর্বোচ্চ বড় জুটি। ৪৭.২ ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ওপেনার বাবর আজম ৯০ বলে ৬৪ রান করেন। বিপিএল মাতিয়ে পাকিস্তান দলে জায়গা করে নেওয়া খুশদিল শাহ ৪৯ বলে করেন ইনিংস সর্বোচ্চ ৬৯। ও’রুর্কি ও স্যান্টনার নিয়েছেন ৩টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উইল ইয়াং ও অধিনায়ক টম ল্যাথামের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২০ রান তোলে নিউজিল্যান্ড। দলীয় ৭৩ রানে ডেভন কনওয়ে (১০), কেন উইলিয়ামসন (১) ও ড্যারিল মিচেলকে (১০) ফিরে যান। এই ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন ইয়াংয়ের সঙ্গে ল্যাথাম। দেখে শুনে খেলে ১২৬ বলে ১১৮ রান তোলেন তাঁরা। ইয়াংয়ের বিদায়ে ভাঙে এই জুটি। আউট হওয়ার আগে ১১৩ বলে ১২টি চার ও ১টি ছয়ে ১০৭ রান করেন। ওয়ানডেতে এটি ইয়াংয়ের চতুর্থ সেঞ্চুরি। কনওয়ে আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ল্যাথাম। পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপসকে (৬১) নিয়ে আরেকটি সেঞ্চুরি জুটি উপহার দেন অধিনায়ক। ৭৪ বলে ১২৫ রান করেন তাঁরা।
১০৪ বলে ১১৮ রান করে অপরাজিত থাকেন ল্যাথাম। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮৪ দিন ও ৭৯ ইনিংস রানের তিন অঙ্ক ছুঁলেন। ওয়ানডেতে তাঁর অষ্টম সেঞ্চুরি ইনিংসটি ১০টি চার ও ৩টি ছয়ে সাজানো।
প্রথম ১০ ওভারে ৪৮ রান তোলা নিউজিল্যান্ড শেষ ১০ ওভারে তোলে ১১৩ রান। বল হাতে নাসিম শাহ ও হারিস রউফ নিয়েছেন ২টি করে উইকেট।

২৯ বছর পর আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্ট হিসেবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে পাকিস্তানে। এটা দেশটির জন্য সুখবরই। তবে টুর্নামেন্টের সূচনা দিনে পাকিস্তান দল সুখবর দিতে পারেনি দেশটিকে। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের ৫ উইকেটে করা ৩২০ রানের জবাব দিতে পাকিস্তান অলআউট হয়ে গেছে ২৬০ রানে। তাতে ৬০ রানে জিতেছে নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে অজেয় এক দল নিউজিল্যান্ড। এর আগে তিনবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে পাকিস্তান; জিততে পারেনি একবারও। হারের সেই ধারা বজায় থাকল এবারও। দিন কয়েক আগেই পাকিস্তানের মাটিতে তিন জাতি সিরিজেও পাকিস্তানকে হারিয়েছিল নিউজিল্যান্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা যেমন ভালো হওয়া দরকার তেমন শুরু হয়নি পাকিস্তানের। দলীয় ২২ রানে দলের দুই ব্যাটিং নির্ভরতা সৌদ শাকিল (৬) অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে (৩) হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। যা কাটিয়ে ওঠার জন্য বড় একটা জুটির দরকার ছিল স্বাগতিকদের। নিউজিল্যান্ড ইনিংসে দুটি সেঞ্চুরি জুটি হলেও পাকিস্তান ইনিংসে একটিও সেঞ্চুরি জুটি হয়নি। বাবর আজম চতুর্থ উইকেটে আগা সালমানকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন; যা ইনিংসের সর্বোচ্চ বড় জুটি। ৪৭.২ ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ওপেনার বাবর আজম ৯০ বলে ৬৪ রান করেন। বিপিএল মাতিয়ে পাকিস্তান দলে জায়গা করে নেওয়া খুশদিল শাহ ৪৯ বলে করেন ইনিংস সর্বোচ্চ ৬৯। ও’রুর্কি ও স্যান্টনার নিয়েছেন ৩টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উইল ইয়াং ও অধিনায়ক টম ল্যাথামের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২০ রান তোলে নিউজিল্যান্ড। দলীয় ৭৩ রানে ডেভন কনওয়ে (১০), কেন উইলিয়ামসন (১) ও ড্যারিল মিচেলকে (১০) ফিরে যান। এই ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন ইয়াংয়ের সঙ্গে ল্যাথাম। দেখে শুনে খেলে ১২৬ বলে ১১৮ রান তোলেন তাঁরা। ইয়াংয়ের বিদায়ে ভাঙে এই জুটি। আউট হওয়ার আগে ১১৩ বলে ১২টি চার ও ১টি ছয়ে ১০৭ রান করেন। ওয়ানডেতে এটি ইয়াংয়ের চতুর্থ সেঞ্চুরি। কনওয়ে আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ল্যাথাম। পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপসকে (৬১) নিয়ে আরেকটি সেঞ্চুরি জুটি উপহার দেন অধিনায়ক। ৭৪ বলে ১২৫ রান করেন তাঁরা।
১০৪ বলে ১১৮ রান করে অপরাজিত থাকেন ল্যাথাম। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮৪ দিন ও ৭৯ ইনিংস রানের তিন অঙ্ক ছুঁলেন। ওয়ানডেতে তাঁর অষ্টম সেঞ্চুরি ইনিংসটি ১০টি চার ও ৩টি ছয়ে সাজানো।
প্রথম ১০ ওভারে ৪৮ রান তোলা নিউজিল্যান্ড শেষ ১০ ওভারে তোলে ১১৩ রান। বল হাতে নাসিম শাহ ও হারিস রউফ নিয়েছেন ২টি করে উইকেট।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৫ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
৬ ঘণ্টা আগে